
ডান্ডিবার্তা রিপোর্ট
জাকির খানকে মুক্তি এবং তার বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাকির খান মুক্তি পরিষদ। গতকাল রোববার সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ আদালত চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে, নেতাকর্মীরা পায়ে হেটে চাষাঢ়া হয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে ডিআইটি মসজিদের সামনে দিয়ে ঘুরে দুইনং রেল গেইট এলাকায় এসে জড়ো হয়। বিক্ষোভ মিছিলে ‘জেলের গেট ভাঙ্গবো, জাকির খানকে আনবো’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, জাকির খানের মুক্তি চাই’, একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’ সহ নানান ¯েøাগান দেয় নেতাকর্মীরা। এসময় জাকির খানের ভাই ও জাকির খান মুক্তি পরিষদ এর সভাপতি সলিমুল্লাহ খান সেলিম এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কাঞ্চন আহাম্মেদ, মো: সেন্টু, শ্রমিক নেতা মো. কাউসার, ছাত্রদল নেতা রাকিব হাসান রাজ, মো. শামীম, জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম প্রমুখ। সমাবেশে সলিমুল্লাহ খান সেলিম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। জাকির খান নারায়ণগঞ্জ মাটি ও মানুষের নেতা। তার জনপ্রিয়তা আজ নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি। একটি গোষ্ঠী ব্যাক্তি স্বার্থে মিথ্যা মামলা দিয়ে আজ জাকির খানকে বন্দি করে রেখেছে। কারণ যখন সাব্বির আলম হত্যা হয়, তখন জাকির খান বাংলাদেশেই ছিলেন না। তিনি ছিলেন থাইল্যান্ডে। আমরা অনতিবিলম্বে তার মুক্তি চাই। তিনি কারাগার থেকে নেতাকর্মিদের প্রতি একটি বার্তা দিয়েছেন। কোন রকমের চাঁদাবাজি করা যাবে না এবং করতে দেওয়া হবে না। এসময় মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুকে ভৎসনা করেন ছাত্রদল নেতা রাকিব হাসান রাজ বলেন, টিপু আগেও নারায়ণগঞ্জ বিএনপিকে ভাগ করার জন্য বিদিশার সাথে মিটিং করছে। এই দালাল টিপু যাতে নারায়ণগঞ্জ বিএনপিকে দুর্বল করতে না পারে সেই দিকে সকলে নজর রাখবেন। এড. আবু আল ইউসুফ খান টিপুর প্রতি ক্ষোভ প্রকাশ করে যুবদল নেতা পারভেজ বলেন, মহানগর বিএনপির সদস্য সচিব টিপু বিভিন্ন টক শোকে মিথ্যা তথ্য দিয়ে জাকির খানের রাজনৈতিক জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য একটি নীল নকশা তৈরি করেছে। বিগত দিনে যারা আওয়ামী লীগের এজেন্ট ছিলো, ওই রাইফেল ক্লাবে মামীম ওসমানের কাছে বিএনপি নেতাদের নামে মামলা দেওয়ার তালিকা পাঠাতো; তাদের মধ্যে অন্যতম একজন সদস্য ছিলেন এড. আবু আল ইউসুফ খান টিপু। আমরা মুগ্ধ ও আবু সাঈদ ভাইয়ের রক্তের বিনিময়ে গণতন্ত্র ফিরে পেয়েছি। কেউ যদি বিএনপির না ভাঙ্গিয়ে কোন রকমের চাঁদাবাজি-দখলবাজি করতে চায়, আমরা বিএনপি তথা জাকির খানের অনুসারিরা তাদের রাজপথে কঠোর জবাব দিবো।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯