
ডান্ডিবার্তা রিপোর্ট
সারাদেশে নৈরাজ্যের পর গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিএনপি নেতাকমীদের মধ্যে। নারায়ণগঞ্জে ইতিমধ্যে শুরু হয়েছে গ্রেফতার কার্যক্রম। পুলিশ গত ৩ দিনে নারায়ণগঞ্জে ৩শ’ ৯জনকে গ্রেফতার করেছে কিন্তু ২৪ ঘন্টায় গ্রেফতার হয়েছে ১শ’ ৭জন। অনেক বিএনপি নেতাকর্মী বাড়ি থেকে আত্মগোপনে চলে গেছে। তবে পুলিশ নৈরাজ্যের কারণে যে সকল বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে তারা কেহ পদধারী নেতা নন। বিভিন্ন সূত্রে জানা গেছে, ছাত্ররা যখন কোটা বিরোধী আন্দোলন শুরু করে তখন বিএনপি জামাতে কর্মীরা স্থানীয় নেতাদের অলিখিত নির্দেশে কোটা বিরোধী আন্দোলনে ঢুকে পড়ে। আর সুযোগ বুঝে ঝাপিয়ে পড়ে পুলিশের উপর। ঘটে ব্যাপক সংঘর্ষ। আর শুধু সংঘর্ষে সীমাবদ্ধা না থেকে সন্ত্রাসীরা চালায় তান্ডব আর নৈরাজ্য। থমকে যায় সাধারণ মানুষের জীবনযাপন। আর এসকল কর্মকান্ডে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় নৈরাজ্যকারীদের বিরুদ্ধে ৮টি মামলা রুজু হয়। এ মামলায় পুলিশ গ্রেফতার অভিযান শুরু করে। পুলিশ গ্রেফতার শুরু করলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জের শীর্ষ নেতারা তাদের গ্রেফতার হওয়া কর্মীদের পিছনে না দাঁড়িয়ে নিজেদের পিঠ বাাঁচাতে আত্মগোপনে চলে যায়। এতে করে নারায়ণগঞ্জে যেন বিএনপি শূন্য হয়ে পড়ে। এদিকে সরকার এবারের নৈরাজ্যকারীদের কঠোর হস্তে দমনসহ কাউকে ছাড় না দেয়ার ঘোষনা দিয়েছে। আর এ কারনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আরো বেশী আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা এখন বাড়িঘর ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেছে। যারা সাদলন কর্মী আছে তারাও এখন বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এখন বিএনপির কাউকে রাস্তায় দেখা যায় না। শুধু তাই নয় এখন বিএনপির নেতাকর্মীদের পরিবারের মধ্যেও দেখা দিয়ে উৎকন্ঠা। তাদের পরিবারদের দাবি যারা নৈরাজ্যে সাথে জড়িত তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারে। যাতে গণহারে কাউকে গ্রেফতার না করে বা হয়রানি না করে এ আহবান জানান। এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, নৈরাজ্যকারী কাউকে ছাড় দেয়া হবে না। নারায়নগঞ্জে বিভিন্ন থানায় ৮টি মামলা হয়েছে। গত ২৪ ঘন্টায় বিভিন্ন থানায় নৈরাজ্যের সাথে জড়িতের অভিযোগে গ্রেফতার হয়েছে ১শত ৭জন আর গত ৩ দিনে গ্রেফতার হয়েঝে ৩শত ৯ জন। আমরা যাচাই বাছাই করেই আইনের আওতায় আনছি। আমরা কোন নিরিহ বা বিনা অপরাধে কাউকে গ্রেফতার করছি না। তবে এ অবস্থা থেকে স্বাভাবিক হয়ে কয়েক দিন সময় লাগবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯