আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | দুপুর ১:০৯
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

হাসিনার প্রতি ছিল মানুষের চরম ক্ষোভ

ডান্ডিবার্তা | ০৯ আগস্ট, ২০২৪ | ১১:০৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করা। অন্যথায় ভারতসহ বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন নোবেল জয়ী একমাত্র বাংলাদেশি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি সবাইকে যার যার কাজে মনোযোগ দেয়ার আহŸান জানিয়েছেন। গত মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে একটি সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ড. ইউনূস। এতে তিনি বলেছেন, এখন যেহেতু প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, পরিস্থিতি উন্নতির দিকে মোড় নিয়েছে এবং দেশকে নিশ্চিত করতে হবে যে উদযাপনের মেজাজ খারাপ না হয়। লোকেদের উদযাপনের পরে বাড়ি ফিরে আসা উচিত এবং এটা যত দ্রæত সম্ভব বাস্তবায়ন করতে হবে। দেশজুড়ে কয়েক সপ্তাহ ধরে হাসিনার পদত্যাগের দাবিতে বিক্ষোভের পর সেনাবাহিনীর ৪৫ মিনিটের আল্টিমেটামে পদত্যাগ করেন হাসিনা। এখন তিনি ভারতে অবস্থান করছেন। তবে তার পরবর্তী গন্তব্য সম্পর্কে এখনও জানা যায়নি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে এনডিটিভির সাংবাদিক জানতে চান, বিক্ষোভকারীরা কেন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করছে? তাদের ক্ষোভ তো হাসিনার বিরুদ্ধে। জবাবে ড. ইউনূস বলেন, এ বিষয়টির জন্য হাসিনাকে দোষারোপ করা প্রয়োজন। হাসিনা দেশে ধ্বংসাত্মক কর্মকাÐ চালিয়েছেন। যাতে তার পিতার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। হাসিনার শাসন মানুষের মধ্যে তিক্ততা ছড়িয়েছে। সুতরাং এ বিষয়গুলোকে এখন তারা কিছুই মনে করছে না। এখন যা হচ্ছে তার জন্য সদ্য ক্ষমতাচ্যুত হওয়া প্রধানমন্ত্রীকেই এসব দায় নিতে হবে। সাংবাদিক আরেক প্রশ্নে প্রফেসর ইউনূসের কাছে জানতে চান, আপনি কী বিশ্বাস করেন- এখন যে অন্তর্বতীকালীন সরকার গঠিত হচ্ছে তা কি আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে? কারণ কিছুক্ষণ আগেই আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সেখানে মানুষ গণভবনে প্রবেশ করেছে এবং তারা থানাগুলোতে ঢুকে অস্ত্র লুট করছে। জবাবে ইউনূস বলেন, অন্তর্বতীকালীন সরকারের প্রথম কাজ হবে দেশে আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনা। কেননা হাসিনা দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন। কার্যত এ কারণেই তার সরকারের পতন হয়েছে। সুতরাং এখন যা চলছে তা হাসিনা রেজিমেরই প্রতিষ্ঠা করা বিষয়। এখন আমাদের জনগণের উল্লাস শেষ করে তাদের ব্যবসা এবং কর্মক্ষেত্রে ফিরে যাওয়া উচিৎ। ওই সাংবাদিক আরও জানতে চান, এখন হাসিনা ভারতে রয়েছেন। তিনি যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছিলেন কিন্তু সেখানকার সরকার তার আবেদন মঞ্জুর করেনি। আপনি কী মনে করেন হাসিনাকে এখন কোন দেশ রাজনৈতিক আশ্রয় দেবে? জবাবে ইউনূস বলেন, আমার এ বিষয়ে কোনে ধারণা নেই। আমি কোনো সরকার নই। এছাড়া আমার এ বিষয়ে কারে সাথে যোগাযোগও হয়নি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা