
ডান্ডিবার্তা রিপোর্ট
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে উত্তাল পুরোদেশ। শিক্ষার্থীরা তাদের কোটা আন্দোলনের সময় বিভিন্ন বাহিনীর হাতে নিহতদের ন্যায় বিচারে যখন সোচ্চার ঠিক তেমনী সরকার দলীয় প্রধান থেকে শুরু করে নিন্মস্তরের নেতাকর্মীরাও এ জন্য দায়ী করছে বিএনপি-জামাত জোটকে। সরকার নির্বাহী আদেশের মাধ্যমে ইতিমধ্যে জামায়াত ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে। শিক্ষার্থীদের আন্দোলনের পাশে থেকে বিএনপি-জামাত জোট দেশের ব্যাপক ধ্বংস ও তান্ডব চালাচ্ছে এমনটা অভিযোগ সরকার দলীয় প্রতিটি নেতৃবৃন্দের। সেই তান্ডবের ঘটনায় সারা দেশে কয়েক শতাধিক মামলায় সাধারন শিক্ষার্থীসহ বিএনপি-জামাতের নেতাদেরকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অথচ সরকারের চিরশত্রæ জামাতের অন্যতম সহযোগি বিএনপি নেতাকর্মীদেরকে অনেকটাই মামলা থেকে রক্ষা করে নিজের হেফাজতে রেখেছেন এনসিসি ১০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন এমনটাই অভিযোগ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের। সিদ্ধিরগঞ্জে বিএনপি জামাতের মদদপুষ্টে রয়েছেন ১০নং ওয়ার্ড কাউন্সিলর খোকন ওরফে ল্যাংড়া খোকন। উপরের ১নং ছবিতে দেখা যাচ্ছে এনসিসি ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদারকে,২নং ছবিতে ১ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক গলাকাটা জসিম, ৩নং ছবিতে ১০ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মনজু, ৪নং ছবিতে ১০নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম মাদবর,৫নং ছবিতে ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গুলজার হোসেন খান,৬নং ছবিতে ১০ নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ৭নং ছবিতে ১০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম শিকদার এবং ৮নং ছবিতে ১০ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আমির হোসেনকে দেখা যাচ্ছে খোকনের সাথে। এছাড়াও বিএনপির একাধিক নেতার সাথে কাউন্সিলর খোকনের ছবি রয়েছে এবং রয়েছে গভীর সখ্যতা। স্থানীয় আওয়ামীলীগের তৃনমুল নেতৃবৃন্দের দাবী, আমরা যারা দলের নিবেদিত কর্মী বা নেতা রয়েছি তাদেরকে সবসময়ে দুরে রেখে বিএনপির নেতাকর্মীদেরকে কাছে টেনে নিয়ে আর্থিকভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করে তুলেছেন কাউন্সিলর খোকন। এখন দেশের ক্রান্তিলগ্নেও কাউন্সিলর খোকন সারা দেশের তান্ডবলীলাকারী জামাতের সহযোগি বিএনপির অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হলেও ১০নং ওয়ার্ডেও চিত্ররা অনেকটাই ভিন্ন। এ ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও মামলা হচ্ছেনা অনেকের বিরুদ্ধে। তারা আরও বলেন, সিদ্ধিরগঞ্জের বিভিন্নস্থানে নাশকতা করে সন্ধ্যার পর তার সাথেই সময় পার করেছেন বিএনপির নেতারা। অথচ সিদ্ধিরগঞ্জর থানার ওসিকে ভুলভাল তথ্য দিয়ে নামমাত্র সাপোর্টারের বিরুদ্ধে মামলা করালেও ওয়ার্ডের পদপদবী পাওয়া নেতাদের নামে মামলা দিচ্ছেনা। আবার তিনিই কিছু অসাধু পুলিশকে দিয়ে নামমাত্র কর্মীদেরকে ধরিয়ে দিয়ে টাকার বিনিময়ে ছাড়িয়ে রাখারও অভিযোগ করে কাউন্সিলরের বিরুদ্ধে। অথচ যারা এলাকার বাহিরে রয়েছেন তাদের বিরুদ্ধে মামলা করাচ্ছেন তিনি। শুধু ১০নং ওয়ার্ডই নয় সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডেই নাকি তারসাথে সখ্যতাধারী বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন নাশকতামুলক কর্মকান্ড চালাচ্ছেন বলে অভিযোগ করেন আওয়াশীলীগের তৃনমুল নেতৃবৃন্দরা। গত কয়েকদিন পুর্বে সিদ্ধিরগঞ্জে থানা আওয়ামীলীগের সভাপতির বাসভবনে দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি বর্ধিত সভা হয়েছিলো। নারায়ণগঞ্জ মহানগর অঅওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড,খোকন সাহার উপস্থিতিতেই ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন সেই সভায় ক্ষোভের সাথে বলেন, আমাদের ১০নং ওয়ার্ড কাউন্সিলর খোকন অত্র ওয়ার্ডে বিএনপি জামাতকে বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছেন। অথচ আমরা অবহেলিত। আওয়ামীলীগ নেতা কাউন্সিলর খোকনের সাথে বিএনপির নেতাদের সাথে সখ্যতার বিষয়টি যথাযথভাবে দেখভালের বিষয়টি সাংসদ শামীম ওসমানের সুদৃষ্টি কামনা করেন সিদ্ধিরগঞ্জের তৃনমুল আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯