
ডান্ডিবার্তা রিপোর্ট
সরকারি চাকুরীতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে নারায়ণগঞ্জে বেশ কয়েকদিন সহিংসতা চালায় দুর্বৃত্তরা। এ নিয়ে উত্তপ্ত ছিল নারায়ণগঞ্জের রাজপথ। তবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে বেশি সহিংসতার ঘটনা ঘটে। এদিকে সহিংসতার শুরু থেকেই আওয়ামীলীগপন্থী নাসিক কাউন্সিলরদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এর আগে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওয়ামীলীগপন্থী কাউন্সিলররা বেশ সক্রিয় থাকলেও বিপরীত চিত্র লক্ষ্য করা যায় বর্তমান পরিস্থিতিতে। সিদ্ধিরগঞ্জের ১ থেকে ১০নং ওয়ার্ড পর্যন্ত আওয়ামীপন্থী কাউন্সিলরদের মধ্যে ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি বাদে সবাইকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে। তাদের সক্রিয় দেখা যায়নি। এর ফলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা যায়, সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে কাউন্সিলরদের মধ্যে আওয়ামীলীগন্থী কাউন্সিলর ৭ জন। তারা হলেন- ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহজালাল বাদল, ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুরু উদ্দিন মিয়া, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা এবং ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন। বাকিরা সবাই বিএনপিপন্থী কাউন্সিলর। এদিকে রাজনৈতিক যেকোনো ইস্যুতে সারাদেশের মতো নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতৃবৃন্দ মাঠে বেশ সক্রিয় থাকলে সিদ্ধিরগঞ্জে কাউন্সিলররা মুখে কুলুপ এঁটে রেখেছেন। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত এদের কাউকেই মাঠে দেখা যায়নি। তাদের এমন নিশ্চুপ থাকাকে ভালো চোখে দেখছেন না আওয়ামী লীগের তৃণমূলরা। তাদের দাবি, কাউন্সিলর হওয়ার পর তারা এখন নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। দলের স্বার্থ নিয়ে তাঁদের কোনো মাথাব্যাথা নেই এখন। “নিজে বাঁচলে বাপের নাম” এমনই হয়ে গেছে তাদের মূলমন্ত্র। তারা এখন নিজেদের পকেট ভরাতে যেনো ব্যস্ত হয়ে পড়েছেন। দলের নেতাকর্মীদের দাবি, তারা মুখে আওয়ামী লীগ বললেও কাজেকর্মে তাদের দলীয় অস্তিত্ব দেখাই দেখা যায় না। কয়েকজন কাউন্সিলর চলেন বিএনপির লোকজন নিয়ে। গত কয়েকদিন একের পর এক সহিংসতা চালানো হলেও কোনোটিতেই তাঁদের কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি। এদিকে নারায়ণগঞ্জের মধ্যে সিদ্ধিরগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। অথচ এখানকার ৭ জন আওয়ামীলীগপন্থী কাউন্সিলরদের মধ্যে ৬ জনই নিষ্ক্রিয়। বলা হয়ে থাকে আওয়ামী লীগের সূতিকাঘার নারায়ণগঞ্জ। ঢাকার যেকোনো কর্মসূচিতে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা না পৌঁছানো অবস্থায় কর্মসূচি জমে না। অথচ সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগের অবস্থান খুবই নাজুক। তাঁদেরও কারও দেখা মেলেনি। তাদের এমন নিষ্ক্রিয় ভূমিকার কারণে থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দকেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। জানা যায়, জানা যায় গত ১৮ জুলাই থেকে মহাসড়কের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লাখ লাখ টাকার জিনিসপত্র লুটপাট করা হয়। সেই সঙ্গে ২৫ এর অধিক যানবাহন পুড়িয়ে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ২০ জুলাই মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় প্রিয়ম নিবাস নামের এক বহুতল ভবনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় তারা আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি ভেতরে আটকা পড়া মানুষদের বের হওয়ার প্রবেশদ্বার তালা দিয়ে বন্ধ করে রাখে। এ ঘটনায় দুদিন পর দগ্ধ অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বাকিদের পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী অক্ষত অবস্থায় উদ্ধার করে। ভবনটির পরতে পরতে এখনো ধ্বংসস্তূপের চিহ্ন রয়ে গেছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯