
ডান্ডিবার্তা রিপোর্ট
কোটা সংস্কার আন্দোলন এখনও থেমে যায়নি। যদিও ৬জন সমন্বয়ক ডিবি অফিস থেকে এক যৌথ ভিডিও বার্তায় কোটা আন্দোলনের পরিসমাপ্তি ঘোষণা করেছেন। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের একাংশ বলছেন, আন্দোলন অব্যাহত থাকবে। এই ঘোষণার পর তারা গত ২ দিন বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছেন। তাদের দাবি ডিবি অফিসে জোর করে সমন্বয়কদের দিয়ে বিবৃতিতে স্বাক্ষর করানো হয়েছে। যদিও ঐ ৬ সমন্বয়কের অভিভাবকরা বলছেন, স্বেচ্ছায় তারা বিবৃতি দিয়েছেন। তবে শিক্ষার্থীরা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই সবকিছু ছাপিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন ধরনের অভিনব কর্মসূচিগুলো সকলের দৃষ্টি কেড়েছে। বিশেষ করে তারা নতুন ধরনের কর্মসূচির নাম ঘোষণা করেছে। যখন তারা কোটা আন্দোলন শুরু করে তখন তারা অবরোধের বদলে নাম দিয়েছিলো ‘বাংলা বøকেড’ কর্মসূচি। দ্বিতীয় দফায় তাদের কর্মসূচির নাম ছিল ‘কমপ্লিট শাটডাউন’। গত মঙ্গলবার তারা সকলেই লাল কাপড় মুখে এবং মাথায় বেঁধে প্রতিবাদ জানিয়েছিলো। আজকের কর্মসূচি ছিল আরও ভিন্ন ধরনের। আজকের কর্মসূচিকে তারা বলেছে ‘মার্চ ফর জাস্টিস’। সবকিছু মিলিয়ে শিক্ষার্থীদের কর্মসূচির যে নতুন ধারা সেটি সকলের কাছে এক ধরনের আবেদন রাখতে সক্ষম হয়েছে। বিভিন্ন সময়ে যখন রাজনৈতিক দলগুলো আন্দোলনের সংকট এবং কর্মসূচির দেউলিয়াত্বে ভুগছিলো ঠিক সেই সময়ে এ ধরনের নতুন নামকরণ এবং অভিনব কর্মসূচি সকলকে ভিন্ন ধরনের একটি স্বাদ দিয়েছে। এটি সকলকে একটি ভিন্ন পথ দেখাচ্ছে। বিএনপি দীর্ঘদিন ধরে রাজনীতি করছে। তারা বলছে, হরতাল-অবরোধের বদলে তারা ভিন্ন ধরনের কর্মসূচি দিবে। কিন্তু গতানুগতিকতার বাইরে বিএনপি কখনোই আসতে পারেনি। বিএনপি’র কর্মসূচি, হরতাল, অবরোধ, মানববন্ধন, লিফলেট বিতরণের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বাংলাদেশের রাজনীতি ৯০’র পর থেকে একটি গÐির মধ্যে আবদ্ধ। আন্দোলনের কর্মসূচি মানে হরতাল-অবরোধ, মানববন্ধন, সভা-সমাবেশ ইত্যাদি। কিন্তু এবার শিক্ষার্থীরা তাদের কর্মসূচির নামকরণে অন্তত একটি বড় ধরনের পরিবর্তন এনেছে। তাদের কর্মসূচির অভিনবত্ব গুলো সকলকে পথ দেখিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে যেকোন সমালোচনা এবং প্রতিবাদের ভাষার একটি ভিন্নতা সকলে অনুভব করছিলো। কোটা সংস্কার আন্দোলন এখন যেভাবে চলছে তা সঠিক না ভুল সেটি ভিন্ন বিতর্ক। কিন্তু তরুণ প্রজন্ম বাংলাদেশে প্রতিবাদের নতুন ভাষা দিয়েছে এবং এই প্রতিবাদের নতুন নতুন কর্মসূচির পথ দেখিয়েছে। বাংলাদেশের রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোর জন্য এটি একটি শিক্ষা বলেই মনে করেন বিশ্লেষকরা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯