
ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে শহীদনগর স্কুল মাঠ প্রঙ্গণে ১৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ওই দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। এড. সাখাওয়াত বলেন, গত ৫ তারিখের পর থেকে আপনারা নিশ্চিন্ত এভাবে নিঃশ্বাস নিতে পারছেন। ১৫ বছর যাবত অপশাসনের মৌলিক অধিকারের প্রধান ছিল। ২০০৮ সালের নির্বাচনে শেখ হাসিনা হাতে তছবি নিয়ে বলেছিল। এদেশের মানুষকে ১০ টাকা কেজিতে চাল খাওয়াবে। ঘরে ঘরে চাকরি দিবে ও বিদ্যুৎ পৌছিয়ে দিবে। কিন্তু আমরা দেখেছি বিএনপির আমলে ১০ থেকে ২২ টাকা কেজিহে চাল বিক্রি হত। আজ সে চাল ৭০ থেহে ৮০ টাকা হয়েছে। আজকে জনগণকে শেখ হাসিনা উপহার দিয়ে গিয়েছে। দেশের জনগণের ১১ লক্ষ কোটি টাকা দেশের সাবেক এমপি মন্ত্রিরা বিদেশে পাচার করেছে। এ টাকা পাচার না হলে ঠিকই দেশের মানুষ ১০ টাকা কেজিতে চাল খেতে পারত। আওয়ামী লীগ মানেই হল দুর্ভিক্ষ অপশাসন আর দুর্নীতি। ১৯৭৫ সালে যারা ছিলেন বিশ্বের বুকে তলা বিহীন ঝুড়িতে পরিনত করেছিল। রংপুরে বাসন্তি জাল পরেছিল। জীবন রক্ষার জন্য ডাস্টবিনে মানুষের ময়লা খেয়েছিল। ৫ তারিখ পূর্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের কি অবস্থা হয়েছিল। ১৫ আগস্টে ব্যানারে তারা লিখতো কাঁদ বাঙালী কাঁদ বাঙালী। সেটা জনগণের কাঁদায় পরিনত করেছিল। আজকে ৫ আগস্ট বিপ্লব হয়েছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তিনি বলেন, বিএনপির লক্ষ কোটি কোটি ভক্ত রয়েছে। আপনারা ধৈর্য ধরেন। আওয়ামী লীগের গুন্ডা পাÐাদের মত জনগণকে লুটপাট করবেন না। জনগণের কাছে আওয়ামী লীগের মতন ঘৃণিত উপস্থাপন করার চেষ্ঠা করবেন না। আমাদের বিএনপির নাম করে যদি কোন ব্যাক্তি কারো কাছ থেকে চাঁদা, ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করতে চায়, যদি কারো বাড়িতে তালা মারে বা কাউকে হুমকি ধমকি দেয় তাহলে তাকে আটকিয়ে রেখে আমাদের খবর দিবেন। আমরা প্রশাসনের কাছে সোপর্দ করব। যদি পিঠের চামড়া রাখতে চান তাহলে বিরত থাকুন। ইতি পূর্বে তাদের সাজার কাজ শুরু হয়েছে। আপনারা সবাই সজাগ থাকবেন যাতে আবার অপশাসন ফিরিয়ে না আসে। ১৮নং ওয়ার্ড বিএনপিরর সভাপতি মো.শাহজালাল সরদার এর সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আল আরিফ এর সঞ্চলনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক জাকির হোসেন, ফতেহ্ মো.রেজা রিপন, এড. আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন আনু, বিএনপির সদর থানা সভাপতি মাসুদ রানা, নজরুল ইসলাম, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, সেক্রেটারী জাহাঙ্গীর মিয়াজি, এড. শিপলু মহানগর স্বেচ্ছাসেবকদলেরর যুগ্ন সম্পাদক শাকিল আহম্মেদ প্রমুখ। এছাড়া আয়োজকদের মধ্যে ছিলেন, ১৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূরুল কাদির সোহান, সহ-সভাপতি আলতাব মাহমুদ, যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন জাকির মোল্লা, বাবু প্রধান, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সহ ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দরা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯