
ডান্ডিবার্তা রিপোর্ট
দেড় দশকেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের শাসনামলে দলটির নেতাকর্মীদের বেপরোয়া আচরণ এবং বেআইনি কর্মকা-ে জীবন ছারখার হয়েছে বিপুলসংখ্যক মানুষের। শুধু বিরোধী মত বা দলের নেতাকর্মীরাই নন, আওয়ামী লীগের অত্যাচার ও নিপীড়ন থেকে রেহাই পাননি দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন এবং তারকারাও। তবে সরকারের দমনমূলক মনোভাবের কারণে মুখ ফুটে সেসব কথা বলার সাহসটুকুও হয়নি ভুক্তভোগীদের। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর সামনে আসছে এমন অজস্র কাহিনি। এর মধ্যেই একটি কাহিনি সংগীতশিল্পী শেখ ঊর্মী আরমানের, যাকে ইভা রহমান নামেই চেনে সবাই। আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতার যোগসাজশে ইভা রহমানকে জিম্মি করে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে তার ১৮ কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাট দখলে নিয়েছে একটি চক্র। আওয়ামী লীগ সরকারের পতনের পরও ফ্ল্যাট দুটি দখলমুক্ত করতে পারছেন না ইভা। বরং দীর্ঘদিন ধরে এই চক্রটির হয়রানির শিকার হয়ে নিজের বাড়িতেও স্বস্তিতে থাকার সুযোগ হচ্ছে না এই গায়িকার। এই অবস্থার প্রতিকার পেতে গত ২৯ আগস্ট এ ঘটনায় ফকির গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ফকির নিটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ফকির আক্তারুজ্জামানকে প্রধান আসামি করে গুলশান থানায় মামলা করেছেন ইভা। মামলায় নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক দুই দাপুটে এমপি শামীম ওসমান, নজরুল ইসলাম বাবুসহ ছয়জনের নাম উল্লেখ এবং ৫০-৬০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার অভিযোগপত্রে ইভা দাবি করেছেন, আওয়ামী লীগের এমপিদের ইন্ধনে নারায়ণগঞ্জের আড়াইহাজারে (বাবুর নির্বাচনী এলাকা) দীর্ঘদিন ধরে ভূমিদস্যুতা চালিয়ে আসছে ফকির গ্রুপ। স্থানীয় মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে অবৈধভাবে জমি দখল করে চলেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি গুলশানে এক সংবাদ সম্মেলনে ফকির আক্তারুজ্জামানকে স্বৈরাচারীর কালো হাত হিসেবে অভিহিত করে ইভা বলেন, এই ফকির আক্তারুজ্জামান ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার অর্থ মজুতকারী, বিদেশে অর্থ পাচারকারী। এ ছাড়া বিভিন্ন মানুষের হক নষ্টকারী এবং জায়গা-জমি অবৈধভাবে দখলকারী।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯