
ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরে পুলিশের রুজু করা মামলায় সাংবাদিক, আওয়ামীলীগ, জাতীয় পার্টির, ব্যবসায়ী, উপজেলা চেয়ারম্যান ও ইউপির উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থীকে আসামি করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের সংখ্যা অর্ধশতাধিক বলে জানা গেছে। মামলায় জামায়াত বিএনপির পাশাপাশি আওয়ামী লীগ-জাতীয় পার্টির নেতাকর্মী, ব্যবসায়ী এবং রাজনীতির সঙ্গে যুক্ত নয় এমন অনেককেই আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ১৮ জুলাই ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজের নিচে পুলিশে গাড়িতে আগুন ও পুলিশের ওপর হামলার ঘটনায় গত ২৩ জুলাই পুলিশের এসআই আহাদুজ্জামান আহাদ বাদী হয়ে ১শ ৭৭ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত নামা আসামি করে মামলা রুজু করেন। এ মামলায় আসামির মধ্যে রয়েছেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়নগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন সহ ইউনিয়ন পযার্য়ের অনেক নেতাকর্মী। এছাড়াও সিএনএন বাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ও বন্দর উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান মাকসুদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ সভাপতি হোসেন মুন্সী, মুছাপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান শুভ, মুছাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছেলে প্রান্ত, মদনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাবেদ ভুঁইয়ার ভাতিজা মোহাম্মদ ভূঁইয়া ও মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী অপু, মদনপুর ইউপির মুসলিমপাড়া এলাকার মুদিদোকানী ইউসুফ, তার ছেলে আনাফ ও মেয়ের জামাই জহিরুল হক, মুছাপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মাহবুব মেম্বারকে আসামী করা হয়েছে। এছাড়া উপজেলা বিভিন্ন এলাকার আওয়ামীলীগের একাধিক কর্মী আসামি হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেন জানান, ঘটনার দিন ১৮ জুলাই বাসায় ছিলাম। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের মামলায় আমাকে ১০৭ নং আসামি করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তারা এখনো পিছু ছাড়ছে না। আমার নির্বাচনী কর্মী- সমর্থকদের এ মামলায় আসামি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। মুছাপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান শুভ বলেন, উপনির্বাচনে জনগনের রায়কে ভিন্নখাতে প্রভাবিত করতে নির্বাচনী প্রতিদ্ব›দ্বী প্রার্থীর পক্ষ প্রশাসনকে ম্যানেজ করে আমাকে এবং আমার কর্মী সমর্থকদের এ মামলায় আসামি করা হয়েছে। গত ১৮ জুলাই সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণায় ছিলাম। সিএনএন বাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন বলেন, সাংবাদিকতার পাশাপাশি চায়না তৈরী ব্যাটারি ব্যবসা করি। আমারা পারিবারিক ভাবে আওয়ামীলীগের রাজনৈতিক পরিবার। উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিহিংসায় পুলিশের মামলায় আমাকে ১৬৩ নং আসামি করা হয়েছে। সুষ্ট তদন্তের দাবি জানাচ্ছি। বন্দর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মাসুম আহম্মেদ জানান, যারা পারিবারিক ভাবে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত তাদেরকেও সরকার বিরোধী মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি অত্যান্ত দুঃখজনক। সুষ্ঠ তদন্তের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, সঠিক তথ্যের ভিত্তিতে গ্রেফতার অভিযান চলছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯