
ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসনের অবসান ঘটেছে। ছাত্র-জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও বেকায়দায় পড়ে গেছেন দলের নেতাকর্মীরা। এদিকে সুযোগ বুঝে অনেকে দেশ ছাড়তে পারলেও নারায়ণগঞ্জে থাকা অসংখ্য নেতাকর্মী এখন প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। মাঠ পর্যায়ের নারায়ণগঞ্জ আওয়ামীলীগের একাধিক নেতাকর্মী ক্ষোভের সাথে বলেন, বিগত ১৫ বছরে আমরা আওয়ামীলীগের রাজনীতি করলেও লুটপাট কিংবা নিজেদের আখের গুছাইনি। এই ১৫ বছর আমাদের মাঠে রেখে নিজেরা পদ পদবী দখল করে আঙ্গুল পুলে কলাগাছ বনেছে। যাদের এক সময় রিকশায় চড়ার মত অবস্থা ছিল না তারা গত ১৫ বছরে বাড়ি-গাড়ির মালিক থেকে শুরু করে বিপুল পরিমান অর্থ বিত্তের মালিক হয়েছে। গত সোমবার নেত্রী পদত্যাগ করার পর এইসব পদ পদবীধারী নেতারা রাতের অন্ধকারে আমাদের ফেলে অন্যত্র পালিয়ে গেছে। আমরা এখন ভয়ের কারণে কাজকর্মে যেতে না পারায় পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি। তাদের বক্তব্য মাঠ পর্যায়ের অধিকাংশ নেতাই অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। তাদের মতে দলের নাম ভাঙ্গিয়ে রাতারাতি কোটিপতি বনে যাওয়া নেতাদের অনেকেই গোপনে পার্শবর্তি দেশ ভারতে পালিয়ে গেছেন এমন কথাও শুনা যাচ্ছে। নারায়ণগঞ্জে দাপুটে নেতারা লেজগুটিয়ে সোমাবার দুপুরের পর থেকেই পালিয়ে যান। প্রভাবশালী নেতা যার কথায় লাখো লোকের সমাগম ঘটতো তারমত লোকও জীবনের নিরাপত্তার কারণে আত্মগোপনে চলে গেছে বলে অধিকাংশ কর্মীদের দাবি। এছাড়া দীর্ঘ ১৫ বছর আওয়ামীলীগের নাম ব্যবহার করে বিভিন্ন সেক্টর দখল করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তারা আজ দলের দু:সময়ে কর্মীদের পাশে নেই। তাদের যেসকল কর্মীরা দলের স্বার্থে পাশে ছিলেন তাদের বিপদের মুখে ফেলে তারা পালিয়ে গেছেন। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামীলীগের এক ওয়ার্ড পর্যায়ের নেতা বলেন, দলের জন্য নিবেদিত ছিলাম। দলের নাম ভাঙ্গিয়ে সুবিধা আদায় করিনি। তবু পালাতে হয়েছে শেখ হাসিনার জন্য। এখন বুঝলাম শেখ হাসিনার মধ্যে দেশ প্রেম নেই। তিনি এসেছেন প্রতিশোধের মিশন নিয়ে, প্রতিশোধ নিয়েছেন। তার চেয়ে বেগম খালেদা জিয়া অনেক উত্তম। বেগম খালেদা জিয়া তার নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাননি। তাকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ছিল। কিন্তু তিনি বলেছিন এই দেশে আমার ঠিকানা। এই মাটিতে আমার জন্ম। আমি আমার নেতাকর্মীদের ফেলে বিদেশে যাব না। আমি পালাবো না। এ জন্য তাকে জেল খাটতে হয়েছে। আর হাসিনা নেতাকর্মীদের অরক্ষিত রেখে নিজের জীবন বাঁচাতে কর্মীদের মাঠে রেখে পালালেন। তার পিতার গড়া আওয়ামীলীগকে কবর দিয়ে গেলেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯