
ডান্ডিবার্তা রিপোর্ট
যানযটের কারণে প্রায় অচল নারায়ণগঞ্জ শহরকে সচল করার লক্ষ্যে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। এরই ধারবাহীকতায় গতকাল রোববার সকাল ১১টা থেকে শহরের বিভিন্ন অবৈধ স্ট্যান্ডে অপসারণের কার্যক্রম শুরু করেন তারা। বিভিন্ন স্ট্যান্ডে গিয়ে পরিবহন চালকদের সাথে কথা বলে, তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেন তাদের। পাশাপাশি সিটি কর্পোরেশন কর্তৃক যে বৈধ স্ট্যান্ড রয়েছে সেখানে তাদের বসার অনুরোধ করেন উপস্থিত ছাত্ররা। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ও জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনার নেতৃত্বে একদল শিক্ষার্থীরা এই অবৈধ স্ট্যান্ড অপসারণের কার্যক্রম পরিচালনা করে। এক্ষেত্রে তারা সড়কে কর্মরত ট্রাফিক পুলিশদের সাথে কথা বলেন এবং কিভাবে শিক্ষার্থীরা শহরের যানযট নিরসনে তাদের সাহায্য করতে পারে সে উপদেশ চান। এসময় জেলা ট্রাফিকের টিআই করিম ছাত্রদের বলেন, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও জেলা পুলিশ একসাথে মিলে কাজ করলে এই সমস্যার সমাধান আরও দ্রæত এবং কার্যকর হবে। আপনারা কিছুটাদিন আমাদের সাথে কাজ করে আমাদের সাহায্য করুন দেখবেন নারায়ণগঞ্জ সচল হয়ে গেছে।
এদিকে, সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীরা নগরীর চাষাঢ়া শহীদ মিনারের পাশের অবৈধ সিএনজি স্ট্যান্ড, মহিলা কলেজ সংলগ্ন অবৈধ অটো স্ট্যান্ড, সুগন্ধা বেকারি সংলগ্ন অবৈধ অটো ও সিএনজি স্ট্যান্ড, খাজা সুপার মার্কেট সংলগ্ন অবৈধ লেগুনা স্ট্যান্ড, সমবায় মার্কেট সংলগ্ন অবৈধ সিএনজি স্ট্যান্ডে গিয়ে চালকদের সাথে কথা বলে শিক্ষার্থীরা। তারা চালকদের বুঝায় যে এটা অবৈধ। আপনাদের জন্য বৈধ স্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছে সেখানে গিয়ে আপনারা বসুন। এসময় পুরো চাষাঢ়া জুড়ে শিক্ষার্থীরা মাইকিং করে। এছাড়া, শিক্ষার্থীরা নগরীতে চলাচলকৃত বিভিন্ন বাসের রুট পারর্মিট চেক করে। পরে ১নং রেল গেট এলাকায় অবস্থিত বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করে রুট পারমিট বিহীন গাড়ি সড়কে না নামানোর জন্য অনুরোধ করে শিক্ষার্থীরা। কার্যক্রম শেষে ফারহানা মানিক মুনা সাংবাদিকদের বলেন, আমরা স্থবির নারায়ণগঞ্জকে গতিশীল করতে চাই। আমরা বাস মালিকদের বলেছি যে, রুট পারমিট বিহীন গাড়ি যাতে সড়কে না নামায়। বর্তমানে সড়কের চেয়ে যানবাহনের সংখ্যা অনেক বেশি। এগুলোর মধ্যে বড় একটি অংশের রুট পারমিট ও ফিটনেস নাই। এরকম গাড়িকে অবৈধ বলে ঘোষণা করা হয়, আর এসব গাড়ির জায়গা রাস্তায় না এগুলোর জায়গা ডাম্পিং এ। সকাল থেকে আমরা সড়কে আছি। আমরা শহরের ট্রাফিক পুলিশের সাথে কথা বলেছি। তাদের বলেছি যে, আমরা এক সাথে হয়েই নারায়ণগঞ্জকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা বিভিন্ন স্ট্যান্ডে গিয়ে চালকদের বুঝিয়েছি, তারাও আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং বলেছেন যে তারা তাদের গাড়ি সরিয়ে নিবেন। ইতিমধ্যেই অনেকে সরিয়েছেন। তিনি আরও বলেন, আমরা মুলত দুইটি কাজ নিয়ে রাস্তায় নেমেছি। একটি হলো, রুট পারমিট ও ফিটনেস নাই এমন গাড়ি গুলো রাস্তা থেকে সরিয়ে ডাম্পিং এর ব্যবস্থা করা। দ্বিতীয় হলো, অবৈধ যে স্ট্যান্ডগুলো রয়েছে সেগুলোকে উচ্ছেদ করা। পরিবহন মালিক-শ্রমিক, নারায়ণগঞ্জের প্রশাসন ও আমরা এক সাথে কাজ করতে পারলে, এই নারায়ণগঞ্জকে অচল থেকে সচল করতে পারবো। শিক্ষার্থীদের এই কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান ফারহানা মানিক মুনা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯