আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | বিকাল ৫:৪২
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

শেখ হাসিনা বেঁচে থাকতে জঙ্গীদের ঠাঁই নেই

ডান্ডিবার্তা | ০২ আগস্ট, ২০২৪ | ১১:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জাতীয় শোক দিবস উপলক্ষে সভা ও শহরে মিছিলের আয়োজন করেছে মহানগর আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় শহরের ২নং রেল গেইট এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের স্বরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। শোক সভায় সংগঠনের সাধারণ সম্পাদক এড খোকন সাহা বলেন, সেদিন প্রতিরোধ কর্মসূচিতে নারায়ণগঞ্জবাসীকে বাচাঁতে যারা মাঠে ছিলো তারাই প্রকৃত আওয়ামী লীগের কর্মী। এটা শোকের মাস, আর এই মাসেই ওরা নিষিদ্ধ হবে। আমরা মাঠ থেকে ফিরে যাইনি, আমরা এখনো মাঠে আছি। এই প্রোগ্রাম শুরু করেছিলাম সকালেই কিন্তু এখন দুপুর তিনটা বাজে, অনেকেই এলাকা থেকে মিছিল নিয়ে এসেছেন। আমি নিজে অনেককে আসতে না করে দিয়েছি। আনোয়ার ভাই অসুস্থ থাকা অবস্থায় আমাদের নানা উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন। আমরা প্রধানমন্ত্রীর সাথে সবসময় আছি। আমরা ৭৫ এর সৃষ্টি, আমরা আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবকে বলেছিলাম, ৭৫ থেকে ৮০ দশকের নেতাকর্মীদের নিয়ে বসেন। সেদিন ওবায়দুল কাদের আমাদের কথা শুনেছিলেন।
সভায় তিনি আরও বলেন, আমাদের নেত্রী মানবতার মা শেখ হাসিনা বেঁচে থাকতে এদেশের মাটিতে জঙ্গিবাদী মৌলবাদী শক্তির ঠাই হবে না। ওদের প্রতিহত করার জন্য এলাকায় এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে কোন পরিস্থিতিতে ওদের মোকাবেলা করার জন্য দলের পক্ষ থেকে নেতা-কর্মীদের নির্দেশ দেন। শোক দিবস উপলক্ষে আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধু জাতি কে অনেক কিছু দিয়ে গেছেন, আমাদের নেত্রী শেখ হাসিনা জাতির সার্বিক উন্নয়নের জন্য অনেক কিছু করেছেন, এই শোক দিবস উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখলাম। নেতাকর্মীদের উদ্দেশ্যে খোকন সাহা বলেন, আপনারা আগামি ১৫ দিন নিজ এলাকায় থাকবেন এবং বঙ্গবন্ধুর অনুষ্ঠান করবেন। প্রতি এলাকায় ওদের প্রতিরোধ করবেন। নেত্রীর উন্নয়নকে যতই বাধাগ্রস্থ করা হোক না কেন, নেত্রী থেমে থাকবেন না। সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। তিনি দীর্ঘ আয়ু হলেই দেশেটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত হবে। কোটা আন্দোলন একটা সেকেন্ডের বিষয়। এই ছোট বিষয়টাকে নিয়ে আমাদের বাচ্চাদের বিপথে পরিচালিত করার চেষ্টা করা হয়েছে। আমরা জানি আমাদের বাচ্চারা ভাংচুর, জ্বালাপোড়া বা মানুষ হত্যা করেননি। ওই মৌলবাদী গোষ্ঠীর রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছিল বিভিন্নভাবে, যেটা এখনো করছে। আমি আমার নেতা কর্মীদের সতর্ক থাকার আহŸান জানাচ্ছি। নেতাকর্মীরা বলেন, শোকের রং কালো হয়। যে ব্যক্তি সাড়ে ১১ বছর জেল খেটে মৃত্যুর মুখে দাড়িয়েও দেশকে স্বাধীন করার কথা ভেবেছেন সেই মহানায়ককে হারানোর মাস এটা। কিন্তু এই মাসে নিত্য করে ফিরছে কিছু মানুষ। আর এতে বিএনপি-জামায়েত মদদ দিচ্ছে। কোটা আন্দোলেনে হাইকোর্ট থেকে রায় হলো। এরপর কিসের এই আন্দোলন। ধন্যবাদ জানাই এমপি শামীম ওসমান ও খোকন সাহাকে। তারা দলের দুর্সময় তারা রাজপথে ছিলেন। সব দলের থেকে আমদের ¯েøাগান আলাদা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু যখন আমরা বলি তখন আমোদে মধ্যে ভেদাভেদ থোকে না। এই ¯েøাগানে আমরা ভুলে যাই, আমার কি পেয়েছি আর কি পাই নি। কিন্তু বিএনপিদের এই ¯েøাগান নাই, আর তাদের এমন ত্যাগী কর্মীও নেই। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই আর হতে পারে না। সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি শেখ হায়দার আলী পুতুল, রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, জি এম আরমান, প্রচার সম্পাদক এডভোকেট হাবিব আল মুজাহিদ পলু, যুব ক্রিয়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিস আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর তাঁতীলীগের আহবায়ক চৌধুরী এইচ এম ফারুক সাহেদ,সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন। এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের কার্যকারী কমিটির ৫৫ জন কর্মকর্তা ও সদস্য বৃন্দ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতাধীন ১১ থেকে ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক বৃন্দ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতাধীন সিদ্ধিরগঞ্জের ১ থেকে ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিনিধি বৃন্দ। সমাবেশ শেষে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার নেতৃত্বে একটি শোক রেলি বের হয়। রেলিতে নেতা কর্মীরা ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘আমরা আছি লাখো ভাই, শেখ হাসিনা ভয় নাই’ এই ¯েøাগানে রাজপথ মুখরিত করে। মিছিলটি নগরের বিভিন্ন এলাকা পদক্ষিণ শেষে স্হানীয় প্রেসক্লাব চত্বরে এসে এড. খোকন সাহা আজকের শোক দিবসের প্রথম দিনের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা