আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | দুপুর ১:১৫
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

নারায়ণগঞ্জে গামেন্টস কারখানা খুললেও মালিক-শ্রমিকরা আতঙ্কের মধ্যে

ডান্ডিবার্তা | ০৯ আগস্ট, ২০২৪ | ১১:০২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যদিয়ে চলমান অস্থিরতা বন্ধ থাকা নারায়ণগঞ্জের পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। গত বুধবার সকাল থেকে জেলার প্রায় সব শিল্প-কারাখানা শ্রমিকরা ফিরতে শুরু করেন। গতকাল বৃহস্পতিবার ফতুল্লা শিল্পাঞ্চল ঘুরে দেখা যায়, প্রায় সকল গামের্ন্টস কারখানা খুললেও মালিক শ্রমিকদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনো কাজে যোগ না দেয়ায় গামের্ন্টস মালিকদের মধ্যে প্রতিষ্ঠানে দুবৃত্তদের হামলার আশঙ্কা করছেন। স্থানীয় ও কারখানা সূত্র জানায়, কারখানা মালিকরা রয়েছেন উভয় সংকটে। কারখানা না খুললে শ্রমিকদের বেতন দিতে পারবেন না। শিপমেন্ট বন্ধ হয়ে যাবে, আবার কারখানা খুললে কিছু সংখ্যক সন্ত্রাসী-টোকাই শ্রেণির লোকজনের হুমকির শিকার হতে হচ্ছে। কোথাও কোথাও কারখানা ভাঙচুরও হচ্ছে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচির মধ্যে ব্যাপক সহিংসতার পর গত ৪ আগস্ট দেশের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিকেএমইএ। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও সব পোশাক কারখানা বন্ধ রাখা হয়। এরমধ্যে গত ৫ আগস্ট আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ করেন। পরে আবার কারখানা খোলার সিদ্ধান্ত নেয়া হয়। তবে কারাখানা খোলা হলেও আতঙ্ক তাদের পিছু ছাড়ছে না। ফতুল্লার বিসিক শিল্প নগরী এলাকার পোশাক শ্রমিক আবুল বলেন, আমরা দেশে শান্তি চাই। কোনো অশান্তি চাই না। আমরা কর্ম করে খেতে চাই। ক্ষমতায় কে আসবে না আসবে সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের গার্মেন্টস সেক্টর সন্ত্রাসমুক্ত থাকুক সেটাই আমাদের চাওয়া। ফতুল্লার বিসিক এলাকার এসরোট্যাক্স গ্রæপের ডাইং ম্যানেজার উবায়দুল বলেন, এ কয়দিন আমারা কর্মস্থানে আসতে পারিনি। আমাদের শ্রমিকরা কর্মস্থানে আসতে পারিনি। একদিন আমাদের কারখানা বন্ধ থাকলে সংসারে অনেক চাপ পড়ে যায়। যাই হোক আবার কারখানা খোলা হয়েছে। আমরা আবারও আমাদের কর্মস্থানে ফিরেছি। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহীসভাপতি মো: হাতেম বলেন, সব কারখানা খোলা হয়েছে। কয়েকটা কারখানা খোলার পর গন্ডগোল হওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে আতঙ্ক নিয়ে আমাদের কারখানাগুলো চলছে। জেলা বিসিক কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন বলেন, অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছে। একটা শ্রেণির লোকজন নানাভাবে সুযোগ নেয়ার চেষ্টা করছে। যার কারণে কারখানা মালিকরা নিরাপদ বোধ করছেন না। তাই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সব সমস্যার সমাধানের জন্য। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, আমরা অতিদ্রæত ব্যবস্থা নিচ্ছি। আমরা প্রতিনিয়ত মিটিং করছি ব্যবস্থা নিচ্ছি। আর্মি টহল দিচ্ছে র‌্যাবও টহল দিবে। আমরা সব শ্রেণি পেশার মানুষের সাথে বসছি। আমরা বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যার কারণে তুলনামূলকভাবে নারায়ণগঞ্জে সার্বিক পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা