আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | বিকাল ৫:২৯
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

দেশের মানুষের পাশে থাকবো: গিয়াসউদ্দিন

ডান্ডিবার্তা | ০৭ আগস্ট, ২০২৪ | ১০:০৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জেও স্বৈরাচারের বড় একটা আখরা ছিলো। এমন এক ব্যাক্তি ছিলেন, যাকে পুরো দেশ চিনে। তাদের সাথে যারা উঠা-বসা করেছেন এরকম অনেকেই আছেন। এখন আপনারা দয়া করে পর্দার আড়ালে থাকেন। সে হতে পারে রাজনীতিবিদ, হতে পারে সাংবাদিক, হতে পারেন শিক্ষক। আমরা কিন্তু সবাইকে চিনি, আমাদের কছে সকলের ছবি আছে। আমরা আপনাদের বিরুদ্ধে না, আপনারাও সংশোধন হন সেটা আমরা চাই। আমরাও কিন্তু দীর্ঘদিন পর্দার আড়ালে ছিলাম। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরশাসকের পতন হয়েছে। ছাত্র-জনতা নতুন এক ইতিহাস রচনা করেছে। এই কাঙ্ক্ষিত বিজয় আনতে গিয়ে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদের দ্রæত সুস্থতা কামনা করছি। যতদিন এই বাংলাদেশ থাকবে, ততদিন বাংলার মানুষ এই ইতিহাস গৌরবের সাথে স্মরণ করবে। আন্দোলনের মাধ্যমে এই ছাত্র-জনতা যেভাবে বিজয়টা এনেছে, আমরা এই আন্দোরনে সেভাবে ভুমিকা রাখতে পারিনি। এই স্বৈরশাসক মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, অবৈধ ভাবে ক্ষমতা ধরে রেখে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। তিনি আরও বলেন, আজ মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে আমাদের লজ্জা বোধ হয়। কোটা নিয়ে যখন আন্দোলন শুরু হয় তখন আমি বলেছি, মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বীর। তারা কেনো তাদের সন্তানদের কাপুরুষ বানাবে। তারা কেন কোটা দিয়ে চাকরি নিবে। আমরা এর বিরুদ্ধে, সেদিন আমরা এটি স্পষ্ট করে বলেছি। অনেক সরকারি কর্মকর্তা সৎ হয়েও, সৎ ভাবে দায়িত্ব পালন করতে পারেননি। আপনারা সবাই আপনাদের মন-মস্তিস্কে পরিবর্তন আনবেন আমরা এটা আশা করি। আমি আমার দেহের শেষ রক্তবিন্দু পর্যন্ত এই দেশের মানুষের পাশে থাকবো, প্রশাসনের পাশে থাকবো। নারায়ণগঞ্জে আন্দোলনে কতজন শহীদ হয়েছেন, আহত হয়েছেন সরকারিভাবে তা তালিকা তৈরি করতে হবে। আন্দোলনের সহিংসতাকারীদের বিচারের আওতায় আনা হবে। মিথ্যা মামলার পরিবর্তে সত্যিকারের মামলা দিতে হবে। জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে সভায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমির খশরু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক ফারহানা আক্তার মুনা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, মহানগর বিএনপির আহবায়ক এড সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু, হেফাজতে ইসলামের মাওলানা ফেরদাউসুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাসুম বিল্লাহসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়েতে ইসলামের আমির, সিপিবি, কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা