আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | দুপুর ১:১৩
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

ত্বকী ও পারভেজ হত্যার মাস্টার মাইন্ড শাহ নিজাম

ডান্ডিবার্তা | ১৩ আগস্ট, ২০২৪ | ১২:১৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে এখন আওয়ামীলীগের শীর্ষ নেতা থেকে শুরু করে পাতি নেতাদের দেখা মিলছেনা। সকলেই হামলা ও গ্রেফতারের ভয়ে আত্মগোপনে চলে গেছে। যার কারণে এবার নারায়ণগঞ্জে ১৫ আগষ্টে শোক দিবস পালন প্রায় অনিশ্চিতই বলা চলে। তবে বেকায়দায় পড়েছে সাধারণ কর্মীরা। যারা কিছু বুঝে আর না বুঝে দলের হয়ে শহরময় দাবরিয়ে বেড়াতো। তাদেরকে সামনে রেখে নেতারা ফায়দা লুটতেন। আজ সেই নেতারা আত্মগোপনে চলে যাওয়ায় সাধারণ কর্মীরা যেন এতিম হয়েগেছে। যে সকল নেতারা এই সকল সাধারণ কর্মীদের ট্কাা দিয়ে লালন পালন করতেন আর তাদের দিয়ে বিশৃঙ্খলা করাতেন এখন তারা সরে যাওয়ায় চুলা জ¦লছেনা সাধারণ কর্মীদের। তারা ভয়ে রাস্তায় বের হতে পারছে না। কারণ তাদের দিয়ে নেতারা দীর্ঘ দেড় দশক ধরে অনেক অন্যায় অত্যাচার করিয়ে নিজেদের পকেট ভারি করেছেন আর দেখিয়েছেন তাদের অনেক কর্মী বাহিনী রয়েছে। আর টাকা দিয়ে কর্মী রেখে বিরোধী দলকে আতঙ্কে রাখতেন। ইতিমধ্যে বন্দরে স্বেচ্ছাসেক লীগ নেতা জুয়েল হোসেন ছাত্র জনতার মাঝে আটক হয়ে গণধোলাইয়ের শিকার হন। এসময় তিনি অকপটে তাদের অপকর্ম স্বীকার করেন। যার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে জুয়েলকে বলতে শুনা যায়, যুবলীগ নেতা পারভেজ গুম ও হত্যা, চাষাঢ়ায় ১৬ জুনের বোমা হামলা এবং ত্বকী হত্যা নিয়ে কথা বলতে দেখা গেছে। ভিডিওতে অজ্ঞাত কয়েকজন ব্যক্তিকে দেখা যায় জুয়েলকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করছে। তবে তারা কারা সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। এ সময় জুয়েল বলেন, পারভেজের গুম আমাদের দলের থেকেই হয়েছে। এখানে শামীম ওসমানের নাম এসেছে। পারভেজের হত্যা শামীম ওসমান করিয়েছে এমনটা চাউর রয়েছে আমাদের মাঝে। তিনি আরো বলেন, গরুর হাটের টাকা তারা নিত। আমরা তাদের কাজগুলো করে দিতাম। ওরা তো সব মানুষের কাছে যেতে পারত না। আমাদের দিয়ে এটা পরিচালনা করত। তিনি বলেন, মাকসুদকে ঢাকায় হত্যা করা হয়েছে। এটা র‌্যাব করেছে। তবে কে হত্যার পেছনে এটা জানি না। তবে বোমা হামলার ঘটনায় আমাদের নাম আছে। এখানে আমাদের চাষাঢ়ার মানুষের নাম আছে। জুয়েল বলেন, শামীম ওসমানের টাকা পয়সা কোথায় এটা তো আর আমরা জানি না। তিনি কোথায় টাকা পাঠিয়েছেন তা এই মুহূর্তে বলতে পারছি না। আমি তো তার এত কাছের লোক ছিলাম না। তিনি বলেন, আমি গুলি করিনি। হয়ত আমার মতো দেখতে কেউ। মহানগর ছাত্রলীগের প্রেসিডেন্ট মেহেদীও দেখতে আমার মতো। হয়ত ওকে দেখে আমাকে ভেবেছে। তিনি আরো বলেন, আর জীবনে রাজনীতি করব না। আজকের পর দল ও নারায়ণগঞ্জ ছেড়ে চলে যাব। ত্বকী হত্যার সাথে আমাদের চাষাঢ়ার লোকজন জড়িত আছে। ত্বকী হত্যায় সুরুজ, ইউসুফ, ভ্রমর, সীমান্ত জড়িত ছিল। এর মাস্টারপ্ল্যান শাহ নিজাম। রাব্বি সাহেবের সাথে তার দ্ব›দ্ব ছিল। রফিউর রাব্বি শামীম ওসমানকে গালি দিয়েছিল, এ নিয়ে শাহ নিজাম আমলাপাড়ায় তাকে পিস্তল ঠেকিয়েছিল। এছাড়া জুয়েল হাটের টেন্ডার প্রসঙ্গে জানান, গরুর হাটের টাকা ওয়ন ওসমান এবং আজমেরী ওসমান নিত। আমরাতো তাদের কাজ গুলো করে দিতাম। আমরা পরিচালনা করতাম। শামীম ওসমান তার টাকা পয়সা কোন জায়গায় পাঠাইছে এগুলো আমরা জানি না। এসময় তাকে ছাত্রজনতা আটকের পর বলে, তোরা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবি বলেছিলি। এই নোংরা দল নিয়ে আর কোন দিন মাথা উচুঁ করে দাঁড়াতে পারবি না তোরা। তখন জুয়েল বলেন, আর জীবনে দল করমু না। আজকের পরে আমি নারায়ণগঞ্জ ছেড়ে চলে যামুগা। এ সকল নেতাদের দিয়ে শীর্ষ নেতারা দলবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও চাঁদাবাজিসহ অনেক অপরাধ করেছে। দেখা গেছে আওয়ামীলীগের সাধারণ কর্মীর কাছেও সাধারণ মানুষ জিম্মি ছিল। কেউ মুখ খুলে কথা বলতে পারেনি। মানুষের মাঝে বাক স্বাধীনতা ছিল না। এক রকম সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জও যেন তাদের কাছে জিম্মি ছিল মানুষ। এখন সাধারণ মানুষ মনে করে দেশ আজ আওয়ামী রাহুমুক্ত হয়েছে। এ রাহু যাতে আবার জনগণের উপর চেপে না বসে সেদিকে খেয়াল রেখেই দেশ গড়ার কাজে এগোতে হবে। এজন্য জনগণকে ছাত্র-জনতার এ অর্জন যাতে ¤øান না হয় সেদিকে খেয়াল রেখেই শান্ত হয়ে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামতে হবে। তা হলেই দীর্ঘ দিনের জঞ্জাল মুক্ত নতুন বাংলাদেশ গড়ে উঠবে।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা