আজ রবিবার | ১০ আগস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ১৫ সফর ১৪৪৭ | সকাল ৮:২০

বিভিন্ন স্থানে বিএনপির নামে নৈরাজ্য

ডান্ডিবার্তা | ১৩ আগস্ট, ২০২৪ | ১১:৪৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ বিএনপির নাম ভাঙ্গিয়ে নৈরাজ্য দেখা দিয়েছে। তারা ক্ষুধার্ত বাঘের ন্যায় ঝাপিয়ে পড়েছে বিভিন্ন সেক্টরে। অনেকেই রাতারাতি বিএনপি বনে গিয়ে লুটপাটের নগ্ন খেলায় মেতে উঠেছে। জেলা বিএনপির শীর্ষ নেতারা এসব নৈরাজ্যের বিরুদ্ধে হুংকার দিলেও কেউ কারো কথায় কর্নপাত করছে না। কোন শৃঙ্খলা নেই বিএনপিতে। ফলে লুটপাটের শিকার হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সুযোগটা কাজে লাগাচ্ছে কিছু লুটেরা শ্রেণীর মানুষ। রাজনীতির কাছেও নাই এমন মানুষও হামলা কিংবা লুটের শিকার হয়েছে এমন অভিযোগের স্তুপ জমে হয়েছে অনেক। তবে এসব নৈরাজ্যের শিকার ভুক্তভোগী মানুষগুলো কার কাছে গিয়ে এর বিচার চাইবে সে জায়গাও নাই। তবে এসব নৈরাজ্য বন্ধ করতে এখনি উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। সূত্র জানায়, ৫আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে জেলা জুড়ে নৈরাজা দেখা দিয়েছে। বিএনপির নেতাকর্মীরা হামলা, অগ্নি সংযোগ, লুটপাট শুর করেছে। এ সুযোগে অনেকে দূস্কৃতকারীও কাজে লাগিয়ে লুটপাটে অংশ নিচ্ছে। অনেকের বসতবাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট করেছে। বিএনপির এই নৈরাজ্যে অনেক নিরিহ মানুষ হয়রানীর শিকার হচ্ছে। হামলায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অনেকে। আওয়ামীলীগের অনেক নেতাকর্মীর বাসায় ধারাবাহিক হামলা, লুটপাটের ঘটনা ঘটছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, আওয়ামীলীগের সমথন করেন এমন মানুষের বাসতবাড়ীতেও হামলার ঘটনা ঘটেছে। অনেকে পূর্বের আক্রোশ কাজে লাগিয়ে হামলা, লুটপাট করেছে। আর এভাবেই পুরো জেলা জুড়ে নৈরাজ্য শুর করেছে বিএনপি। তবে জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেছেন, আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই। এই সমাজ নির্মাণে ভালো মানুষদের এগিয়ে আসতে হবে। আপনারা যদি সামনে না আসেন তাহলে সেই স্থানটি খারাপ মানুষেরা দখল করে নিবে। তখন এত রক্ত ঝরিয়ে, এত প্রাণ বিলিয়ে, যেই স্বৈরাচারের পতন ঘটিয়ে নতুন একটি দিনের সূচনা করা হয়েছে তা ¤øান হয়ে যাবে। সমাজে যারা মাদক সেবি আছেন এবং যারা মাদক বিক্রি করেন তারে তালিকা প্রস্তুত করাসহ এদেরকে প্রতিহত করার জন্য সবার প্রতি আহŸান জানিয়েছেন মুহাম্ম গিয়াসউদ্দিন। তিনি বলেন, আমারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট নির্শেনা দিয়েছেন, বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা নির্মাণের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে। যারা দলের নাম ব্যবহার করে মানুষের শান্তি নষ্ট করবে, তাদের কোনো স্থান হবে না বিএনপিতে। সুতরাং দলের সুনাম নষ্ট করে কেউ যি অরাজকতা করে, সে যদি আমার সন্তান হয়, ভাই হয়, কর্মী হয় তাকেও ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, আপনারা কেউ ভয় পাবেন না। থানাগুলো আবারও সচল হয়েছে। মাঠে সেনাবাহিনী কাজ করছে। সুতরাং অপরাধি যে হোক, যে দলের হোক, যে পরিচয়ই থাকুক না কেন, তাকে একজন অপরাধি হিসেবেই গণ্য করুন এবং তাকে আটক করে আইনের হাতে সোর্প করুন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা