
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের পুত্রবধূ পারভীন ওসমান। তিনি এই পরিবারের বড় সন্তান তিন বারের সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমানের স্ত্রী। জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন নাসিম ওসমান। তিনি এই দলটির ছিলেন প্রেসিডিয়াম সদস্য। তার সূত্র ধরে পারভীন ওসমানও এই দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হয়েছেন। সূত্র বলছে, নাসিম ওসমান যতদিন বেঁচে ছিলেন নারায়ণগঞ্জের জাতীয় পার্টির নাম-ডাক ছিল আওয়ামী লীগ ও বিএনপির মতই। তার হাত ধরে অনেকেই জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। বর্তমানে যাদের অনেকে বিএনপি কিংবা আওয়ামী লীগের রাজনীতিতে পদার্পণ করেন। আবার প্রয়াত এই সাংসদের শিষ্য হিসেবে পরিচিত লিয়াকত হোসেন খোকা দুই দুবার সংসদ সদস্য হয়েছেন। বর্তমানে তিনি জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এবং মনোনয়ন বোর্ডের একজন সদস্য। তবে, নাসিম ওসমানের মৃত্যুর পর নারায়ণগঞ্জে জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা একেবারেই দুর্বল হয়ে পড়ে। বর্তমানে এখানে এই দলটি অনেকটা কিতাবে আছে গোয়ালে নেই অবস্থায় রয়েছে। যোগ্য নেতৃত্ব এবং অভিভাক না থাকায় এখানে এই দলটি ঘুরে দাঁড়াতে পারছে না। নারায়ণগঞ্জে জাতীয় পার্টির একজন সংসদ সদস্য থাকলেও তিনি সাংগঠনিকভাবে দলের হয়ে সেভাবে কাজ করছেন না বলেই অভিযোগ শোনা যায় প্রায়সময়। অভিযোগ, এখানে জাতীয় পার্টির একমাত্র এমপি ওসমান পরিবারের মেজ ছেলে সেলিম ওসমান। তিনি আপাদমস্তক একজন ব্যবসায়ী। তিনি রাজনীতির থেকে ব্যবসা বুঝেন অনেক ভালো। ফলশ্রæতিতে তৃতীয় বারের মতো তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেও এখানে জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে পারেননি। এ নিয়ে জাতীয় পার্টির বহু নেতাকর্মীর মধ্যেই রয়েছে ক্ষোভ। তারা মনে করেন, সংসদ সদস্য সেলিম ওসমান তার বড় ভাই নাসিম ওসমানের মৃত্যুতে সদর-বন্দর আসনে উপনির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য হিসেবে প্রথম নির্বাচিত হোন। পরে তিনি আরও দুইবার জাতীয় পার্টির মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছেন। যে দলের মনোনয়নে তিনি এমপি সেই দলের জন্য তার তেমন কোনো অবদান এখানে নেই। বরং তার স্থলে যদি নাসিম ওসমানের সহধর্মীনি পারভীন ওসমান এমপি হতেন তাহলে অন্তত এখানকার জাতীয় পার্টি পূর্বের ন্যায় না হলেও সাংগঠনিক তৎপরতা থাকতো এই দলটির। নাসিম ওসমানের সঙ্গে রাজনীতি করা অনেক নেতাকর্মীই এখন অনেকটা আড়ালে চলে গেছেন। তারা মনে করেন, বিগত দিনে যা হয়েছে তো হয়েছে। এবার অন্তত জাতীয় পার্টিকে সুসংগঠিত করা প্রয়োজন। এখানে নাসিম ওসমান যেভাবে দলকে সুসংগঠিত করে রেখেছেন, সেভাবে সাংগঠনকে এগিয়ে নিতে হলে পারভীন ওসমানকেই এগিয়ে আসতে হবে। তাকেই এই দলটির হাল ধরতে হবে। আড়ালে চলে যাওয়া নেতাকর্মীদেরকে পুনরায় সামনের দিকে নিয়ে আসার অগ্রণী ভূমিকা তাকেই পালন করতে হবে। তার দ্বারাই সম্ভব নারায়ণগঞ্জে জাতীয় পার্টিকে ফের জাগিয়ে তোলা। তিনিই হতে পারবেন এখানে জাতীয় পার্টির যোগ্য নেতা ও অভিভাবক। একইসঙ্গে আগামী সংসদ নির্বাচনে তাকে প্রার্থী করা হলে এবং তিনি যদি এমপি নির্বাচিত হোন তাহলে নারায়ণগঞ্জে জাতীয় পার্টির গণজাগরণ সৃষ্টি হবে বলে মনে করেন রাজনীতির অভিজ্ঞজনরা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯