আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | বিকাল ৩:৩৬
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

আদমজী ইপিজেডে চাকরি প্রার্থীদের বিক্ষোভ নিয়ন্ত্রণে সেনাবাহিনী

ডান্ডিবার্তা | ১২ আগস্ট, ২০২৪ | ১০:৩৯ পূর্বাহ্ণ

ডাািন্ডবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে চাকরিতে বৈষম্যের অভিযোগ এনে আন্দোলন করেছেন চাকরি প্রত্যাশীরা। গতকাল রবিবার সকাল ১১টায় শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কের ইপিজেডের প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভ করতে থাকে। এসময় ফটকটি বন্ধ করে দেয়া হয়। এরফলে ইপিজেডে প্রবেশের যাতায়াত কার্যক্রম বন্ধ হয়ে যায়। এদিকে এর আগেই চাকরি প্রত্যাশী একদল লোক ইপিজেডের ভেতরে প্রবেশ করেন। পরে তারা ই-স্টার নামক ফ্যাক্টরিতে গেলে তাদের উপর হামলা চালায় বলে তারা দাবি করেন। এ সসয় ফ্যাক্টরির লোকজন কয়েকজনকে আটক করে বেধড়ক মারধর করে। একপর্যায়ে তারা নিজেদের ছাত্র পরিচয় দিলেই তাদেরকে আরও মারধর করা হয়। তাৎক্ষনিক তাদের নাম পরিচয় জানা যায়নি। চাকরি প্রত্যাশীদের অভিযোগ, চাকরির ক্ষেত্রে ছেলেদের অবমূল্যায়ন করা হয় আর মেয়েদের চাকরি দেওয়া হয়। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের কথা শুনেন এবং শান্ত হতে বলেন। পরে সেনাবাহিনীর সদস্যরা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ^াস দিলে দুপরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৪শ’র মতো চাকরি প্রত্যাশী মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ চাকরির ক্ষেত্রে ছেলেদের অবমূল্যায়ন করা হয় আর মেয়েদের চাকরি দেওয়া হয়। এই অভিযোগ দীর্ঘদিনের। আজ কয়েকজন ছেলে চাকরির জন্যে ইপিজেড প্রবেশ করলে তাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে বলে অভিযোগ তাদের। রক্তাক্ত অবস্থায় একজন যুবকের সঙ্গে কথা বললে তিনি বলেন, আজ চাকরির জন্যে তারা ইপিজেডের ভেতরে প্রবেশ করেন। পরবর্তী তারা ই-স্টার নামক ফ্যাক্টরিতে গেলে তাদের আটকানো হয় এবং নিজেদের ছাত্র পরিচয় দিলেই তাদেরকে মারধর করা হয়। আহত যুবক আরও বলে, আমরা যখন ছাত্রদের পরিচয় দেই এতে আরও বেশি ক্ষিপ্ত হন হামলাকারীরা। আপনারা মিছিল নিয়ে ভেতরে প্রবেশ করেছেন কিনা? এমন প্রশ্নে ওই যুবক বলেন, আমরা চাকরির জন্যে মিছিল করেছি। যুবকদের উপর হামলা সত্যতা জানতে আদমজী ইপিজেডস্থ ই-স্টার নামক ফ্যাক্টরির একাউন্টস অফিসার দীপঙ্করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, আমরা কারো উপর হামলা করিনি। বরং আন্দোলনকারীরা আমাদের ফ্যাক্টরির উপর হামলা চালিয়ে গøাসসহ বিভিন্ন কিছু ভাংচুর করেছে। আমাদের ফ্যাক্টরির ক্ষতি হয়েছে অনেক। এ বিষয়ে আদমজী ইপিজেডের (জিএম) মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, আন্দোলনকারীদের উপর হামলা করা হয়নি তারা উল্টো ভেতরে প্রবেশ করে কয়েকটি ফ্যাক্টিরিতে ইটপাটকেল মেরেছে। এরপর ফ্যাক্টরির কর্মকর্তারা তাদের আটকানো চেষ্টা করেন। চাকরির ক্ষেত্রে ছেলেদের অবমূল্যায়নের প্রশ্নে তিনি জানান, এখানকার বেশিরভাগ কারখানায় মেয়ের কাজ বেশি হয়ে থাকে, এজন্য মেয়েদের সংখ্যা বেশি। তবে আমি নিজেও তাদের বুঝিয়েছি, বলেছি আমরা আলোচনা করে সমাধান করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা