আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | বিকাল ৫:৩৩
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

আড়াইহাজারে হত্যা মামলায় যারা

ডান্ডিবার্তা | ২৩ আগস্ট, ২০২৪ | ১১:০৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শফিকুল ইসলাম শফিক নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের নামে মামলা হয়েছে। সেই সঙ্গে অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে এই মামলার আসামি করা হয়েছে। গত বুধবার রাতে নিহত শফিকুল ইসলাম শফিকের স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় এ মামলা করেছেন। মামলায় আসামির তালিকায় রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মামলার অন্য আসামীরা হলো ওবায়দুল কাদের (৭৮), সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ (সাবেক সেতু মন্ত্রী, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার), শামীম ওসমান (৬৮), সাবেক সংসদ সদস্য, নারায়নগঞ্জ-৪, গাজী গোলাম দস্তগীর (৭০), সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-১। নজরুল ইসলাম বাবু (৬০), সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ-২, সর্ব জেলা নারায়ণগঞ্জ, আসাদুজ্জামান কামাল (৭৫), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কায়সার হাসানাত আব্দুল্লাহ (৫৫), সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৩, আজমেরী ওসমান (৫০), পিতামৃত- নাছিম ওসমান, অয়ন ওসমান (৪০), পিতা- শামীম ওসমান, মোঃ আলাউদ্দিন (৫৮), সাবেক মেয়র, ফেনী পৌরসভা, ফকির আক্তারুজ্জামান (৭৫), পিতামৃত- ইউসুফ আলী ফকির, ফকির কামরুজ্জামান নাহিদ (৫০), পিতা- ফকির বদিউজ্জামান, ফকির মাশরিকুজ্জামান নিয়াজ (৫০), পিতা- ফকির আক্তারুজ্জামান, সর্ব সাং- পাচরুখী, রফিকুল ইসলাম (৫০), ভাইস চেয়ারম্যান, আড়াইহাজার উপজেলা, হেলাল (৪০), সাজনুর (৫০), আরাফাত (৪৫), সর্ব পিতা অজ্ঞাত, যুবলীগ নেতা, বাকীর (৬০), আব্দুল হাই (৫০) উভয় পিতামৃত আব্দুল ছামাদ মিয়া, শব্দর আলী (৫০), পিতামৃত- রমিজ আলী, নাজমুল (৫৮), চেয়ারম্যান দুপ্তারা ইউনিয়ন পরিষদ, আড়াইহাজার, শামীম (৪৫), পিতা- কানা রশিদ, জুলহাস (৫০) পিতা-রূপ মিয়া, সেলিম (৫০), পিতা- সুলতান, সুন্দর আলী (৬০), মেয়র আড়াইহাজার পৌরসভা, বাহাউদ্দিন (৫০), পিতা- হারুন, সুফিয়ান (৪০), পিতা- অজ্ঞাত, যুবলীগ নেতা, ফারুক (৪৫), পিতা- ইসমাইল, ওয়াদুদ (৫৫), চেয়ারম্যান, সাতগ্রাম ইউনিয়ন পরিষদ, মোশারফ (৬০), মোক্তার (৪০), কামরুল (৩৮), কাদির (৪০), সর্ব পিতামৃত- মানিক, গেলমান (৪৮) পিতা- নজু, রবিন (৩০), পিতা- আব্দুর রহিম, জিকু (৪০), পিতা-কাদির, সিরাজ মোল্লা (৬০), পিতা- কেরা মোল্লা, রুমান (৬০), পিতামৃত- মিন্নত আলী, কাজল মেম্বার (৬০), পিতা- অজ্ঞাত, আহম্মেদ কবির উজ্জল (৫৫), সভাপতি আড়াইহাজার উপজেলা যুবলীগ, বাবুল (৫০), পিতা- খলিলুর, জয়নাল (৫০), পিতামৃত- রাজ্জাক, সাদ্দাম (২৫), সাধারন সম্পাদক, আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ, মঞ্জুর (৩০), পিতা- জুলহাস, শরিফ সরকার (২৫), পিতা- অজ্ঞাত, অপু (৩০), পিতা- কাদির, সাইফুল (২৫), আলামিন (৩০), পিতা- অজ্ঞাত, সাইফুল ইসলাম স্বপন (৫০), উপজেলা চেয়ারম্যান, আড়াইহাজর, আবু তালেব মোল্লা (৭০), চেয়ারম্যান ফতেপুর ইউনিয়ন পরিষদ, কাউসার (৩০), পিতা কালাম, ইকবাল মোল্লা (৪৫), পিতা আবু তালেব মোল্লা, আলাছ (৩৫), পিতা- ডিপটি, তুষার (২৬), সাধারন সম্পাদক, সাতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ, জুয়েল (৪০), পিতা- অজ্ঞাত, সুমন (৩০), পিতামৃত ডাঃ করিম, ছালাম (৪০), পিতা- অজ্ঞাত, রঙ্গিণ (৩৮), পিতা- আতাউর, আলী হোসেন (৫৮), চেয়ারম্যান, হাইজাদী ইউনিয়ন পরিগর, সিরাজ (৬৫), পিতামৃত, কাদির, অরিফুল ইসলাম (৩৬), চেয়ারম্যান। মোঃ ইসমাইল (৩৮), চেয়্যারম্যান, উচিৎপুরা ইউনিয়ন, বেনজীর আহম্মেদ (৬২), সাধারন সম্পাদক উচিৎপুরা ইউনিয়ন আওয়ামীলীগ, আমান উল্লাহ আমান (৫৬), চেয়ারম্যান, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ, সিরাজুল ইসলাম (৫৬), চেয়ারম্যান, বিশনন্দী ইউনিয়ন পরিষদ, হালিম সিকদার (৬৮), মেয়র, গোপালদী পৌরসভা, জাকির মোল্লা (৬০), সাধারন সম্পাদক গোপালদী পৌরসভা আওয়ামীলীগ, আজিজ মোল্লা (৫৫), পিতামৃত- লতিফ মোল্লা, খোরশেদ আলম (৬৫), সাধারন সম্পাদক আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগ, মুজাহিদুর রহমান হেলো (৭০), সাবেক উপজেলা চেয়ারম্যান, শাহজালাল মিয়া (৬৫), সাবেক সভাপতি, আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগ, রেজাউল করিম (৫২), সাধারন সম্পাদক আড়াইহাজার উপজেলা যুবলীগ, শরিফ মিয়া (৩০), সভাপতি আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ, আদর (২৫), ভিপি সরকারী সফর আলী কলেজ ছাত্র সংসদ, শহিদুল্লাহ (৩৫), পিতা- ফজলুল হক, আমির হোসেন (৩৫), সাবেক ভিপি, মনির (৫৫), পিতামৃত- আজিজ মাস্টার, আবুল বাশার টুকু (৬০), পিতা- হাইচ্চাল্লা, বিল্লাল (৫০), পিতামৃত- সুন্দর আলী, মোঃ ওছমান (৫০), পিতা- হারুন, আলতাব (২৫), পিতা- আবুল বাশার, সাইফুল (২৮), পিতা- ফাইজুল্লাহ, জুয়েল (৩৮), পিতামৃত- মফিজ উদ্দিন, মোঃ সুমন (৩০), পিতা জাকির, দিলীপ কুমার নন্দী (৫০), পিতা- খোকন নন্দী, মোঃ আনিছ (৩৫), পিতা- মুজাম্মেল মেম্বার, মোতালিব (৪০), পিতামৃত- আলমাছ, জসিম (৪০), পিতা- রেহাজ উদ্দিন, আমান উল্লাহ (৩০), পিতা- আঃ হামিদ, হারুন (৪০), পিতা- আব্দুল হান্নান, আলী আকবর (৪৪), পিতামৃত- কামাল উদ্দিন, বিজয় নন্দী (৩২), পিতামৃত- বিষা নন্দী, মিঠু নন্দী (৩০), পিতা- সুবোধ নন্দী, মোঃ মাছুম (৩৫), পিতা- সুরুজ মিয়া, রায়হান (৩০), পিতা- আবু তালেব, আল আমিন (৩৫) পিতামৃত- কাজল, বুলবুল (৪২), পিতা- জামান, মনু মেম্বার (৬৫), পিতামৃত- কদম আলী, নাইম মিয়া (৪২) পিতামৃত- ইব্রাহিম, এইচ এম জাকির (৩৮), পিতা- টিপু, সাইফুল ইসলাম (৩৫), পিতা- আসাদ মিয়া, সোহেল (৩০), পিতামৃত- তাহের আলী, ফারুবা (৪০), মামুন (৩৮), রাজু (৩৩), সর্ব পিতামৃত- আঃ হান্নান, এমদাদুল হক মিলন (৩৮), পিতা- মোঃ এফরান, সিফাত (২৮), পিতা- দেলোয়ার, সুজন (২৫), সাধারন সম্পাদক সরকারী সফর আলী কলেজ শাখা ছাত্রলীগ, শাওন (২৪), সাবেক জি,এস, পিতা- জাকির, সজীব (২৫), সাবেক এ,জি, এস, পিতামৃত- আঃ রাজ্জাক, রাজু (৩০), সভাপতি আড়াইহাজার পৌর ছাত্রলীগ, নাঈম মোল্লা, সাবেক ভি, পি সরকারী সফর আলী কলেজ, আল আমিন, সাবেক এ,জি, এস, সরকারী সফর আলী কলেজ, তৌসিফ সিকদার, সাধারন সম্পাদক গোপালদী পৌর ছাত্রলীগ, সিয়াম, পিতা- বেনজীর আহম্মেদ, কামাল (৫০), পিতা- মতিউর, সুমন মিয়া (৪০), পিতা- মোর্শেদ মোল্লা, কাইয়ুম (৫৫), পিতা- হোসেন, শাহিন (৫০) পিতা- হোসেন, মিলন মিয়া (৪০), পিতা- জয়নাল, অলিউল্লাহ (অলি) (৪০), পি,এস, সাবেক সংসদ সদসা নজরুল ইসলাম বাবু, ইসমাইল (৬০), পিতামৃত যুনছুর আলী, ছিদ্দিক (৫৫), পিতামৃত, সাজু মিয়া, ইকবাল (৫০), পিতামৃত- হাসিম, ফরিদ (৪০), পিতা- পৈলন খা, মোমিন (৫৫), কমিশনার, পিতা- হেলাল উদ্দিন মেম্বার, ফারিয়ান (২৭), পিতা- মোতাহার, কবেল (২৪), পিতা- সুরুজ মিয়া, জয়নাল (৪৮), পিতামৃত- রহমালী, শরীফ, (২৫), পিতামৃত আঃ জাদির, রাকিবুল ইসলাম বিপ্লব, (৩০) পিতা- হাসেম, সাং-কামরানীকার সর্ব থানা-আড়াইহাজার, জেলা নারায়ণগঞ্জ। এছাড়া অজ্ঞাত ১০০/১৫০ জন। মামলায় উল্লেখ করা হয়, ১ থেকে ১০নং বিবাদীগন বাংলাদেশ আওওয়ামীলীগ সংগঠনের সক্রিয় সদস্য ১১ থেকে ১৩১নং বিবাদীগন স্থানীয় এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ ও ত্রাস সৃষ্টিকারী। ১ থেকে ১০ নং আসামিদের ছত্রছায়ায় থেকে তাদের মদদে ও নির্দেশে এবং ১১ থেকে ১৩নং, ২৯ থেকে ৩৩ নং এবং ৫৯-৭১নং বিবাদীগনের অর্থায়নে ও প্রত্যক্ষ মমদে অন্যান্য অসামিরা দীর্ঘদিন যাবৎ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন জনকে নানাভাবে ভয়ভীতি দেখানো সহ মারপিট, লুটপাট ও ত্রাস সৃষ্টি করে আসছে, ঘটনার দিন ৪ আগস্ট সকালে দেশের সচেতন নাগরিক হিসাবে আমার কর্মী ভিক্টিম মোঃ বাবুল মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করে করে ফিরে আসার সময় ৮৩-৮৪নং বিবাদীগন ৫নং বিবাদীকে ভিক্টিম মোঃ বাবুলের কথা জানাইলে ৫নং আসামী ১-১৩নং, ২৯-৩৩নং ও ৫৯-৭১নং আসামীগনের যোগাযোগ করলে তাহাদের হুকুম পাইয়া ৫নং বিবাদী ভিক্টিম বাবুল কে মেরে ফেলার জন্য ৮৩-৮৪নং বিবাদীগনকে হুকুম দেন। পরে পূর্ব পরিকল্পিত ভাবে বিবাদী বেআইনী সমাবেশ করে দেশীয় ধারালো অস্ত্র, রামদা, চাইনিচ কুড়ালে সজ্জিত ৩৪-৩৮নং, ৭২-১৩১নং বিবাদীগন ঘটনার সময় সন্ধ্য ৭ টার সময় কালীবাড়ী বাজার হতে উঠিয়ে নিয়ে ঘটনাস্থল দুপ্তারা তাতীপাড়া ঈদগাহে নিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে ও রড দিয়ে আঘাত করে ভিক্টিম মোঃ বাবুল কে গুরুতর রক্তাক্ত জখম করে। অতঃপর বিবাদীগন তার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল হতে চলে যায়। অতপর মোঃ রাজীব, হান্নান ও আমান সহ এলাকার কিছু লোক ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে পৌছায় ও আমাকে ফোন করে ঘটনা জানায়। আমি তরিৎ গতিতে ভিক্টিমের আত্মীয় স্বজনকে খবর দিয়ে ঘটনাস্থলে পৌছে আমার সহ কর্মী মোঃ বাবুল মিয়ার নিথর দেহ মৃত অবস্থায় দেখি। পরে মোঃ বাবুল মিয়ার লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আড়াইহাজার নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। অতঃপর মোঃ বাবুলের লাশ সকল প্রকার আইনী কার্যক্রম সম্পাদনের পর দাফন করি। ঘটনার বিষয়ে স্থানীয় গন্যমন্য ব্যাক্তিদের অবহিত করিলে উক্ত হত্যাকারীদের বিচার নিশ্চিত করিতে পরিবার ও আত্মীয় স্বজনদের সহিত আলোচনা করে থানায় এসে অভিযোগ দায়ের করিতে বিলম্ব হল।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা