
বন্দর প্রতিনিধি
ঋণের টাকা ফেরত না দিতে শ্বাশুড়ি ফাতেমা বেগম(৫০)কে পরিকল্পিত ভাবে হত্যা মামলার এজাহার ভুক্ত আসামিদের পক্ষে এক মানববন্ধন করেছে বন্দর উপজেলা বিএনপির বির্তকিত কমিটির নেতৃবৃন্দ। গতকাল বুধবার সকালে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন করা হয়। হত্যাকান্ডের ৫ দিন পর আসামিদের বাঁচাতে ও মামলা ধামাচাপা দিতে একটি রাজনৈতিক মহল রহস্যজনক ভূমিকা পালন করছে বলে মামলার বাদীর পরিবারের অভিযোগ। আসামিদের গ্রেপ্তারে সহযোগিতা না করে উল্টো মানববন্ধন করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। জানাগেছে, ঋণের পাওনা টাকা ফেরত দিতে শ্বাশুড়ি ফাতেমা বেগমকে বন্দর উপজেলা ধামগড় ইউপির দশদোনা গ্রামের নিজ বাড়ি থেকে জামাতা রাসেদুল ইসলাম নান্টু মোবাইল ফোনে সোনারগাঁও ডেকে নিয়ে পূর্বপরিকল্পিত ভাবে সংঘবদ্ধ হয়ে শ্বাসরোধ করে হত্যা করে সোনারগাঁ উপজেলার বস্তল এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের ডালে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। নিখোঁজের পরদিন গত রোববার সকালে বোরকা পরিহত গামছা দিয়ে মূখ বাঁধা অবস্থায় ফাতেমা বেগমের লাশ উদ্ধার করে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। এ হত্যাকান্ডের ঘটনায় গত রোববার রাতেই নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদি হয়ে জামাতা রাসেদুল ইসলাম নান্টুকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় একটি হত্য মামলা দায়ের করেন। মামলার আসামি জামাতা সোনারগাঁ পৌরসভা পুরান টিপরদী এলাকার মৃত কাজী আবুল কাশেমের রাসেদুল ইসলাম নান্টু(৪০), নান্টুর বড় দুই ভাই আব্দুল্লাহ(৫০) মাসুম(৪৫), বন্দর উপজেলার ধামগড় ইউপির কামতাল গ্রামের মৃত ছাবেদ খন্দকারের তিন ছেলে মাসুদ রানা (৫০) জাহেদ খন্দকার (৩৯) ও সাইদ (৪০)। জাহেদ খন্দকার ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি। এলাকাবাসী সূত্রে জানাগেছে, ফাতেমা বেগম হত্যা মামলার ৫নং আসামি জাহেদ খন্দকার, সংঘবদ্ধ সিএনজি চোর ও চাঁদাবাজ। সিএনজি চুরির অপরাধে কুমিল্লা জেলা কারাগার থেকে জামিনে বের হয়। তার পর থেকে আন্তঃজেলা সিএনজি চোর হিসাবে পুলিশের তালিকায় চিহিৃত করা হলে তার বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত অভিযান অব্যহত থাকায় জাহিদ এলাকা ছেড়ে দিয়ে আতœগোপনে চলে যায়। শেখ হাসিনা দেশ ত্যাগের পর জাহিদ ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি পরিচয়ে চুরি ছেড়ে দিয়ে গত এক মাসে সংঘবদ্ধ ভাবে চাঁদাবাজি ও হত্যা সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে। ওই মামলার ৪নং আসামি মাসুদ রানা নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ঠিকাদার রাজু ভুঁইয়ার নিজস্ব গাড়ি চালক থাকাবস্থায় ৫ লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় মাসুদ রানার পিতা ছাবেদ খন্দকার ও তার এক ভাইকে বিগত সময়ে গ্রেপ্তার করা হয়েছিল। মাসুদ রানা নিজ নামে দলিল তৈরি করে আপন মামা মিজানুর রহমানের সম্পত্তি অন্যত্রে বিক্রি করায় গ্রামে সে নানা বিতর্কিত। এছাড়াও মাসুদ রানার বিরুদ্ধে সোনারগাঁও আরো একটি হত্যাসহ একাধিক মামলার আসামি। নিহত শ্বাশুড়ি ফাতেমা বেগম, বন্দর উপজেলার ধামগড় ইউপির দশদোনা গ্রামের করিম মিয়ার স্ত্রী। নিহতের ছেলে সাইফুল ইসলাম জানান, পূর্বের দারদেনা ও কিস্তি পরিশোধ জটিলতা সংক্রান্ত বিষয়ে মা ও ভগ্নিপতির মধ্যে পারিবারিক ভাবে দ্বন্দ্ব চলছিল। পূর্বপরিকল্পিত ভাবে গত শনিবার সকালে বকেয়া কিস্তির টাকা দেওয়ার কথা বলে মাকে ফোন করে সোনারগাঁ ভগ্নিপতির বাড়ির কথা বলে নিয়ে যায়। তারপর থেকে মা নিখোঁজ। এঘটনায় শনিবার রাতে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি করেছি। নিখোঁজের পরদিন গত রোববার সকালে সোনারগাঁ উপজেলার বস্তল এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের ডালে বোরকা পরিহত গামছা দিয়ে মূখ বাঁধা অবস্থায় আমার মায়ের লাশ উদ্ধার করে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। মামলার প্রধান আসামি নান্টু পূর্ব পরিকল্পিত ভাবে আসামি বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহেদ খন্দকার ও অজ্ঞাত আরো ৫/৬ জন মিলে একেঅপরের যোগসাজশে মাকে শ্বাসরোধ করে হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। এখন আসামিদের বাঁচাতে বিএনপির লোকজন মামলা তুলে নিতে নানা ভাবে হুমকি দমকি প্রদান করছে। বর্তমানে মামলার বাদী হয়ে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে মামলার বাদীর অভিযোগ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯