আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | বিকাল ৩:৩৬
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

আ’লীগ ঘেষা কাউন্সিলররা লাপাত্তা

ডান্ডিবার্তা | ২৩ আগস্ট, ২০২৪ | ১১:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে আছেন আওয়ামী লীগ সমর্থীত জনপ্রতিনিধিরা। অনেকে পালিয়েছেন। আবার কিছু কিছু জনপ্রতিনিধি আড়ালে থেকেই চালিয়ে যাচ্ছেন তাদের কাজ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনেও দেখা দিয়েছে এমনটা। সরকার পতনের পর প্রকাশ্যে আসছেন না ওইসব কাউন্সিলর। করপোরেশনের ২৭টি ওয়ার্ডের বেশ কয়েকজন কাউন্সিলর কার্যালয়ে আসছেন না। তবে ওয়ার্ড সচিবরা জানিয়েছেন, মেয়র ও কাউন্সিলরেরা অনুপস্থিত থাকলেও সেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। কাউন্সিলরের পরিবর্তে তারাই সব কাজ চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মোট ২৭টি ওয়ার্ড। আর এই ২৭টি সাধারণ ওয়ার্ড নিয়ে ১০টি সংরক্ষিত ওয়ার্ড। বর্তমানে সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলররা এলাকায় থাকলেও প্রায় ৬-৭জন কাউন্সিলরই আত্মগোপনে রয়েছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যেসব কাউন্সিল বর্তমানে আড়ালে কিনবা আত্মগোপনে রয়েছেন, তারা হলেন- মতিউর রহমান মতি (৬নং ওয়ার্ড), রুহুল আমিন (৮নং ওয়ার্ড), ইফতেখার আলম খোকন (১০নং ওয়ার্ড), আব্দুল করিম বাবু (১৭নং ওয়ার্ড), কামরুল হাসান মুন্না (১৮নং ওয়ার্ড) উল্লেখযোগ্য। এদিকে, অনেকে আবার আড়ালে চলাচল করলেও গণমাধ্যমের কাছে তা স্বীকার করতে অনিচ্ছুক। এদিকে, এইসকল ওয়ার্ড কাউন্সিলরের কাজ করছেন তাদের ওয়ার্ড সচিবরা। ২নং ওয়ার্ড সচিব তানভীর হাসান তুহিন বলেন, আমাদের ওয়ার্ডের বাসিন্দারা সব রকমের সেবাই পাচ্ছে। আমাদের কাউন্সিলর সাহেবও প্রতিদিনই তার কার্যালয়ে বসেন। ৩নং ওয়ার্ড সচিব মোহাম্মদ ইমামুল হোসেন বলেন, ওয়ার্ড বাসিন্দারা আাগের মতোই সেবা পাচ্ছে। কোন বাধা নেই। কাউন্সিলর সাহেবও প্রতিদিন কার্যালয়ে আসে। আজকেও এসেছিলেন, লাঞ্চের জন্য বাড়ি চলে গেছেন। ৫নং ওয়ার্ড সচিব মোঃ নাজমুল হোসাইন বলেন, আমাদের কাউন্সিলর সাহেব প্রতিদিন কর্যালয়ে আসে। বাসিন্দারাও তাদের সেবা কাউন্সিলর কার্যালয় থেকে নিয়মিত পাচ্ছে। ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধান বলেন, আমার ওয়ার্ডের বাসিন্দারা সব সেবাই পাচ্ছে। আমিও প্রতিনিয়ত কার্যালয়ে আসি। এখনও আমি কার্যালয়েই আছি। ১০নং ওয়ার্ড সচিব মোঃ আমির হোসেন বলেন, কাউন্সিলর সাহেব মাঝে মাঝে আসেন। এছাড়া ওয়ার্ডবাসীর যাবতীয় সেবা তার অনুপস্থিতিতে আমিই দিচ্ছি। সেবা প্রদানে আমাদের কার্যালয় সব সময় খোলা। ১৪নং ওয়ার্ড সচিব মোঃ ইমরান হোসেন বলেন, আমাদের ওয়ার্ডবাসীরা প্রতিদিন তাদের নাগরিক সেবা পাচ্ছে। আমাদের কাউন্সিলর সাহেবও প্রতিদিন কার্যালয়ে আসেন। ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রিয়াদ হাসান বলেন, আমাদের কার্যালয়ের কার্যক্রম ৩দিন বন্ধ ছিলো, এর পর থেকে প্রতিদিনই খোলা। আমিও প্রতিদিন কার্যালয়ে যাই। আগের তুলনায় এখন মানুষ তাদের সেবানিতে আরও বেশি কার্যালয়ে আসছেন। তাদের সেবা প্রদানেও কোন সমস্যা হচ্ছে না। ১৭নং ওয়ার্ড সচিব মোঃ রিয়াদ হোসেন বলেন, কাউন্সিলর সাহেব নিয়মিত কার্যালয়ে না আসলেও প্রয়োজিনিয় কাগজপত্র তিনি সই করে দেন। আগের তুলনায় এখন মানুষ কম আসছে। তবে, আমাদের সেবা প্রদানে কোন ঘাটতি নেই। তবে এই বিষয়ে কাউন্সিলর আব্দুল করিম বাবুর সাথে যোগাযোগ সম্ভব হয়নি। ১৮নং ওয়ার্ড সচিব রিমা আক্তার বলেন, কাউন্সিলর সাহেব মাঝে মাঝে আসেন, গুরুত্বপূর্ণ যে সব স্বাক্ষরের প্রয়োজন হয়, সেগুলো করে যান। এছাড়া নাগরিক সেবা প্রদানে কোন রকমের সমস্যা হচ্ছে না। তবে এই বিষয়ে কাউন্সিলর কামরুল হাসান মুন্নার সাথে যোগাযোগ সম্ভব হয়নি। ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোখলেছুর রহমান চৌধুরী বলেন, আমার ওয়ার্ডের কার্যক্রম স্বাভাবিক ভাবেই চলছে। ৫ তারিখও আমাদের অফিস খোলা ছিলো। ওয়ার্ডবাসী আগের মতোই সেবা পাচ্ছে। ২২নং ওয়ার্ড সচিব মোঃ সাইফুল ইসলাম ভূইয়া বলেন, আমাদের কাউন্সিলর সাহেব প্রতিদিন কার্যালয়ে আসেন। আমাদের কার্যক্রমও আগের মতোই ভালো ভাবে চলছে, কোন অসুবিধা হচ্ছে না। ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা বলেন, আমাদের কার্যক্রম স্বাভাবিক ভাবেই চলছে, এখন পর্যন্ত কোন অসুবিধা নেই। ২৪নং ওয়ার্ড সবিচ রিহাদুর রহমান অনিক বলেন, আমরা আগের মতোই নাগরিক সেবা দিয়ে যাচ্ছি এবং কাউন্সিলর সাহেবও প্রতিদিন কার্যালয়ে আসেন। ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ এনায়েত হোসেন বলেন, আমাদের কার্যক্রম আগের মতোই স্বাভাবিক ভাবে চলছে। কোন অসুবিধা হচ্ছে না। ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সামসুজ্জোহা বলেন, আগের মতোই সব কার্যক্রম চলছে। নিয়মিত মশার ঔষধ ছিটানো হচ্ছে এবং ময়লা আবর্জনা পরিস্কার করা হচ্ছে। ২৭নং ওয়ার্ড সচিব ওমর ফারুক বলেন, আমাদের কাউন্সিলর সাহেব প্রতিদিন কার্যালয়ে বসেন। নাগরিক সেবাও আগের মতো ভালো ভাবে দেওয়া হচ্ছে। কোন সমস্যা হচ্ছে না। এদিকে সংরক্ষিত নারী কাউন্সিল দের ১,২,৩নং ওয়ার্ড সচিব মোঃ ইব্রাহিম খলিল বলেন, আমার এইখানে সব কিছু স্বাভাবিক রয়েছে। বর্তমানে কাউন্সিলর ম্যাডাম অসুস্থ আচেন। এছাড়া তিনি প্রতিদিন কার্যালয়ে আসেন। ৪,৫,৬নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর মনোয়ারা বেগম বলেন, আমাদের কাজে কোন সমস্যা হচ্ছে না। আগের মতোই সবাইকে সেবা দিতে পারছি। ৭,৮,৯নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর মোসাম্মৎ আয়শা আক্তার বলেন, কয়েকজন কাউন্সিলর না থাকায় আমার কাজ আগের চেয়ে বেড়ে গেছে। নাগরিক সেবা দিতে কোন অসুবিধা হচ্ছে না। ১৬,১৭, ১৮নং ওয়ার্ড সচিব মোঃ মাসুদ রানা বলেন, আগের মতোই আমরা নাগরিক সেবা দিয়ে যাচ্ছি। কাউন্সিলর মেডামও দৈনিক সময় মতো অফিসে আসেন। ১৭ এবং ১৮ নং ওয়ার্ডের কারণে চাপ কিছুটা বেশি। ১৯,২০,২১নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর শিউলি নওশাদ বলেন, নাগরিক সেবা দিতে কোন অসুবিধা হচ্ছে না। চাপ আগের তুলনায় কিছুটা বেশি। এদিকে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর পরই সকলের সহযোগীতা চেয়েছেন অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান। তিনি বলেন, আমি দায়িত্ব নিয়ে সব কর্মকর্তাদের সাথে সভা করে করনীয় বিষয়ে আলোচনা করছি। স্বল্প ও দীর্ঘমেয়াদী বিবেচনায় নিয়ে কী ভাবে নগরবাসীকে সেবা দেয়া যায়। স্বল্প, মাঝারি, দীর্ঘ পরিকল্পনায় তা নিয়ে কাজ করার চেষ্টা করবো, সবার সহযোগীতা চাই। তবে এই বিষয়ে কাউন্সিলর কামরুল হাসান মুন্নার সাথে যোগাযোগ সম্ভব হয়নি। এদিকে, কাউন্সিলরদের কাছে না পেয়ে অনেক ওয়ার্ডবাসীন্দা যাচ্ছেন সংরক্ষিত নারী কাউন্সিলরদের কাছে। এতে, করে তাদের উপর চাপ আগে থেকে বেড়েছে বলে জানায় একাধীক সংরক্ষিত নারী কাউন্সিলর।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা