
ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে জিল্লুর রহমান নামে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম সহ তিন জনকে আহত করেছে সস্ত্রাসীরা। গত শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়াডের্র সাইলো রোড মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো, সিদ্ধিরগঞ্জ সাইলো এলাকার মো: জিল্লুর রহমান (৩৫), নাহিদ (২৪) ও জুবায়ের(২০)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জিল্লুর রহমানকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়। পরে রাতেই ভুক্তভোগী জিল্লুর রহমান বাদী হয়ে হামলাকারী সন্ত্রাসীদের ৯ জনের নাম ও অজ্ঞাতনামা আরো ৬-৭ জনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের আসামিরা হলো, সিদ্ধিরগঞ্জের সাইলো রোড মুন্সিপাড়া এলাকার আলী মিয়ার ছেলে আল আমিন (২৩), আমিনুল (৩৫), আলমগীর (৩০) ও আরিফ(২১), একই এলাকার তাঁতীলীগ নেতা গোলজার মিয়ার ছেলে মো: জয়নাল (৪৫) ও ইয়ার হোসেন (৪০), আনার মিয়ার ছেলে ইসমাইল (২৪), মৃত আছন আলীর ছেলে আনার মিয়া (৫০), আলী মিয়া (৫৫) ও গোলজার (৭০) সহ অজ্ঞাতনামা আরো ৬-৭ জন। অভিযোগে বাদী উল্লেখ করেন, গত শুক্রবার বিকাল অনুমানিক সাড়ে ৫ টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইলো রোডস্থ মুন্সিপাড়া এলাকায় তার মামাত ভাই নাহিদ (২৪)’র পাঞ্জাবীর দোকানে যাওয়ার পথে তাকে পথরোধ করে দেশীয় অস্ত্র চাপাতি, ধারালো চাকু, এসএস পাইপ ও লোহার রড দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করে। এসময় তাকে এলোপাথারী ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। প্রধান আসামী আল আমিন তাকে হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা চাপাতি দিয়ে তার মাথায় সজোরে কোপ দিয়ে তার মাথায় গুরুতর রক্তাক্ত জখম করে। আসামী আমিনুল তাহার হাতে থাকা ধারালো চাকু দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গাঁই মেরে তার বাম হাতে রক্তাক্ত জখম করে। অপর আসামী ইসমাইলের হুকুমে আলমগীর ও আরিফ তাকে মাটিতে ফেলে দিয়ে এসএস পাইপ দিয়ে এলোপাথারী ভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাধুলা জখম করে। তখন সে মাটিতে লুটাইয়া পড়লে তার পরিহিত ট্রাউজারের ডান পকেটে থাকা ১০ হাজার ১’শ ২০ তারা নিয়ে যায় ও তার ব্যবহৃত ৩৫ হাজার টাকা মূল্যের একটি হাওয়াই মোবাইল ফোন আসামীরা নিয়ে যায়। এসময় তার ডাক চিৎকারে তার মামাতো ভাই নাহিদ ও তার ভাগিনা জুবায়ের তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে তারা তাদেরকে বেধরক মারধর করে জখম করে। তাদের ডাক চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকে সুযোগমত বড় ধরণের ক্ষতি করা সহ খুন জখম করবে মর্মে হুমকী প্রদান করত: হামলাকারী আলমগীর তার গলায় গামছা পেচিয়ে ধরে এবং আরিফ ও জয়নাল তার পায়ে ধরে টানা হেঁচড়া করে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে সাইলো গেইট এলাকার শীতলক্ষ্যা নদীর পাড়ে সরদারপাড়া ঘাটে ফেলে দিয়ে চলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে চিকিৎিসা দেওয়া হয় বলে জানায় জিল্লুর রহমান। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯