
ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গরুত্বপূর্ণ পয়েণ্ট সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ও সাইনবোর্ড। মহাসড়কের এ দুটি পয়েণ্টে গড়ে উঠেছে অবৈধ যানবাহনের স্ট্যাÐ। ব্যাটারি চালিত অবৈধ এসব তিন চাকার বাহন নির্বিগ্নে উল্টা-পাল্টাভাবে চলছে মহাসড়কে। ব্যাটারি চালিত বাহনের সাথে পাল্লা দিয়ে মহাসড়কে চলছে রুট পারমিটহীন অবৈধ লক্কর-ঝক্কর লেগুনা। ফলে সড়কে বিশৃঙ্খলা ও প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। বৃদ্ধি পেয়েছে জনভোগান্তি। এসব বাহন নিয়ন্ত্রণকারীরা গর্ত থেকে বের হয়ে জার্সি বদল করে আবার চাঁদাবাজি করার ফন্দি ফিকির করছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মহাসড়কের দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল ক্যাম্পের হাইওয়ে পুলিশ। এ সুযোগে সড়ক দখল করে নিয়েছে নিষিদ্ধ ব্যাটারি চালিত ইজিবাইক, মিশুক,অটোরিকশা, সিএনজি ও লেগুনা। যাত্রীবাহী অবৈধ এসব বাহন গুলো নিয়মনীতির তোয়াক্কা না করে সড়কে চলছে উল্টা-পাল্টাভাবে। বিনা বাধায় নির্বিগ্নে এসব নিষিদ্ধ বাহন মহাসড়কে চলাচল করায় ভেঙে পড়েছে নিয়মশৃঙ্খলা। রুটপারমিট ছাড়াই মহাসড়কে চলছে লেগুনা। এসব নেগুলার নেই কোন ফিটনেস। নিয়ম শৃঙ্খলা না থাকায় প্রতিনিয়তই সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। ঘটছে দুর্ঘটনার। গত ২৩ আগস্ট হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ হিসেবে আবু নাঈম সিদ্দিকী যোগদান করলেও মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ বাহনের বিরুদ্ধে কার্যকরি কোন প্রদক্ষেপ নিচ্ছেননা বলে ক্ষোভ প্রকাশ করেন বৈধ পরিবহন মালিক ও শ্রমিকরা। অভিযোগ উঠেছে, মহাসড়কে অবৈধ বাহন চলাচল নিয়ন্ত্রনকারী চাঁদাবাজ চক্রের নেতারা গণঅভ্যুত্থানের পর গা ঢাকা দিয়েছিলেন। তারা এখন গর্ত থেকে বের হয়ে আবার আগের অবস্থান তৈরি করার ফন্দি ফিকির করছে। হাইওয়ে পুলিশের কার্যক্রম ঠিকঠাকভাবে শুরু হলেও যাতে এসব অবৈধ থ্রি-হুইলার, লেগুনা ও সিএনজি চলতে পারে সে রাস্তা পরিস্কার করতে দৌড়ঝাঁপ শুরু করেছে। আওয়ামী লীগ নেতাতের ছত্রছায়ায় মহাসড়কে অবৈধ বাহন চলাচল নিয়ন্ত্রন করে যারা বিগত ১৫ বছর চাঁদাবাজি করেছে তাদের মধ্যে অন্যতম লেগুনা নিয়ন্ত্রণকারী আতিকুর রহমান ওরফে টেম্পু আতিক, হাসানুজ্জামান পরশ, সিএনজি নিয়ন্ত্রণকারী সাদ্দাম হোসেন, ইজিবাইক ও অটোরিকশা নিয়ন্ত্রণকারী মামুন, আনোয়ার হোসেন আনু ও শামীম। তারা এখন বিএনপি নেতাতাদের ছায়া পেতে জার্সি বদল করে যোগ দিচ্ছে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে। জানতে চাইলে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ ট্রাফিক পরিদর্শক আবু নাঈম সিদ্দিকী বলেন, জনবল সংকট ও ক্ষতিগ্রস্থ ক্যাম্প মেরামত না হওয়ায় আমাদের কাজে কিছুটা ধীরগতিতে চলছে। খুব সল্পসময়ে পুরোদমে কাজ শুরু হবে। মহাসড়কের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ বাহন চলাচল বন্ধসহ সবধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯