আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:০৫
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

বন্দরে চাঁদাবাজি বন্ধ করলো শিক্ষার্থীরা

ডান্ডিবার্তা | ১১ আগস্ট, ২০২৪ | ১০:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরের বিভিন্ন এলাকায় ছেয়ে গেয়েছিল সন্ত্রাসী ও চাঁদাবাজিতে। চাঁদাবাজরা বিভিন্ন সেক্টর দখল করে রেখেছি। ভয়ে কেহ মুখ খুলে কথা বলতে পারতেন না। দীর্ঘ ১৫টি বছর চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছিল বন্দরবাসী। প্রতিটি ঘাট, হাট, বাজার, স্ট্যান্ডসহ প্রতিটি সেক্টরে চলতো নিরব চাঁদাবাজি। আবার বিভিন্ন অযুহাতে প্রকাশ্যেও চলেছে চাঁদাবাজি। বন্দরে শীর্ষ চাঁদাবাজদের মধ্যে প্রথম নাম উঠে আসে খান মাসুদের। সে শামীম ওসমানের প্রভাব খাটিয়ে বন্দরে খেয়াঘাটের অটো, সিএনজি, রিকশা, ফুটপাতে হকার বসিয়ে চাঁদাবাজি করত। শুধু তাই নয় বন্দর খেয়াঘাটে সরকারি জমি দখল করে অবৈধ বাজার বসিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদা আদায় করত। বন্দরে সেন্ট্রাল খেয়াঘাট, নবীগঞ্জ খেয়াঘাট, সিদ্ধিরগঞ্জ ২নং খেয়াঘাট ছিল শামীম ওসমানের ঘনিষ্টজন সাজনুর দখলে। বছরের পর বছর কোন ইজারা ছাড়াই প্রতি মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। যে ঘাট পার হতে নেয়া হত মাত্র ৫০ পয়সা। তারা ক্ষমতার প্রভাব খাটিয়ে ইজারা ব্যবস্থা বন্ধ করে দিয়ে নিজেরা দখল করে টোলের নামে নিতেন ২ টাকা করে। এভাবে তারা ১৫ বঠরে কত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তার কোন হিসাব নেই। বন্দরের নবীগঞ্জে কামাল উদ্দিনের মোড়ে রানার ছিল পরিবহনে চাঁদাবাজি। টিকিট দিয়ে চাঁদাবাজি করত। মদনপুর স্ট্যান্ডে আজমেরী ওসমানের সহযোগি আমিনের মাধ্যমে হতো পরিবহনে চাঁদাবাজি। আওয়ামীলীগ সরকার পতনের পর এসকল চাঁদাবাজরা লেজগুটিয়ে পারিয়ে গেছে। এদিকে বন্দর উপজেলায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে মাঠে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করেছেন তারা। গত শুক্রবার বন্দর সমরক্ষেত্র মাঠে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন শতাধিক শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বন্দর শাখার সমন্বয়ক সালমান রহমান শীতলক্ষ্যা নদীর পাড়ে বন্দর ১ নম্বর খেয়া ঘাটে সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক এবং নৌকার মাঝিসহ সকল যানবাহনের চালককে আজকের পর থেকে কাউকে চাঁদা না দেয়ার আহŸান জানান। কেউ চাঁদাবাজি করতে এলে সবাই মিলে তাকে আটকে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর স্থানীয় শিক্ষার্থীদের জানানোর অনুরোধও করেন তিনি। এছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে ন্যায্য ভাড়া নেয়ার জন্য সকল যানবাহনের চালক ও নৌকার মাঝিদের প্রতি আহŸান জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে বন্দর উপজেলার যে সব এলাকায় মাদক বেচাকেনা হয় তা বন্ধে ও মাদক বিক্রেতাদের উচ্ছেদে আজ থেকেই অভিযান পরিচালনার ঘোষণা দিয়ে ছাত্র সমাজের এই সামাজিক সেবামূলক কাজে সহযোগিতা করতে স্থানীয় সর্বস্তরের মানুষের প্রতি আহŸান জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এসব পদক্ষেপকে স্বাগত জানিয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় বাসিন্দারাও। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বন্দর শাখার সমন্বয়ক মুন্নি সর্দার সহ সংগঠনের কর্মী ও সাধারণ শিক্ষার্থীরাও বক্তব্য দেন। আর ছাত্রদের এ অভিযানে চাঁদাবাজদের দোসররা মাঠে থাকলেও তারা অবশেষে গা ঢাকা দিয়েছে। বন্ধ হয়ে গেছে চাঁদাবাজি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা