
ডান্ডিবার্তা রিপোর্ট
ভয়াবহ রূপ নিয়ে আসছে ডেঙ্গু। বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। ডেঙ্গু ইউনিট না থাকায় সিট স্বল্পতার কারনে সাধারন রোগীদের পাশেই বিছানো হচ্ছে ডেঙ্গু রোগীদের বেড। চারদিকে মশারী দিয়ে চিকিৎসা চলছে রোগীদের। তবে নার্স আর চিকিৎসকরা তেমন দেখাশুনা করছেন না বলে জানিয়েছেন রোগীরা। বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি আছে প্রায় অর্ধ ডজন ডেঙ্গু রোগী। এর মধ্যে শিশু রোগী রয়েছে একজন। অন্যান্য বছরের তুলনায় এবার মৌসুম শুরুর আগেই ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তথ্যমতে, টাঙ্গাইল জেলার বাসিন্দা বন্দরে আকিজ কোম্পানীতে কর্মরত দুই শ্রমিক তিনদিন ধরে ডেঙ্গু জ¦ড়ে আক্রান্ত হয়ে বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছে। মদনগঞ্জ থেকে এসেছে আরেকটি পরিবার। এছাড়াও আরো কয়েকস্থান থেকে আরো দুইজন ডেঙ্গু জ¦ড়ে শয্যাসায়ী রয়েছে। এরমধ্যে একজন শিশুও রয়েছে। কেউ কেউ বলছেন এবার ডেঙ্গুর ধরণ ভিন্ন রকম। অনেক রোগীরই পেট ফুলে যাচ্ছে। ফুসফুসে পানি জমছে। দ্রæত রক্তচাপও কমছে। এ ব্যাপারে রোগীর স্বজনরা বলেন, ৩দিন ধরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩য় তলায় ডেঙ্গু রোগীদের সাধারন রোগীর পাশেই রাখা হচ্ছে। তবে সেবার মান খুবই খারাপ। রোগীর খবর নিতে নিচতলা থেকে খবর দিতে হয়। বাইরে থেকে মশারী কিনে রোগীকে জড়িয়ে দেয়া হয়েছে। নার্স ও ডাক্তারদের তেমন তৎপরতা নেই বললেই চলে। চিকিৎসকরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবার রোগী সংখ্যা কম। তবে ডেঙ্গু ইউনিট না থাকায় একটু সমস্যা হচ্ছে। তবে চিকিৎসার কোন কমতি হচ্ছে না। জ্বর, মাথা ব্যথা, ডায়রিয়া হলে দেরি না করে ডেঙ্গু দ্রæত পরীক্ষা করানোর পরামর্শ চিকিৎসকদের।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯