আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | দুপুর ১:০৯
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

জামাত নিষিদ্ধ বিষয়ে যা বলছে আ’লীগ-বিএনপি-জামাত

ডান্ডিবার্তা | ০১ আগস্ট, ২০২৪ | ১০:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন ছাত্রশিবিরকে নিষিদ্ধ করা হতে পারে আজ। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলেও প্রশাসনিক বিভিন্ন প্রক্রিয়া নিয়ে গত মঙ্গলবার দিনভর বৈঠক করেছেন সরকারের মন্ত্রীরা। এসব বৈঠকে জামাত-শিবির নিষিদ্ধ ঘোষণার পর সম্ভাব্য রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
আওয়ামী লীগ যা বলছে
জামাত ও তাদের ছাত্র সংগঠন শিবির নিষিদ্ধ করার এখনই উপযুক্ত সময় কি না, তা নিয়ে নানা প্রশ্ন আছে আওয়ামী লীগে। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলেন, জামাত-শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিশ্চয়ই ঐতিহাসিক একটি ব্যাপার। মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আওয়ামী লীগের কাছে কোটি কোটি মানুষের দাবি এটা। এটি পূরণ হলে সাধুবাদ পাওয়া উচিত সরকার তথা আওয়ামী লীগের। কিন্তু আওয়ামী লীগ তথা সরকারের জন্য এ দাবি পূরণে সময় কতটা অনুক‚ল সেই প্রশ্ন বেশিরভাগ নীতিনির্ধারকদের।
বিএনপি যা বলছে
কোটা আন্দোলন থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে সরাতেই জামাতে ইসলামীকে নিষিদ্ধের উদ্যোগ। এটিকে সরকারের একটি প্রকল্প মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এ ধরনের ঘটনা (সিদ্ধান্ত) যারা স্বৈরাচারী, ডিক্টেটর, জনগণের সঙ্গে সম্পর্ক থাকে না, তাদের মাধ্যমে ঘটে। এরা এ ধরনের সিদ্ধান্ত বহু নিয়েছে, বিভিন্ন সময়ে তাদের নিতে হয়েছে। কেন এত দিন এ সিদ্ধান্ত তারা নেয়নি? এখন কেন? এর পেছনে তাদের অনেক যুক্তি থাকবে, অনেক কথা বলবে। আমাদের সম্পর্কেও অনেক কথা বলবে, তাতে আমাদের কিছু যায়-আসে না। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি, এখানে রাজনীতি করার অধিকার তাদের (জামাতের) আছে। সব দল নিষিদ্ধ করে সরকার আবার বাকশাল ফিরিয়ে আনতে চায়।’
জামায়াত যা বলছে
বাংলাদেশ জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা বেআইনি, এখতিয়ার বহির্ভূত ও সংবিধান পরিপন্থী বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। গত মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দল অন্য একটি রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। কোনো দল অন্য দলকে নিষিদ্ধ করার ধারা চালু করলে এক দল অন্য দলকে নিষিদ্ধ করতে থাকবে। তখন রাষ্ট্রের শৃঙ্খলা থাকবে না।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা