আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | বিকাল ৫:৪১
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

বিএনপি-জামাতের বিরুদ্ধে ছাত্রদের উস্কানী দেয়ার অভিযোগ

ডান্ডিবার্তা | ০১ আগস্ট, ২০২৪ | ১০:৩২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে মাঠে নেমেছেন বিএনপি জামাত শিবির ক্যাডাররা। কোটা সংষ্কার আন্দোলন চলাকালে সাধারন ছাত্রদের ভিতরে প্রবেশ করে নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তান্ডব চালিয়ে জনসাধারনের মনে আতংক সৃষ্টিসহ এক কালো অধ্যায়ের সূচনা করেছেন। অবশ্য বিএনপি জামাত সাধারন ছাত্রদের আন্দোলনে সমর্থন দিলেও কোন ধরনের ধ্বংসাত্বক কর্মকান্ডের সাথে জড়িত নয় বলে দাবি তাদের। অভিযোগ উটেছে, কোটা আন্দোলনের ছাত্র সমাজকে ক্ষেপিয়ে তুলতে গুজব ও নানা মুক্তিযুদ্ধ বিরোধী প্রপাগান্ডা ছড়াচ্ছে তারা। ফেসবুকে তাদের সরব উপস্থিতি। বেশ কিছু সূত্রে খবর পাওয়া গেছে অস্থিরতার সৃষ্টির পেছনে কাজ করছে বিএনপি-জামায়াত জোটের শীর্ষ নেতৃত্ব। বিদেশ থেকেও এই আন্দোলনকে মদদ জোগানো হচ্ছে। ভোটের মাধ্যমে ক্ষমতা দখলে ব্যর্থ বিএনপি ও জামাতের নেতারা এখন ছাত্রদের উসকে দিয়ে চাইছে ফের অস্থিরতার দিকে ঠেলে দিতে। তাই মেধা ভিত্তিক নিয়োগের দাবি তুললেও তাদের আসল উদ্দেশ্য হলো ছাত্রদের ওপর ভর করে আওয়ামী সরকারকে ক্ষমতাচ্যুত করা। এমনিতেই দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলনে বিএনপি তেমন একটা সুবিধা করতে পারেনি। জামায়াতও অপেক্ষায় ছিল একটি চরম সুযোগের। এই দুই দৈরথের সেই সুযোগ এনে দিয়েছে মুক্তিযুদ্ধের কোটা বিরোধী আন্দোলন। ২০১৮ সালে যখন এদেশে প্রথমবারের মত কোটা বিরোধী আন্দোলনের শুরু হয় তার নেতৃত্ব দিয়েছিল জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। এক পর্যায়ে প্রধানমন্ত্রী কোটা তুলে দিলে এবং শিবির সংশ্লিষ্টতার কারণে কোটা থেকে সরে যায় সাধারণ ছাত্ররা। এর পরে হাইকোর্টের রায়ে কোটা ব্যবস্থা বহাল হলে পরে আবারও আন্দোলনে নামে সাধারণ ছাত্ররা। এবারও তাদের কাধে সওয়ার হলো। জেলা আওয়ামী লীগের সভাপতি আঃ হাই বলেছেন, আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষে কথা বলছে। এটা স্পষ্ট, এর পেছনে রয়েছে বিএনপি-জামায়াত। বিএনপি জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্র শিবির। তারা নিজেদের রাজনৈতিক পরিচয় গোপন রেখে সাধারণ ছাত্র-ছাত্রীদের পাশাপাশি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা। আর এ কারণেই সাধারণ ছাত্রদের দাবী দাওয়ার অহিংস আন্দোলন আস্তে আস্তে সহিংসতায় রুপ নিতে শুরু করেছে। জনদূর্ভোগের পাশাপাশি হতাহতের ঘটনাও ঘটছে। সহিংসতা ছড়িয়ে পড়েছিল জেলার সর্বত্র। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে এখন পর্যন্ত নারায়ণগঞ্জে ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বিএনপি নেতারা জানেন, তারা সামনে থাকলে কোটা বিরোধী আন্দোলনও ব্যর্থ হবে। তবু এই আন্দোলন থেকে ফায়দা তুলতে মরিয়া বিএনপির নেতারা। জামায়াতকে সঙ্গে নিয়ে পিছন থেকে তাই মদদ জোগাচ্ছেন বিএনপি নেতারা। কিন্তু প্রকাশ্যে দূরত্ব বজায় রাখার কৌশল তাদের। তাই জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন বলেছেন, ‘দেশের যে মূল সমস্যা, সেটা ডাইভার্ট করার জন্য এ ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে।’ প্রথমে দায় এড়ানোর চেষ্টা করলেও পরবর্তীতে তাকেই বলতে শোনা গেছে, ‘ছেলেদের যে দাবি, সেটা আমরা সমর্থন করি। এটাকে অযৌক্তিক বলার কোনো কারণ নেই। জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোঁকন বলেব, বর্তমান পরিস্থিতির জন্য আওয়ামী লীগ সরকারকেই দায়ী করেছেন। বিএনপি নেতারা মুখে সাধু সাজলেও আন্দোলনকে সহিংস করতেও সচেষ্ট বলে অভিযোগ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা