
ডান্ডিবার্তা রিপোর্ট
শহরের ক্রাইমজোন হিসেবে পরিচিত জিমখানা মন্ডলপাড়া এলাকায় আবার মাদক কারবার ও ছিনতাইয়ের ভাগবাটোয়ারাসহ পুরানো হত্যাকান্ডের দ্বন্ধের জের ধরে নাসির নামের যুবক প্রতিপক্ষ সন্ত্রাসী ইমন চান ম্যাংগো ও আলমগংদের এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। যার ফলে কোনভাবেই আতংক কাটছেনা নিহতের পরিবারের। ব্যাপক তথ্যানুসন্ধানে জানা যায় যে, নগরীর অন্যতম অপরাধ জগতের একটি স্থান হচ্ছে মন্ডলপাড়া জিমখানা বস্তি এলাকা। এখানে চুরি-ছিনতাই,মাদক বিক্রিসহ এমন কোন অপরাধ নেই যা হচ্ছেনা। আর এ সকল অপরাধের অন্যতম গুনধরের নাম হচ্ছে ইমন চান ম্যাংগো। এক সময়ে হরিজন সম্প্রদায়ে থাকা ম্যাংগো মুসলমান হয়ে যান পরিবারের সকল সদস্যদেরকে রেখে। ম্যাংগোর পিতা ৪ নং ডিআইটির চোলাই মদ বিক্রেতা সহিদ ডোম। তার বড়ভাই বিশ^ ডোম। আর বর্তমানে ৪নং ডিআইটি বিএনপি ক্লাব সংলগ্ন এলাকায় চোলাই মদ ও ইয়াবা বিক্রি করছে সহিদ ডোমের ছোটভাই নয়ন ডোম। ইতিপুর্বে গ্রামের বাড়ি থেকে ঈদ উদযাপন শেষে চাষাড়ায় বাস থেকে নেমে জনি নামে এক যুবক ছিনতাইকারীর কবলে পরে তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় এবং ছুড়িকাঘাতে জনিকে হত্যা করে। সেই ঘটনায় নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি টিম সাগর ও বিশাল নামে দুইজনকে গ্রেফতার করে। জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তা অবগত করেন পুলিশ সুপার। এ বিশাল হচ্ছে ম্যাংগোর আপন চাচাতো ভাই। সেই ঘটনায় পুলিশ মোবাইল ট্যাগ করে ম্যাংগোর চাচা নগরীর অন্যতম আলোচিত মাদক ব্যবসায়ী মিঠু চান ডোমকেও আটক করেছিলো। সেখানে বসবাসরত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মানুষ জানান, এখানে ৪নং ডিআইটি এলাকাতে ম্যাংগোর পিতা ও চাচাদের নিয়ন্ত্রনে চোলাই মদসহ ইয়াবার মত মরননেশাও বিক্রি করছেন। পাশাপাশি শেখ রাসেল পার্কের আশপাশ এলাকাতে নতুনভাবে গড়ে তুলেছে মাদক বিক্রি বিশাল সিন্ডিকেট। আর এ সিন্ডিকেটের দ্বায়িত্বে রয়েছেন ম্যাংগো ও আলমসহ তার সঙ্গীয়রা। জিমখানা,মন্ডলপাড়া ও ডিআইটি এলাকাতে মাদক বিক্রি,চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করতে কয়েকটি গ্রুপ তৈরী করেছে ম্যাংগো। এ গ্রুপের কোন সদস্য যদি বিভিন্ন পন্থায় উপার্জিত অর্থ নিয়ে কোন টালমাটাল করে তাহলে সুকৌশলে নাসিরের মতই সকলকে প্রান হারাতে হয়। তারা আরও জানান,একটি অপরাধ সংগঠিত করে নিজেদেরকে সাধু সাজাতে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভীতি প্রদান করে কৌশলে তার ( ম্যাংগো ) পক্ষালম্বন করে সাফাই গাইতে বাধ্য করে। তারা আরও জানান,জিমখানা ও মন্ডলপাড়া এলাকায় চোলাই মদ বিক্রি করে ঢাকা কেরানীগঞ্জ এলাকার কাউটাইল জাউলাপাড়া মাউরা বাড়িতে কয়েক কোটি টাকা সম্পত্তি করেছেন ম্যাংগো পিতা সহিদ ডোম ও তার ভাইয়েরা। স্থানীয়দের দাবী, নগরীর জিমখানা ও মন্ডলপাড়ার আশপাশে মাদকের সা¤্রাজ্য চালিয়ে যুবসমাজেকে ধ্বংস করে যে পরিমান অর্থের মালিক বনে গেছেন তার পুরোটাই ব্যবহার করেছেন কেরানীগঞ্জ এলাকার কাউটাইল জাউলাপাড়া মাউরা বাড়ি এলাকায় বিশাল সম্পদ ক্রয়ে। খোঁজ নিয়ে জানা যায়, মন্ডলপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহ আলম ও আলো বেগমের ছোট ভাই চিহ্নিত ছিনতাইকারী এবং মাদক স¤্রাট আলম চাঁনের সাথেই সর্বদা দেখা যেতো নিহত নাসিরকে। সেই অনুসারে আলম চাঁনের বিভিন্ন কর্মকান্ডের ব্যাপারেও অবগত ছিল সে। এছাড়াও নাসিরের সাথে কয়েকবার মাদক সম্রাট আলম চাঁনের সাথে তর্ক বিতর্কের ঘটনাও শোনা গেছে লোকমুখে। এ বিষয়টি ঘিরেই দীর্ঘদিন যাবৎ নাসিরের প্রতি আক্রোশ ছিলো আলমের। তাছাড়া নিহত নাসির একই এলাকার আরেক মাদক স¤্রাট তানভীরের ঘনিষ্ট লোক হিসেবেই পরিচিত ছিলো। একই সাথে শহীদ ডোমের ছেলে ইমন যাকে সকলের ম্যাংগো হিসেবে চেনে সে এই ঘটনায় ছিল আলম চাঁনের সহযোগী হিসেবে। আলম চাঁন ও ম্যাংগো নাসিরকে হত্যা করার উদ্দেশ্যই নিয়ে এসেছিল বলে জানা গেছে। তথ্যানুন্ধানে জানা যায়, এই ম্যাংগো বিগত দিন থেকেই বিভিন্ন প্রভাবশালীদের নাম ব্যাবহার করে জল্লারপাড় থেকে শুরু করে আশপাশের বিভিন্ন এলাকায় মাদক কারবার পরিচালনা করছে। তাছাড়া সে জিমখানা মাঠের সামনেই সবসময় আড্ডা দিয়ে থাকে। একাধিক লোক নিয়ে মোটরসাইকেল শোডাউন দিয়ে বেড়ায় এলাকায়। তাছাড়া জিমখানা মাঠ সংলগ্ন কয়েকটি স্পট পরিচালিত হয় এই ম্যাংগোর শেল্টারেই। ঘটনার দিন আলম চাঁন ও ম্যাংগো তাদের সহযোগী বাবুরাইল ঋষিপাড়া এলাকার জনি, নয়ন, নাঈমসহ অজ্ঞাত আরো বেশ কয়েকজন মিলে জিমাখান ‘মা হোটেল’ থেকে এক সাথে খেতে আসলে হোটেলে বসেই তারা নানা বিষয় নিয়ে নাসিরের সাথে তর্ক বিতর্ক শুরু করে। এদিকে গত ২৫ জুন শহরের মন্ডলপাড়াস্থ মা রেস্টুরেন্টে খাবার খেতে বসা নাসিরকে কুপিয়ে নিহতের পর নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গের সামনে কান্নারত অবস্থায় বড় ভাই আল আমিন জানায়, নাসিরকে ম্যাংগো, আলমসহ কয়েকজন ফোন করে ডেকে আনে। আলমসহ অন্যান্য কয়েকজন এর আগে থ্রেট দিছিলো ‘তোরে মাইরা ফালামু’ কইয়া।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯