
ডান্তিবার্তা রিপোর্ট
কোটা সংস্কার আন্দোলনের রেশ ঢাকার পরেই নারায়নগঞ্জের অবস্থান। এমনকি নারায়ণগঞ্জকে আওয়ামীলীগের ঘাঁটি হিসেবেও অবিহিত করা হয়। অথচ এই নারায়ণগঞ্জেই ব্যাপক তান্ডব চালিয়েছে একদল দুবৃত্ত। আর দুবৃত্তদের সহিংসতা ঠেকাতে ব্যর্থ হওয়ায় দলের সিনিয়রদের উপর ক্ষুদ্ধ মনোভাব দেখা গেছে দলটির কর্মী সমর্থকদের। এমনকি কেন্দ্রও খোঁজ খবর নিচ্ছে সহিংসতায় কেন দলটির নেতারা মাঠে থাকতে পারলো না। দলীয় সূত্র জানিয়েছে, ঘটনার দু-দিন পরেই নারায়ণগঞ্জ নেতৃবৃন্দ নিজেদের বিগত দিনের ভুল-ত্রæটিগুলো নিয়ে মাঠ নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে বসেছেন দলটির নেতারা। সেখানেই উঠে এসেছে যে, জেলার কয়েকজন সংসদ সদস্য ও দলীয় নেতাদের ব্যর্থতার জন্যই এমনটি হয়েছে। দলীয় সূত্রগুলো বলছে, নিজেদের ভঙ্গুর সাংগঠনিক অবস্থান নিয়ে সহিংসতার পরে হুঁশ ফিরেছে দলটির সিনিয়র নেতাদের। এরপর একে একে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন দলটির নেতারা। সেখানে মাঠে উপস্থিত না হওয়ার নেতাদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন দলটির তৃণমূল নেতা-কর্মীরা। চলতি মাসে হওয়া সহিংসতায় কেন সরকার ক্ষমতা থাকা পরেও দলের নেতা-কর্মীরা মাঠে ছিলেন না তা নিয়ে সিনিয়র নেতাদের কাছে জানতে চান দলের তৃনমূল নেতা কর্মীরা। সঠিক নেতৃত্ব না থাকায় আজকে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের এ ভঙ্গুর অবস্থা। দলীয় সূত্র জানিয়েছে, এর আগেও কয়েকটি বৈঠক করে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সিনিয়র নেতারা। সেখানেও দলের সিনিয়র নেতা ও দলীয় সংসদ সদস্যদের ওপর ক্ষোভ ঝাড়েন তৃণমূলের নেতা-কর্মীরা। কোটা সংস্কার আন্দোলনে নেতারা সহিংসতা প্রতিরোধে দলীয় এমপি ও নেতাদের পাশে না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। দলীয় সূত্র বলছে, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে কেন আওয়ামী লীগ বিপর্যস্ত হল, কোণঠাসা হয়ে পড়ল- সেটি নিয়ে আওয়ামী লীগের মধ্যেই একাধিক মত রয়েছে। মহানগর আওয়ামী লীগের তৃণমূল নেতারা বলছেন, মূলত দলে সিনিয়র নেতৃবৃন্দর সাথে সাধারন নেতা কর্মীদের মধ্যে সমন্বয়হীনতা ছিল এ কোটা আন্দোলনের সময় হওয়া সহিংসতার সময়। এ ছাড়া বিগত নির্বাচনের পর অনেক এলাকাতেই যে বিভাজন রয়ে গেছে তার ফলাফল এবার তারা দেখতে পেয়েছেন। অপর দিকে মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিগুলোতে অর্থের বিনিময়ে পদ বানিজ্য হওয়ার যে অভিযোগ কয়েক মাস থেকে রয়েছে সে বিষয়টি এবারের আন্দোলনে মাঠ বিমুখ করেছে দলের অনেক ত্যাগী কর্মী ও নেতাদের। দলের নেতারা বলছেন, এবারই পরিস্থিতি শেষ নয়। দলের অনেকে গা বাঁচিয়ে চলেছেন এবার। সে বিষয়গুলো ধরে ধরে আগামীতে দলীয় সাংগঠনিক কাঠামো তৈরী করতে হবে। যা অবশ্যই চ্যালেঞ্জজিং। কিন্তু দলের স্বার্থে ও দেশের স্বার্থে তাদের এই ঐক্য ধরে রাখতে হবে। দলীয় সূত্রগুলো বলছে, দলের অনেক নেতা রয়েছেন তাদের বয়স হয়ে যাওয়ায় অনেকেই অকার্যকর হয়ে গেছেন। কিন্তু তারা দলীয় পদ ছাড়তে নারাজ। এ ছাড়া অনেক সংসদ সদস্যই এলাকায় নিজের বলয় তৈরী করে অনেক আগেই দলের ত্যাগী নেতা-কর্মীদের ঝেটিয়ে বিদায় করেছেন। যার ফল এবার গুণতে হয়েছে দলকে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯