আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | বিকাল ৫:৩৩
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

নারায়ণগঞ্জ ক্লাবের অর্ন্তবর্তিকালীন পরিচালনা পরিষদ গঠিত

ডান্ডিবার্তা | ৩০ আগস্ট, ২০২৪ | ৮:৫৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি ও দুই সহ সভাপতি আওয়ামীলীগ সরকার পদত্যাগ করার পর থেকে ক্লাবের সাথে কোন প্রকার যোগাযোগ না থাকায় এবং তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করার পর নারায়ণগঞ্জ ক্লাবের পরিচালনা পরিষদের ৭ সদস্য ক্লাব পরিচালনায় গতি আনতে বিশেষ সাধারণ সভা আহবান করেন। গতকাল বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ ক্লাবে ক্লাব পরিচালনাকারী দুই সদস্য পদত্যাগ করলে এবং একজন পলাতক থাকায় ক্লাব পরিচালনার স্বার্থে উপস্থিত সদস্যরা অর্ন্তবর্তিকালীল নতুন পরিচালনা পরিষদ গঠন করে। ক্লাব সদস্যরা ৫ম বিশেষ সাধারণ সভায় সর্বসম্মত ক্রমে ক্লাবের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার লক্ষ্যে অন্তবর্তিকালীন পরিচালনা পর্ষদ-২০২৪ গঠন করা হয়। এই অর্ন্তবর্তিকালীন পরিচালনা পরিষদ আগামী ডিসেম্বরের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পরিষদ গঠন করবে। অন্তর্বতিকালীর পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ¦ এম. সোলায়মান, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহমুদ হোসেন, সহ-সভাপতি কাসেম জামাল, সদস্য এডভোকেট সরকার হুমায়ুন কবির, মোঃ ইকবাল হাবিব, মোঃ মাহবুবু রশিদ জুয়েল, আলহাজ¦ ইঞ্জিঃ আমিনুজ্জামান মৃধা, মোঃ দুলাল মল্লিক, সেলিম রেজা সিরাজী, সাইফুর রহমান, ইফতেখার আহমেদ পুলক করা। উল্লেখ্য বৈষশ্যবিরোধী ছাত্রআন্দোলনকালে ১৮ জুলাই ক্লাবে একদল বহিরাগত লোকজন হামলা ও ভাংচুর চালায়। পরবর্তিতে ৫ আগষ্ট পুনরায় নারায়ণগঞ্জ ক্লাবে কয়েক হাজার বহিরাগত ক্লাবে হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুর করে। তারা ক্লাবের সর্বস্ব লুট করে নিয়ে যায়। ঐদিন রাতের বেলা নারায়ণগঞ্জ ক্লাবে অগ্নি সংযোগ করা হয়। এ অবস্থায় ক্লাব সভাপতি তানভীর আহমেদ টিটু, সিনিয়র সহ সভাপতি বিপ্লব সাহা রামু, সহ সভাপতি এস এম রানা এবং পরিচালক সোহাগ রনি পলাতক থাকে। দীর্ঘ দিন ধরে ক্লাবটি ব্যবহার অনুপযোগীূ হয়ে পড়ায় সাধারণ সদস্যদের চাপের মুখে ৭জন পরিচালক ৩য়, ৪র্থ ও ৫ম বিশেষ সাধারণ সভা আহবান করে। সাধারণ সদস্যরা ক্লাবের এই অবস্থার জন্য দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ লুটপাট ও অগ্নি সংযোগের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্বান্ত গ্রহণ করে। চলতি বছরের জানুয়ারি থেকে ৪ আগষ্ট পর্যন্ত ক্লাবের শতকোটি টাকার গড়মিল পাওয়ায় ক্লাব সদস্যরা অন্তর্বতিকালী কমিটির নিকট তদন্ত পূর্বক শে^তপত্র ক্লাব সদস্যদের মাঝে প্রদান এবং পূর্বের তদন্ত কমিটির রিপোর্ট ক্লাব সদস্যদের প্রদানসহ সকল অনিয়মের বিরুদ্ধে তদন্ত করে ক্লাব সদস্যদের ডিসেম্বরের পূর্বেই লিখিত ভাবে প্রদানের সিদ্বান্ত গৃহীত হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা