আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | দুপুর ১:০৯
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

সিদ্ধিরগঞ্জের কাউন্সিলরদের ভূমিকা প্রশ্নবিদ্ধ

ডান্ডিবার্তা | ০১ আগস্ট, ২০২৪ | ১১:১৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সরকারি চাকুরীতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে নারায়ণগঞ্জে বেশ কয়েকদিন সহিংসতা চালায় দুর্বৃত্তরা। এ নিয়ে উত্তপ্ত ছিল নারায়ণগঞ্জের রাজপথ। তবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে বেশি সহিংসতার ঘটনা ঘটে। এদিকে সহিংসতার শুরু থেকেই আওয়ামীলীগপন্থী নাসিক কাউন্সিলরদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এর আগে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওয়ামীলীগপন্থী কাউন্সিলররা বেশ সক্রিয় থাকলেও বিপরীত চিত্র লক্ষ্য করা যায় বর্তমান পরিস্থিতিতে। সিদ্ধিরগঞ্জের ১ থেকে ১০নং ওয়ার্ড পর্যন্ত আওয়ামীপন্থী কাউন্সিলরদের মধ্যে ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি বাদে সবাইকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে। তাদের সক্রিয় দেখা যায়নি। এর ফলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা যায়, সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে কাউন্সিলরদের মধ্যে আওয়ামীলীগন্থী কাউন্সিলর ৭ জন। তারা হলেন- ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহজালাল বাদল, ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুরু উদ্দিন মিয়া, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা এবং ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন। বাকিরা সবাই বিএনপিপন্থী কাউন্সিলর। এদিকে রাজনৈতিক যেকোনো ইস্যুতে সারাদেশের মতো নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতৃবৃন্দ মাঠে বেশ সক্রিয় থাকলে সিদ্ধিরগঞ্জে কাউন্সিলররা মুখে কুলুপ এঁটে রেখেছেন। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত এদের কাউকেই মাঠে দেখা যায়নি। তাদের এমন নিশ্চুপ থাকাকে ভালো চোখে দেখছেন না আওয়ামী লীগের তৃণমূলরা। তাদের দাবি, কাউন্সিলর হওয়ার পর তারা এখন নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। দলের স্বার্থ নিয়ে তাঁদের কোনো মাথাব্যাথা নেই এখন। “নিজে বাঁচলে বাপের নাম” এমনই হয়ে গেছে তাদের মূলমন্ত্র। তারা এখন নিজেদের পকেট ভরাতে যেনো ব্যস্ত হয়ে পড়েছেন। দলের নেতাকর্মীদের দাবি, তারা মুখে আওয়ামী লীগ বললেও কাজেকর্মে তাদের দলীয় অস্তিত্ব দেখাই দেখা যায় না। কয়েকজন কাউন্সিলর চলেন বিএনপির লোকজন নিয়ে। গত কয়েকদিন একের পর এক সহিংসতা চালানো হলেও কোনোটিতেই তাঁদের কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি। এদিকে নারায়ণগঞ্জের মধ্যে সিদ্ধিরগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। অথচ এখানকার ৭ জন আওয়ামীলীগপন্থী কাউন্সিলরদের মধ্যে ৬ জনই নিষ্ক্রিয়। বলা হয়ে থাকে আওয়ামী লীগের সূতিকাঘার নারায়ণগঞ্জ। ঢাকার যেকোনো কর্মসূচিতে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা না পৌঁছানো অবস্থায় কর্মসূচি জমে না। অথচ সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগের অবস্থান খুবই নাজুক। তাঁদেরও কারও দেখা মেলেনি। তাদের এমন নিষ্ক্রিয় ভূমিকার কারণে থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দকেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। জানা যায়, জানা যায় গত ১৮ জুলাই থেকে মহাসড়কের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লাখ লাখ টাকার জিনিসপত্র লুটপাট করা হয়। সেই সঙ্গে ২৫ এর অধিক যানবাহন পুড়িয়ে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ২০ জুলাই মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় প্রিয়ম নিবাস নামের এক বহুতল ভবনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় তারা আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি ভেতরে আটকা পড়া মানুষদের বের হওয়ার প্রবেশদ্বার তালা দিয়ে বন্ধ করে রাখে। এ ঘটনায় দুদিন পর দগ্ধ অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বাকিদের পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী অক্ষত অবস্থায় উদ্ধার করে। ভবনটির পরতে পরতে এখনো ধ্বংসস্তূপের চিহ্ন রয়ে গেছে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা