
ডান্ডিবার্তা রিপোর্ট
উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যদিয়ে চলমান অস্থিরতা বন্ধ থাকা নারায়ণগঞ্জের পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। গত বুধবার সকাল থেকে জেলার প্রায় সব শিল্প-কারাখানা শ্রমিকরা ফিরতে শুরু করেন। গতকাল বৃহস্পতিবার ফতুল্লা শিল্পাঞ্চল ঘুরে দেখা যায়, প্রায় সকল গামের্ন্টস কারখানা খুললেও মালিক শ্রমিকদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনো কাজে যোগ না দেয়ায় গামের্ন্টস মালিকদের মধ্যে প্রতিষ্ঠানে দুবৃত্তদের হামলার আশঙ্কা করছেন। স্থানীয় ও কারখানা সূত্র জানায়, কারখানা মালিকরা রয়েছেন উভয় সংকটে। কারখানা না খুললে শ্রমিকদের বেতন দিতে পারবেন না। শিপমেন্ট বন্ধ হয়ে যাবে, আবার কারখানা খুললে কিছু সংখ্যক সন্ত্রাসী-টোকাই শ্রেণির লোকজনের হুমকির শিকার হতে হচ্ছে। কোথাও কোথাও কারখানা ভাঙচুরও হচ্ছে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচির মধ্যে ব্যাপক সহিংসতার পর গত ৪ আগস্ট দেশের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিকেএমইএ। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও সব পোশাক কারখানা বন্ধ রাখা হয়। এরমধ্যে গত ৫ আগস্ট আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ করেন। পরে আবার কারখানা খোলার সিদ্ধান্ত নেয়া হয়। তবে কারাখানা খোলা হলেও আতঙ্ক তাদের পিছু ছাড়ছে না। ফতুল্লার বিসিক শিল্প নগরী এলাকার পোশাক শ্রমিক আবুল বলেন, আমরা দেশে শান্তি চাই। কোনো অশান্তি চাই না। আমরা কর্ম করে খেতে চাই। ক্ষমতায় কে আসবে না আসবে সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের গার্মেন্টস সেক্টর সন্ত্রাসমুক্ত থাকুক সেটাই আমাদের চাওয়া। ফতুল্লার বিসিক এলাকার এসরোট্যাক্স গ্রæপের ডাইং ম্যানেজার উবায়দুল বলেন, এ কয়দিন আমারা কর্মস্থানে আসতে পারিনি। আমাদের শ্রমিকরা কর্মস্থানে আসতে পারিনি। একদিন আমাদের কারখানা বন্ধ থাকলে সংসারে অনেক চাপ পড়ে যায়। যাই হোক আবার কারখানা খোলা হয়েছে। আমরা আবারও আমাদের কর্মস্থানে ফিরেছি। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহীসভাপতি মো: হাতেম বলেন, সব কারখানা খোলা হয়েছে। কয়েকটা কারখানা খোলার পর গন্ডগোল হওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে আতঙ্ক নিয়ে আমাদের কারখানাগুলো চলছে। জেলা বিসিক কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন বলেন, অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছে। একটা শ্রেণির লোকজন নানাভাবে সুযোগ নেয়ার চেষ্টা করছে। যার কারণে কারখানা মালিকরা নিরাপদ বোধ করছেন না। তাই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সব সমস্যার সমাধানের জন্য। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, আমরা অতিদ্রæত ব্যবস্থা নিচ্ছি। আমরা প্রতিনিয়ত মিটিং করছি ব্যবস্থা নিচ্ছি। আর্মি টহল দিচ্ছে র্যাবও টহল দিবে। আমরা সব শ্রেণি পেশার মানুষের সাথে বসছি। আমরা বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যার কারণে তুলনামূলকভাবে নারায়ণগঞ্জে সার্বিক পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯