
ডান্ডিবার্তা রিপোর্ট
বর্তমান সংকটে সরকার মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের প্রস্তুতি গ্রহণ করেছে। তবে কখন এই রদবদল হবে সে সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, যে কোনো সময় মন্ত্রিসভার রদবদল হতে পারে। অন্য একটি সূত্র অবশ্য জানিয়েছে, সরকার সমস্ত পরিস্থিতি সামাল দিয়ে আগামী সেপ্টেম্বর নাগাদ মন্ত্রিসভার রদবদল করবে। তবে এই রদবদলে ১৪ দলের শরিকদেরকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে- এটা মোটামুটি নিশ্চিত। আরও দু একজন রাজনৈতিক মুখকে মন্ত্রিসভায় নিয়ে আসা হতে পারে বলে একাধিক দায়িত্বশীল সূত্র আভাস দিয়েছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা এবং ঘনিষ্ঠদের সাথে মন্ত্রিসভার রদবদল নিয়ে কথা বলছেন। ১৪ দলের শরিকদেরকে নিয়ে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে দুবার বৈঠক করেছেন এবং সরকারের ভেতর একটা উপলব্ধি হয়েছে যে আওয়ামী লীগ একা থাকতে পারে না। উল্লেখ্য যে, ২০০৯ সালে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে। সেবার আওয়ামী লীগ তার মহাজোটের সকল শরিকদেরকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছিল। এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ জাতীয় ঐক্যমতের সরকার গঠন করেছিল। আর ২০০৯ সালে মন্ত্রিসভায় জাতীয় পার্টি থেকে জিএম কাদের, দিলীপ বড়ুয়াকে মন্ত্রী করা হয়েছিল। পরবর্তীতে হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছিলেন। ২০১৪ সালের নির্বাচনের পরও আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ভাবে সরকার গঠন করে। কিন্তু ২০১৮ সাল থেকে আওয়ামী লীগ একলা চলো নীতি অনুসরণ করছে। সেই নীতির কারণে ২০২৪ সালে আওয়ামী লীগের একক মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং ২০২৪ সালের পর থেকে ১৪ দল অনেকটা অপাঙ্ক্তেয় হয়ে পড়েছিল। কিন্তু এবার শিক্ষার্থীদের কোটা আন্দোলনের ওপর ভর করে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির এবং বিএনপি সরকার উৎখাতের যে সহিংস তৎপরতায় লিপ্ত হয়েছিল সেখান থেকে সরকারের উপলব্ধি হচ্ছে যে একলা চলার নীতি এখন পরিত্যাগ করতে হবে। আর এই কারণেই মন্ত্রিসভার স¤প্রসারণের বিষয়টি আলোচিত হচ্ছে। ১৪ দলের শরিকদের থেকে অন্তত তিন থেকে চারজন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন বলে বিভিন্ন সূত্র আভাস দিয়েছে। ১৪ দলের শরিকদের মধ্যে থেকে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দিলীপ বড়ুয়া এবং ফজলে হোসেন বাদশার মন্ত্রী হওয়ার গুঞ্জন রয়েছে। এছাড়া শিরীন আখতারও মন্ত্রিসভায় থাকতে পারেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র ইঙ্গিত দিয়েছে। এছাড়াও আওয়ামী লীগের যারা এই সংকটের সময় মাঠে কাজ করছেন, সারাক্ষণ কর্মীদেরকে অভয় দিয়েছেন এবং দলীয় কর্মকাÐে নিবেদিত প্রাণ ছিলেন, তাদেরকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এক্ষেত্রে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ও এস এম কামাল মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। একটি সূত্র বলছে, দু একজন মন্ত্রীকে বাদ দেওয়ার বিষয়টিও আলোচনা হচ্ছে। বিশেষ করে এই রাজনৈতিক সংকটে রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করাটাই যৌক্তিক হবে বলে কেউ কেউ মনে করছেন। মন্ত্রিসভায় বড় চমক হিসেবে আসতে পারেন আওয়ামী লীগের হেভিওয়েট নেতা আমির হোসেন আমু। একাধিক সূত্র বলছে, আমির হোসেন আমু মন্ত্রী হতে যাচ্ছেন বা মন্ত্রী হতে পারেন এমন একটি গুঞ্জন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সূত্রগুলো বলছে, মন্ত্রিসভায় বেশ কয়েকটি দপ্তরের পরিবর্তনের বিষয়টিও আলোচনায় এসেছে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় গুলোতে পরিবর্তন দেখা যেতে পারে। আওয়ামী লীগের উপদেষ্ট মÐলীর সদস্য আমির হোসেন আমুকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হতে পারে এমন একটি গুঞ্জন আওয়ামী লীগের নীতি নির্ধারক মহলে ছড়িয়ে পড়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯