
ডান্ডিবার্তা রিপোর্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নারায়ণগঞ্জ বিএনপির আন্দোলনকে ঘিরে সহিংসতায় নেতা-কর্মীরা মামলার জালে আবদ্ধ। সে মামলার রেশ কাটতে না কাটতেই শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিয়ে আবারও মামলার জালে আটকে গেছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। এ ইস্যুতে নারায়ণগঞ্জে সহস্রাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার এড়াতে প্রায় সব নেতা-কর্মী এখন আত্মগোপনে। একের পর এক কেন্দ্রের ভূল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে নারায়ণগঞ্জ বিএনপি। এমনকি কেন্দ্রের ভূল সিদ্ধান্তের কারনে মিথ্যা মামলার কারনে বাড়ীঘর ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেন, কোটাবিরোধী আন্দোলনে বিএনপি নেতা-কর্মীদের কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকলেও কাল্পনিক অভিযোগ এনে নেতৃবৃন্দকে হেনস্তা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতৃবৃন্দসহ অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক নেতা-কর্মীর বাসায় পুলিশি তল্লাশি চালানো হচ্ছে। জানা যায়, চলমান কোটা আন্দোলনে দলের পক্ষ থেকে সমর্থন দেওয়ার পর থেকেই বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তার আতঙ্কে অনেকে নিজ বাসায় অবস্থান করছেন না। অনেক নেতার মোবাইল ফোন বন্ধ রয়েছে। অনেকে ফোন ধরছেন না। অনেকে মোবাইল নম্বরও পরিবর্তন করেছেন। কোটা সংস্কার আন্দোলনে নাশকতা মামলায় নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াতের শত শত নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে একাধিক বিএনপি নেতাকে রিমান্ডে নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে গ্রেপ্তার এড়াতে নেতা-কর্মীরা আত্মগোপনে চলে গেছেন। জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, কোটা সংস্কার আন্দোলনে বিএনপির নৈতিক সমর্থন থাকলেও দলীয়ভাবে মাঠে নামার বিষয়ে শুরু থেকেই দ্বিধাদ্ব›েদ্ব ছিলাম। এ নিয়ে দলের নীতিনির্ধারণী ফোরামে বৈঠক হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। দলের পক্ষে কোটা আন্দোলনে অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও সমর্থনের ঘোষণা দেওয়ায় দলের নেতা-কর্মী-সমর্থকরা সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নেন। মহানগর বিএনপির সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন খাঁন বলেন, কোটা আন্দোলন ইস্যুতে সরকার বিএনপিকে কোণঠাসা করতে চাচ্ছে। বিএনপি নেতা-কর্মীদের বাসায় বাসায় অভিযান চালানো হচ্ছে সরকার এতটাই আতঙ্কে আছে যে, আন্দোলন দেখলেই বিএনপি-জামায়াত বলে চিৎকার করে। মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খাঁন টিপু বলেন, কোটা আন্দোলনের ইস্যুতে সাধারন ছাত্রদের আন্দোলনের বিষয়টি যৌক্তিক ছিল। ছাত্রদের যৌক্তিত আন্দোলনে আমরা সমর্থন দিয়েছি। সাধারন ছাত্র কিংবা বিএনপির কোন নেতাকর্মীই নারায়ণগঞ্জে কোন ধরনের ধ্বংসাত্বকমূলক কাজে জড়িত ছিল না। আওয়ামী ক্যাডারাই নারায়নগঞ্জে অরাজকতা ঘটিয়ে সাধারন ছাত্র ও বিএনপি নেতাকর্মীদের উপর দায় চাপাতে চাচ্ছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯