আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | দুপুর ১:০০
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

জামাত নিষিদ্ধ হলে কী প্রভাব পড়বে রাজনীতিতে?

ডান্ডিবার্তা | ৩১ জুলাই, ২০২৪ | ১২:৩১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
১৪ দলের সভায় সিদ্ধান্ত নেয়া হয় জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হবে। এব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নেয়ার জন্য ১৪ দলের পক্ষ থেকে গত সেমবার রাতে আহŸান জানানো হয়। এই সিদ্ধান্ত গ্রহণের একদিন পরে গতকাল মঙ্গলবার আইনমন্ত্রী এডভোকেট আনিছুল হক জানিয়েছেন আজ বুধবার নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হবে। তিনি বলেছেন, সন্ত্রাসী কর্মকাÐে জড়িত থাকার কারণে এই দলটিকে নিষিদ্ধ করার এখতিয়ার সরকারের আছে। উল্লেখ্য, বিভিন্ন জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠনকে এর আগেও নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল। এখন জামায়াতের রাজনীতিকেও নিষিদ্ধ করার উদ্যোগ নেয়া হচ্ছে। প্রশ্ন উঠেছে জামায়াতের রাজনীতি যদি নিষিদ্ধ করা হয় তাহলে তার প্রভাব রাজনীতিতে কী পড়বে? ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকার করেছিল। আর সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য ২০০৯ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল গঠন করা হয় এবং একে একে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে। এই বিচারে মূল আক্রান্ত দল ছিলো জামাত ইসলাম। এর আগে ২০১৩ সালে নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করে এবং জামাতের দাঁড়িপাল্লা প্রতীক অবৈধ ঘোষণা করে। ফলে জামায়াত একটি অনিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে তখন থেকেই কাজ করছে। এবং দলীয় প্রতীক ব্যবহার করেও তারা নির্বাচন করতে পারছে না। এমন বাস্তবতায় অনেকে মনে করেছিলো জামাতের রাজনীতি বোধহয় আস্তে আস্তে নিষ্পেষিত হয়ে যাবে। জামাত ক্ষয়িষ্ণু হয়ে যাবে। কিন্তু বাস্তবতা দেখা যায় ভিন্ন। যুদ্ধাপরাধীদের বিচারে গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আব্বাস আলী খান, আলী আহসান মুজাহিদ, কাদের মোল্লা, দেলওয়ার হোসেন সাঈদীর মতো ঘৃণীত যুদ্ধাপরাধীরা দÐিত হবার পরও জামায়াত নিঃশেষ হয়ে যায়নি। বরং জামাত সংগঠিত হয়েছে এবং সা¤প্রতিক সময়ে সারাদেশে যে সহিংসতা এবং তাÐব পরিচালনা হয়েছে তার বøæ-প্রিন্ট জামাত কর্তৃক প্রণীত বলে নিশ্চিত হওয়া গেছে। এরকম পরিস্থিতিতে দু’টি বিষয় সামনে এসেছে— প্রথমত জামাত যে একটি সন্ত্রাসী দল এবং তারা যে সবসময় সন্ত্রাস এবং নৈরাজ্যকে মদদ দেয় এটি প্রমাণিত হয়েছে। দ্বিতীয়ত জামাতের যে একটি শক্তিশালী নেটওয়ার্ক সারাদেশে বিস্তৃত তা পরিষ্কার হয়েছে। এ প্রেক্ষিতে সকলের সামনে যে প্রশ্নটি মুখ্য হয়ে উঠেছে সেটি হলো এরকম একটি শক্তিশালী অবস্থানে থাকা জামাতের রাজনীতি যদি নিষিদ্ধ করা হয় তাহলে তার প্রভাব রাজনীতিতে কি পড়বে? এর আগেও রাজনীতিতে জামাত নিষিদ্ধ করার দাবি উঠেছিল। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে জামাতের অপকর্মের জন্য তাদের নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল। কিন্তু সরকার নানা বাস্তবতা বিবেচনা করে জামাতকে নিষিদ্ধ করেনি। বাংলাদেশের সর্বোচ্চ আদালতেও জামাতকে নিষিদ্ধ করার একটি রিট পিটিশন বিচারাধীন আছে। সেখানেও সরকার ইচ্ছে করেই মনোযোগ দেয়নি। কারণ সরকারের মধ্যে একটি ভাবনা ছিলো, জামাতকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে জামাতের জঙ্গি এবং গুপ্ত তৎপরতা বাড়বে। জামাত সন্ত্রাস-সহিংসতার মাত্রা আরও বাড়িয়ে দিবে। তখন তাকে একেবারেই জবাবদিহিতার মধ্যে রাখা যাবে না। আর একারণেই সরকার জামাতকে তখন নিষিদ্ধ ঘোষণা করেনি। কিন্তু এখন যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং ১৪ দল থেকে বিষয়টি এসেছে তখন সরকার বাধ্য হয়েই এটি করেছে। তবে এর ফলে জামাতের সহিংসতা তৎপরতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এতোদিন যেভাবে অনিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে জামাত অবৈধভাবে তাদের কর্মকাÐ পরিচালনা করেছিলো এখনো তার অবৈধ কর্মকাÐ পরিচালনা অব্যাহত রাখবে। তবে আগে যেমন তাদেরকে আইনের আওতায় আনা যেত বা জবাবদিহিতার আওতায় আনা যেত এখন সেটি আর করা যাবে না। ফলে জামাত নানারকম জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠনের ওপর ভর করে তাদের অপ-তৎপরতা অব্যাহত রাখার চেষ্টা নতুন করে করবে বলে ধারণা করা হচ্ছে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা