আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | বিকাল ৩:২০
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

সিদ্ধিরগঞ্জে ওসমানী গ্রæপ এখনো তৎপর

ডান্ডিবার্তা | ২৮ আগস্ট, ২০২৪ | ১০:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে ওসমানিয়া মাফিয়া সা¤্রাজ্যের হোতাদের দ্বারা নিয়ন্ত্রিত ভুমি সিন্ডিকেটের দখলকৃত জমিতে বাউন্ডারী দেয়াল নির্মাণের পায়তারা চালাচ্ছে কাউন্সিলর শাহজালাল বাদল ও শাহজাহান সাজুর এজেন্ট চিহ্নিত ভুমিদস্যু ওসমান গনি। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর নারায়ণগঞ্জের গডফাদারখ্যাত শামীম ওসমানের মাফিয়া সা¤্রাজ্যের হোতারা কেউ দেশ ছেড়ে আবার কেউ আত্মগোপনে চলে গেলেও সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের মধ্য সানারপাড় এলাকায় ওই সিন্ডিকেটের দখলে থাকা জমিতে ওই ভুমি সিন্ডিকেটের অন্যতম সদস্য ওসমান গনি বাউন্ডারী দেয়াল নির্মাণসহ বিল্ডিং নির্মাণের পায়তারা চালাচ্ছে বলে জানিয়েছে এলাকাবাসী। স্থানীয় এলাকাবাসী জানায়, এই সম্পত্তিটি হিন্দু সম্পত্তি। ১৯৪৭ সালে দেশ বিভক্তের পর থেকে এই সম্পত্তিটি পতিত অবস্থায় ছিল। এই সম্পত্তির চতুর্পাশে এলাকার মানুষ বসবাস করতো। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল এখানে ঈদগাহ ও কবরস্থান করার। কিন্তু কাউন্সিলর শাহজালাল বাদল ও তার সহযোগী শাহজাহান সাজু শামীম ওসমান ও তার ঘনিষ্ট সহযোগীদের সহযোগিতায় ক্ষমতা খাটিয়ে প্রশাসনকে ব্যবহার করে সম্পত্তিটি দখল করে নেয়। ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান পরিবারসহ দেশ ছেড়ে পালিয়ে যায়। পালিয়ে যায় তার সহযোগিরাও। ইতিপূর্বে এই জমিতে ঈদগাহ ও কবরস্থান নির্মানের দাবীতে জেলা প্রশাসক বরাবর একটি আবেদনও করা হয়েছে। জানা যায়, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান তার পরিবারের সদস্য এবং অনুগত দলীয় নেতা-কর্মীদের সমন্বয়ে ওসমানিয়া মাফিয়া সা¤্রাজ্য গড়ে তুলে দীর্ঘদিন ধরে ব্যাপক লুটপাট চালিয়েছে। শামীম ওসমানের শ্যালক বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু, শামীম ওসমানের অন্যতম সিপাহসালার সন্ত্রাসী শাহ্ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহŸায়ক, নাসিক তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ শাহজালাল বাদল এবং নাসিক তিন নম্বর ওয়ার্ড পঞ্চায়েতের সাধারণ সম্পাদক ও সাজু ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজুর সমন্বয়ে সিদ্ধিরগঞ্জে গড়ে তোলা হয় একটি ভুমি সিন্ডিকেট। এ সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য ওসমান গনি। এই সিন্ডিকেটের মাধ্যমে সর্ব দলীয় সন্ত্রাসী বাহিনী ও সুবিধাবাদী ব্যক্তিদের নিয়ে সরকারী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসাধু ব্যক্তিদের সহায়তায় সিদ্ধিরগঞ্জের তিন নম্বর ওয়ার্ডের মধ্য সানারপাড় এলাকার একটি ১২/১৩ বিঘার বিল পেশী শক্তি ব্যবহার করে জবর দখল করে এ রাক্ষস বাহিনী গিলে ফেলে। যার অধিকাংশ সম্পত্তি মথুরা মোহন নামক এক হিন্দু জমিদারের সম্পত্তি। যা ৭১’র স্বাধীনতা যুদ্ধের পর এনিমি প্রপার্টি হিসেবে অর্ন্তভুক্ত হয়। এছাড়াও এই সম্পত্তির মধ্যে ৭২ শতাংশ জমি খাস খতিয়ান ভুক্ত বলেও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, শামীম ওসমানের শ্যালক তানভীর টিটু ও শাহ নিজামের শেল্টারে কাউন্সিলর শাহজালাল বাদল ও তার সহযোগী শাহজাহান সাজুর নেতৃত্বে জাল-জালিয়াতী করে ভুয়া দলিল তৈরী করে তিন নম্বর ওয়ার্ডের ভয়ঙ্কর সন্ত্রাসী ও প্রশাসনের সাহায্যে পুরু সম্পত্তিটি দখলের মাধ্যমে বালু করে প্লট করা হয় এবং বাদলের সন্ত্রাসী বাহিনীকে পাহাড়ায় নিয়োজিত করা হয়। সম্পত্তির প্রতি কাঠা জমি ৩০/৩৫ লাখ টাকা দরে বিক্রি করে দেয়া হয়। আর এ সম্পত্তিটির কাগজ সংশোধনের দায়িত্ব পালন করেন তানভীর টিটু ও সন্ত্রাসী শাহ নিজাম। এই সম্পত্তিটি বিক্রি করে এই ভুমি সিন্ডিকেট শত কোটি টাকা বাণিজ্য করেছে বলে দাবী এলাকাবাসীর। এছাড়াও এই সিন্ডিকেট দক্ষিন সানারপাড় এলাকার বিলটিও তাদের নিয়ন্ত্রন নিয়ে ব্যাপক চাঁদাবাজী ও ভুমিদস্যুতা চালিয়েছে বলেও জানা যায়। স্থানীয়দের দাবী, এই ভুমি সিন্ডিকেট বিলের চতুরপাশে বসবাসকারীদেরকে সন্ত্রাসী ও পুলিশ বাহিনী দিয়ে নির্যাতন, ভয়-ভীতি, থানায় ও কাউন্সিলর বাদলের বাসায় আটকে রেখে তাদের বাড়ি-ঘর ভেঙ্গে দিয়ে বিলটি দখল করা হয়। কাউকে কিছু টাকা দিয়ে আবার কারো কাছ থেকে টাকা নিয়ে এই সিন্ডিকেট বিলটি পরিস্কার করে তাদের দখলে নেয়। কেউ ভয়ে এই ভয়ঙ্কর মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়নি। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হওয়ার পর নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে যায় ওসমানিয়া মাফিয়া সা¤্রাজ্যের হোতারা। তাদের দাবী, এই বিল সম্পর্কে তদন্ত করলেই বেড়িয়ে আসবে প্রকৃত রহস্য।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা