আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | দুপুর ২:৫১
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

ভোল পাল্টে বিএনপির মিছিলে কাউন্সিলর বাদলের সন্ত্রাসীরা

ডান্ডিবার্তা | ১৬ আগস্ট, ২০২৪ | ১১:০৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আওয়ামীলীগ সরকারের ১৫ বছরের ক্ষমতাকালীন সময়ে সুবিধাভোগী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীসহ দৃস্কৃতিকারীরা ভোল পাল্টে হয়ে গেছেন বিএনপির লোক। নিজেদের দখলে থাকা অবৈধ আয়ের উৎস রক্ষা এবং নতুন করে শিল্প-কারখানা দখলের উদ্দেশ্যে নানাবিধ অপতৎপরতা চালিয়ে যাচ্ছে সংঘবদ্ধ একটি অপরাধী চক্র। তারা নিজেদেরকে বিএনপির লোক জাহির করার জন্য বিএনপির কর্মসূচির অগ্রভাগে থেকে ফটোসেশন করে তা প্রচার করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে বিএনপির ত্যাগী ও আওয়ামী দু:শাসনে মামলা-হামলার শিকার নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ডাচ বাংলা ব্যাংক এলাকায় ‘ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার দাবিতে কেন্দ্র ঘোষিত দুদিনের অবস্থান কর্মসূচির’ দ্বিতীয় দিনে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি চলাকালীন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চিটাগাং রোড থেকে শুরু হয়ে সাইনবোর্ড গিয়ে শেষ হয়। মিছিলটি চিটাগাং রোড থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় পৌছলে মিছিলের অগ্রভাগে যুক্ত হয় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহŸায়ক ও নাসিক ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের সন্ত্রাসী বাহিনীর প্রধান দুর্ধর্ষ সন্ত্রাসী কাজী ইসলামের নেতৃত্বে একটি হোন্ডা বাহিনী। এসময় উপস্থিত ছিল, একাধিক ছিনতাই, ডাকাতি ও মাদক মামলার আসামী দুর্ধর্ষ সন্ত্রাসী কিলার জসিম, নব্য আওয়ামীলীগার ভুমিদস্যু মহিউদ্দিন মোল্লার চাচাত ভাই দুর্ধর্ষ ছিনতাইকারী ফেরদৌস ওরফে ফেরদা, চিহ্নিত মাদকের ডিলার ও একাধিক মাদক মামলার আসামী খবির, একাধিক মাদক মাদক মামলার আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী আলিম ও আলোচিত আওয়ামীলীগ নেতা তোফায়েল হোসেনের ভাতিজা নাদু সহ আরো কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, দুর্ধর্ষ সন্ত্রাসী কাজী ইসলামের নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী সিন্ডিকেট সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহŸায়ক ও নাসিক ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের সন্ত্রাসী বাহিনী হিসেবে কাজ করেছে। সানারপাড় এলাকার একটি বিল দখলে এই বাহিনী সর্বাত্মক সহযোগিতা করেছে। আওয়ামীলীগ সরকারের পতন হওয়ায় কাউন্সিলর বাদল এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যাওয়ার পর তারা ভোল পাল্টে এখন বিএনপির ব্যানারে মিশতে চাচ্ছে। তারা কোন দলীয় আদর্শের লোক না। যখন যে দল ক্ষমতায় থাকে তারা সে দলের হয়ে যায় এবং সন্ত্রাসী মাদক ব্যবসাসহ নানাবিধ অপরাধ কর্ম করে বেড়ায়। এই বাহিনীর দখলে রয়েছে সানারপাড় স্ট্যান্ডের সরকারী জমি। এসব জমিতে দোকানপাট ভাড়া দিয়ে বছরের পর বছর খাচ্ছে। নাসিক ৩ নম্বর ওয়ার্ড বিএনরপির সাধারণ সম্পাদক ডা. মাসুদ জানান, এরা আমাদের দলের লোক না। এদেরকে কেউ ডাকেনি। তারা সবাই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন জানান, তাদেরকে কেউ ডাকেনি। বিগত দিনে তাদেরকে কোন আন্দোলন সংগ্রামে পাওয়া যায়নি। কোন দুস্কৃতিকারী আমাদের দলে জায়গা পাবে না। সে দিকে আমরা তৎপর রয়েছি। সাইনবোর্ডে এক পথসভায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন বিগত সরকারের আমলে যারা আওয়ামীলীগের সাথে মিলে মিশে অপকর্ম করেছে তাদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে বলেন, আপনারা কার সাথে কোথায় কখন কি করেছেন আমরা তা সবই জানি। আমাদের কাছে প্রমান রয়েছে। কাউকেই ছাড় দেয়া হবে না। আমাদের কোন নতুন কর্মীর দরকার নেই। যারা ভোল পাল্টে বিএনপি সাজার চেষ্টা করছেন, সে চিন্তা মাথা থেকে বাদ দেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা