
ডান্ডিবার্তা রিপোর্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাফেজ সোলাইমান (১৯) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক এমপি একেএম শামীম ওসমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার যাত্রাবাড়ী থানায় নিহতের ভাই মোঃ শামীম কবির বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দিপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে। সেই সাথে ১০০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে। মামলার এজহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পন্ড করার জন্য আওয়ামীলীগ ও তাদের সহযোগী সংগঠনের সমর্থিত নেতাকর্মীরা একজোট হয়ে আগ্নেয়াস্ত্র, পিন্ডল শটগান, ককটেল, লাঠিসোঠা, ইটপাটকেল, রামদা, বাঁশ ইত্যাদিতে সজ্জিত হয়ে যেআইনী জনতাবন্ধে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে বিঘœন সৃষ্টি করে এবং জনমনে আতংক তৈরী করেন। হাফেজ সোলাইমান (১৯) ঐদিন আনুমানিক দুপুর দেড়টার সময় যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে রাস্তার উপর পৌছালে দুষ্কৃতিকারীদের ছোড়া গুলিতে হাফেজ সোলাইমান এর ডানপাশের রানে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। অজ্ঞাতনানা পথচারিদের সহায়তায় তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথি মধ্যে আনুমানিক সাড়ে চারটার সময় সে মৃত্যুবরণ করে। মামলায় নামীয় আসামিরা হলেন, শেখ হাসিনা (৭৭), আসাদুজ্জামান খাঁন কামাল (৭৩), ওবায়দুল কাদের (সাবেক সেতুমন্ত্রী), এ্যাডঃ আনিসুল হক (৬৫), ডাক্তার দিপু মনি (৬২), জুনায়েদ আহমেদ পলক (৪৪), মোঃ আসিফুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জের আসামীরা হলেন এ.কে.এম শামিম ওসমান (৬৪), আব্দুল করিম ডিস (বাবু) (৫৫), গম জসীম (৬০), টুন্ডা খোকন (৪৫), আক্তারুজ্জামান (৫০), সায়েম (৪২), মেহেদী (৪৮), বিপ্লব কুমার সাহা(৪৭), হাবীবুল্লাহ কাচপুরী, মাছুম পারভেজ (৪২), সিরাজ মন্ডল, মোঃ ফাহাদ হোসেন ফারুক, মোঃ শাহিন মেম্বার সাবেক ২নং ওয়ার্ড (৫০), আমান উল্লাহ মেম্বার (৬২), শরিফুল হক সাদেকী, এসএম রানা, লিটন সাহা, রামু সাহা, কাউছার আহম্মেদ, সুজিত সাহা, ইব্রাহিম চেঙ্গিস, অনুপ কুমার সাহা, মাসুদ আহমেদ চৌধুরী, ফজর আলী, শওকত আলী চেয়ারম্যান বক্তাবলী, ইয়ানবী (৩৮)।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯