আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | দুপুর ১২:৫৯
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

না’গঞ্জ বিএনপিতে নয়া বিরোধের আভাষ

ডান্ডিবার্তা | ১২ আগস্ট, ২০২৪ | ১০:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ বিএনপিতে নতুন করে বিরোধের আভাষ পাওয়া যাচ্ছে। বিগত দিনের বিরোধ নতুন করো সামনে এনে নিজ দলের প্রতিপক্ষকে কোনঠাসা করার মিশনে নামার অভিযোগ উঠেছে বিএনপির বেশ কিছু নেতা বিরুদ্ধে। জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রতিদ্ব›দ্বীদের ঘায়েলের মিশনের তালিকায় শীর্ষ নেতাদের নাম রয়েছে।নেতারা ইতোমধ্যে নিজ অনুগত নেতাদের দিয়ে দলের অপর একটি অংশকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্রের জাল বিছিয়েছেন বলে জানা গেছে। প্রথম প্রতিহিংসার শিকার হয়েছে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু এবং থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের এ দু’জন নেতা ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। তবে দল ক্ষমতায় যাওয়ার আগে মাঠ পর্যায়ে সক্রিয় এবং কর্মী বান্ধব নেতাদের বিএনপির রাজনীতিতে কোনঠাসা করতে গিয়ে দলকে সাংগঠনিক ভাবে দূর্বল করা হচ্ছে এমন অভিযোগ দলের তৃনমূলের নেতাকর্মীদের। এমন প্রতিহিংসার রাজনীতি পরিহার করা না হলে আগামী জাতীয় সংসদের নির্বাচনে এর প্রভাব পরবে। এ ক্ষেত্রে দলের সভাপতিকে আরো সচেতন এবং সতর্ক হওয়া প্রয়োজন এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, নারায়ণগঞ্জের বিএনপির রাজনীতি দীর্ঘদিন নিস্ক্রিয় ছিলেন জেলা বিএনপি বর্তমান সভাপতি গিয়াসউদ্দিন। তৈমুর আলমের দল ত্যাগের পর ফাঁকা ময়দানে গিয়াসকে জেলা বিএনপির দায়িত্ব দেয়া হয়। আর এ সুযোগটাকে কাজে লাগিয়ে সক্রিয় নেতাদের বাদ দিয়ে তার অনুগত নিস্ক্রিয় নেতাদের নিয়ে কমিটি গঠন করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে দলের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। নির্বাচনের আগে জেলা বিএনপির সভাপতি গিয়াস এবং তাঁর অনুসারীরা রাজপথ ত্যাগ করে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। এসময় দলের প্রত্যাশিত পদ বঞ্চিত নেতারাই রাজপথে থেকে সরকার বিরোধী আন্দোলন চাঙা রেখেছেন। অবস্থা স্বাভাবিক হলে গিয়াস ফিরে এসে ফের মাইনাসের রাজনৈতিক খেলায় লিপ্ত হয়েছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামীলীগ সরকারের পতন হলে গিয়াসউদ্দিন প্রকাশ্যে বের হয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে বিরোধে জড়িয়ে নতুন করে আলোচনায় এসেছেন। বিগত চারদলীয় জোট সরকারের সময়কার বিরোধকে নতুন করে সামনে এনে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ এনে অগঠনতান্ত্রীক ভাবে গিয়াসে অনুগত সুলতান মোল্লা এবং সাধারণ সম্পাদক বারী ভূইঁয়াকে দিয়ে বহিষ্কারের নাটক সাজিয়ে বিএনপিকে নিস্ক্রিয় করার চেষ্টা করেছেন। এটা নিয়ে দলের মধ্যকার বিরোধ এবং গিয়াসের হিংস্র মনোভাব নতুন করে প্রকাশ পেয়েছে। এব্যাপারে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, বিএনপির কাউকে দল থেকে বহিষ্কার করতে হলে জেলা বিএনপির নেতৃবৃন্দকে কেন্দ্রের নির্দেশ নিয়ে করতে হবে। থানা বিএনপি কেউ একই কমিটির অন্যকাউকে বহিষ্কার করতে পারে না, এটা অগণতান্ত্রিক। গঠনতন্ত্রের বাইরে গিয়ে ব্যাক্তি আক্রোশ নিয়ে কাউকে বহিষ্কার করলে দলের মধ্যে বিভেদ তৈরি হয়। বিরোধ পরিহার করে এসময় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ব্যাপারে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী বলেন, ২০০১ সালে নির্বাচনের ১৭দিন আগে কৃষকলীগ থেকে বিএনপিতে যোগ দিয়ে নির্বাচিত হয়ে বিএনপি নিধনের মিশনে নামেন। তখন আমি ফতুল্লা থানা ছাত্রদলের সভাপতি ছিলাম। ওই সময় গিয়াস সাহেব রাজনৈতিক ভাবে না পেরে ২২লাখ টাকার কন্ট্রাক করে একটি বিশেষ বাহিনী দিয়ে আমাকে হত্যার চেষ্টা করে। ওই মিশন সফল করতে বিশেষ বাহিনীকে সহযোগীতা করেন তাঁর তৎকালীন এপিএস কাইল্যা আক্তার, কমল, পাইলস আলম, দাইত্যা পলাশসহ বেশ কিছু অনুসারী। এ ঘটনায় তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিনের নিদের্শে বিভাগীয় তদন্ত হয় এবং বিশেষ বাহিনীর যে সকল কর্মকর্তা জড়িত ছিলেন তাদের কমান্ডিং অফিসার সহ জরিত সবার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। এখানেই শেষ নয় ওই সময়ের থানা যুবদলের সভাপতি মনিরুল আলম সেন্টু ভাইকে আদালত থেকে তুলে নিয়ে হত্যার চেষ্টা করে। এখন এড.বারী ভূইঁয়ার কাঁধে বন্দুক রেখে পুরনো খেলায় মেতে উঠেছে। ইনশা আল্লাহ এই খেলায় আমরাই জয়ী হবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা