আজ রবিবার | ১০ আগস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ১৫ সফর ১৪৪৭ | সকাল ৭:৫০
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

পদ বানিজ্যের খেসারত দিচ্ছে আ’লীগ

ডান্ডিবার্তা | ২৭ জুলাই, ২০২৪ | ১১:২৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
পদ বানিজ্যের কারণে আজ আওয়ামীলীগের দুরবস্থা। কঠিন সময়ে মাঠে পাওয়া যায় না নেতা কর্মীদের। যারা ত্যাগী দলের জন্য নিবেদিত প্রাণ তারা পদ পদবী থেকে বঞ্চিত। পদ বানিজ্যের কারণে দলের ঢুকেছে হাইব্রিড ও অযোগ্যরা। মাঠ পর্যায়ের নেতারা বলেন, টাকা দিয়ে পদ বাগাতে পারলেই পদ বিক্রি করে অল্প সময়ে হওয়া যায় কোটিপতি। তাই পদ কিনতে হুমরি খেয়ে পড়ে। আর এ সুযোগ করে দিয়েছে শীর্ষ নেতারা তারা পদ বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নিতে পারছেন না। যার কোন প্রমাণ নেই। অনেকে মনে করেন আজ যদি ত্যাগীরা পদ পদবীতে থাকতেন তবে এখনকার এ দু:সময়ে আওয়ামীলীগকে এক মূল্য দিতে হতো না। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগে পদ বিক্রির অভিযোগ শুরু থেকেই। যারা পদ কিনে নেতা হয়েছেন তারা নাশকতা দমাতে মাঠেতো দুরের কথা এলাকা ছেড়ে নিরাপদ দুরত্বে চলে গেছেন। কারণ তারা জানেন তারা টাকা দিয়ে পদ কিনেছেন তাদের পদ বহাল থাকবে। আর আওয়ামীলীগের দুর্বলতার কথা অকপটে স্বীকার করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন। এদিকে পদ বানিজ্যের মাধ্যমে আওয়ামীলীগকে দুর্বল করায় চরম ক্ষোভে ফুঁসছেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। তারা হাইকমান্ডের প্রতি দাবি রাখেন অচিরেই নারায়ণগঞ্জ আওয়ামীলীগে শুদ্ধি অভিযান চালানো হউক। যারা দলে হাইবিড ঢুকিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হউক। ঢাকায় ইতিমধ্যে অনেক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ রকম নারায়ণগঞ্জেও কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করে দলকে চাঙ্গা করার আহবান জানান ত্যাগী নেতারা। এদিকে আওয়ামী লীগে পদ-বাণিজ্য বন্ধের জোর দাবি উঠেছে। রাজধানীর থানা-ওয়ার্ড পর্যায়ের দলীয় একাধিক নেতা এ দাবি জানিয়ে বলেন, সম্মেলনের পর নতুন করে পদ নিতে গেলে অনেকেরই টাকা লাগছে। টাকা দিলেই পদ পাওয়া যাবে—এটা যেন এখন ওপেন সিক্রেটে পরিণত হয়েছে। আর যেসব নেতা টাকায় পদ কিনেন তারা মাঠে নামবেন কেন? আর টাকা দিয়ে বেশির ভাগ পদ তো বাগিয়ে নিচ্ছেন হাইব্রিড, সুবিধাভোগী, বিতর্কিত ও স্বাধীনতাবিরোধী মতাদর্শীরা। দলের ক্রান্তিকালে এরা তো মাঠে থাকবে না—এটাই স্বাভাবিক। মনে রাখবেন দুর্দিনে ত্যাগী ও সত্যিকারের আদর্শ ধারণকারী নেতাকর্মীরাই ঝুঁকি নেন। সুবিধাবাদী নেতাদের খুঁজে পাওয়া যায় না। যা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা চলাকালে চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছে।’ আওয়ামী লীগের সাংগঠনিক সংকট নিয়ে গত তিন দিনের পর্যালোচনা সভায় তৃণমূলের নেতারা এ কথা বলেন। দীর্ঘদিন পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের থানা-ওয়ার্ডের প্রস্তাবিত কমিটির তালিকা দুই সপ্তাহ আগে জমা দেওয়া হয়েছে কেন্দ্রীয় দপ্তরে। অভিযোগ উঠেছে, কমিটিতে চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি, ফুটপাত-জমি দখলবাজ, ক্যাসিনোকাÐে জড়িত ও হত্যা মামলার আসামিরাও স্থান পেয়েছে। একটি পদের জন্য ১০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত নেতার পকেটে ঢুকেছে। পদ বাগাতে নেতাকে দামি গাড়ি উপহারেরও ঘটনা ঘটেছে। আবার মোটা অঙ্কের টাকা দিয়েও বনিবনা না হওয়ায় ছিটকে পড়েন অনেকে। এমনকি মোটা অঙ্কের টাকার বিনিময়ে এসব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রস্তাব করা হয়েছে বিএনপি-জামায়াত সমর্থকের নামও। এছাড়া ক্ষমতা কুক্ষিগত করতে শীর্ষ নেতার সন্তানসহ স্বজনের নামও তালিকায় ঠাঁই পেয়েছে। আজকে যে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। শত্রæরা আড়ালে-আবডালে আরো প্রস্তুতি নিয়ে আক্রমণ করতে পারে। সাহস করে এ পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা