আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:০৫
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

শামীম ও সেলিম ওসমানসহ তাদের কাঠগড়ায় দাঁড় করানো হবে

ডান্ডিবার্তা | ১৫ আগস্ট, ২০২৪ | ১১:৩৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, গত ৪ তারিখ থেকে শামীম ওসমান ও তার সন্ত্রাসী বাহিনী নারায়ণগঞ্জ ক্লাবকে ক্যান্টনমেন্ট হিসেবে ব্যাবহার করেছে। সারা নারায়ণগঞ্জ তারা অস্ত্র নিয়ে কীভাবে দাপিয়ে বেড়িয়েছে তা এ শহরের মানুষ জানে। তারা চোখে দেখেছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই। সকল হত্যার জন্য শামীম ওসমান, সেলিম ওসমানসহ তাদের দোসরদের হত্যার জন্য কাঠগড়ায় দাঁড় করানো হবে। গতকাল বুধবার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, আমরা সাত খুনের বড় বড় প্রভাবশালীদের বিচার করিয়েছি। ছাত্র জনতার হত্যার জন্য যারা খুনী তাদের বলতে চাই। আপনাদের হাতে রক্তের গন্ধ, এ রক্ত এদেশের সাধারণ মানুষের। আপনারা এদেশের মানুষকে চেনেন না। প্রতিটি হত্যার জন্য আপনাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি বলেন, যারা লাফাচ্ছেন। ১৫ আগষ্ট রাস্তায় নামবেন, ভুলে যান। আপনাদের জায়গা হবে কারাগারে। এ নারায়ণগঞ্জকে আমরা সন্ত্রাসমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। নারায়ণগঞ্জে গত পনেরো বছর এক ধরনের আওয়ামী লীগ আছে, তাদের ওপর আমাদের কোন রাগ নাই। তবে যারা লুটপাট করেছে, তাদের রক্ষা নেই। এই সরকারের প্রতি সারা বাংলাদেশের মানুষের আস্থা আছে। আপনারা এই সন্ত্রাস দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে বিচার করবেন। নারায়ণগঞ্জে ত্বকী হত্যার বিচার হয় না, সাগর রুনির হত্যার বিচার হয় না। এসকল হত্যার বিচার করতে হবে। নারায়ণগঞ্জের মানুষ জানে কারা ত্বকীকে হত্যা করেছে। ওদের গ্রেপ্তার করে অবিলম্বে বিচার করুন। তিনি আরো বলেন, প্রশাসনের সকলে খারাপ লোক না। অনেকে বাধ্য হয়ে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আমরা চাই প্রশাসন মাঠে নেমে আবারও জনগণের জন্য কাজ করবে। স্বৈরাচারের পক্ষে কেউ অবস্থান নিলে তাদের রক্ষা হবে না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা