আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৫০
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

সমালোচনা-পরামর্শকে স্বাগত জানালেন নাহিদ তদবির না করার অনুরোধ আসিফের

ডান্ডিবার্তা | ১০ আগস্ট, ২০২৪ | ১১:৩০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশ পুনর্গঠন ও নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা অন্যতম প্রতিশ্রæতি উল্লেখ করে অন্তর্র্বতী সরকারের তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সব ধরনের আলোচনা, সমালোচনা ও পরামর্শ আমাদের পাথেয় হবে। আরেক তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ব্যক্তিগত লাভের আশায় আবদার ও তদবির করা থেকে বিরত থাকার আহŸান জানিয়েছেন সবাইকে। গত বৃহস্পতিবার রাতে উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর পৃথক ফেসবুক পোস্টে এসব কথা বলেছেন নাহিদ ও আসিফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুই ছাত্র কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর রাতে ফেসবুকে এক পোস্টে নাহিদ ইসলাম সবাইকে ধন্যবাদ জানান। অভ্যুত্থানের শহীদদের স্মরণ ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সারা দেশের সব সমন্বয়কের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘সবার আত্মত্যাগের ফলেই আমরা একটি নতুন বাংলাদেশের সূচনা করতে পারছি। সবার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি, কয়েক দিন ধরে আমি নিরাপত্তাজনিত কারণে ও শারীরিক অসুস্থতার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম।’ নাহিদ ইসলাম লেখেন, ‘বাংলাদেশ একটা অস্থির সময় পার করছে। লুটপাট, সহিংসতা ও সংখ্যালঘু স¤প্রদায়ের ওপর নিপীড়নসহ জনজীবনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এখনো ফ্যাসিস্ট রেজিম সমূলে উৎপাটন করা হয়নি। জাতীয় স্বার্থে ও গণ-অভ্যুত্থান রক্ষার জন্য দ্রæত সময়ের মধ্যে সরকার গঠন করাকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম। শিক্ষার্থীরা এখনো রাস্তায় থেকে শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করছে। তাঁদের সাধুবাদ জানাই। আশা করি, খুব দ্রæতই আইনশৃঙ্খলার পরিবেশ ও জনজীবনে নিরাপত্তা ফিরে আসবে।’ আনন্দ উদ্‌যাপনের সময় এখনো আসেনি উল্লেখ করে নাহিদ ইসলাম আরও জানান, ‘শহীদের রক্ত ও বহু মানুষের আত্মত্যাগের ফলে এই অর্জন এখনো অনেক দূর যাওয়া বাকি। বাংলাদেশ পুনর্গঠন ও নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা আমাদের অন্যতম প্রতিশ্রæতি। তরুণ প্রজন্মের এই জেগে ওঠাকে আমাদের অব্যাহত রাখতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকার ও রাজপথ উভয় জায়গায় উপস্থিতি রাখবে। ছাত্র-নাগরিক অভ্যুত্থানের সরকারকে স্বাগত জানাই। সবাইকে পাশে থাকার আহŸান জানাই। আপনাদের সব ধরনের আলোচনা, সমালোচনা ও পরামর্শ আমাদের পাথেয় হবে। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি। আবারও প্রতিবাদী ছাত্র-জনতাকে ধন্যবাদ’। আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, ‘ব্যক্তিগত লাভের আশায় আবদার ও তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশ গঠনে পরামর্শ থাকলে জানাবেন।’ আরেক পোস্টে আসিফ লিখেছেন, ‘শহীদের রক্তের বিনিময়ে যে দায়িত্ব পেয়েছি, তা পালনে সততা ও নিষ্ঠার সঙ্গে সর্বোচ্চ সচেষ্ট থাকব, ছাত্র-নাগরিক অভ্যুত্থানের প্রতিজ্ঞা বাস্তবায়নই অন্তর্বতী সরকারে আমাদের অংশগ্রহণের মূল উদ্দেশ্য।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা