আজ রবিবার | ১০ আগস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ১৫ সফর ১৪৪৭ | রাত ১২:০৪
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

শিমরাইলে সড়ক ও জনপথ বিভাগের কারিশমা

ডান্ডিবার্তা | ৩০ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:৩৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলমোড়ে (খানাখন্দ)গর্ত ভরাট করা হচ্ছে পাথর ঢালাই না করে নিম্মাননের ইট দিয়ে। গত বৃহস্পতিবার থেকে  শুরু হয় এই কর্মকান্ড। ব্যস্ততম মহাসড়কের শিমরাইলমোড়ে গিয়ে এই চিত্র দেখা গেছে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের একটি ট্রাক বোঝাই করে ইট এনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে খানাখন্দ ভরাট করা হচ্ছে সাদা বালু ও আস্ত ইট দিয়ে। গর্তর মধ্যে বিটিবালু দেওয়ার সাথে সাথে বৃষ্টিতে বালুগুলো ধুয়ে চলে যেতে দেখাগেছে। নিম্নমানের ইট দিয়ে গর্ত ভরাট করার কারণে উঁচু নিচু রয়ে গেছে মহাসড়ক। যার কারণে দূরপাল্লাগামী যানবাহনসহ স্থানীয় লোকাল যানবাহনও চলছে হেলেদুলে। জাতীয় মহাসড়ক এভাবে পাথর ও বিটুমিনবিহীন ইট দিয়ে সড়কের গর্ত ভরাট করার কারণে কত সময় টিকবে এটাই হল সকলের প্রশ্ন । মহাসড়কে বড় বড় ও ভারী কনটেনার কার্গো ও লোডবাহী ট্রাক চলাচলের কারণে গর্তে দেওয়া ইট বেশীদিন টিকবে না বলে জানান মোঃ রফিকুল ইসলাম, ও মোঃ গিয়াস উদ্দিন নামে দুই কার্গো চালক। লোডবাহী একটি ট্রাকের চালক আব্দুল হক বলেন, গর্তে ইট দিয়ে কর্তৃপক্ষ দায়সাড়াভাব কাজ করে নিজেদের আখের গোচাচ্ছেন বলে তিনি মনে করেন। কারণ ভারী যানবাহন চলাচলের কারণে ওই ইটের অস্তিত্ব আর কয়েকদিন পর খুঁজে পাওয়া যায়না বলে মনে করেন ট্রাক চালক মোঃ হাবিবুল্লাহ ।বড় বড় অসংখ্য গর্ত রয়েছে মহাসড়কের এই স্পটে। গর্তের মধ্যে বিশেষ করে ছোট ছোট যানবাহন আটক যেতে দেখা গেছে। এমনকি ছোট যানাবাহন গর্তে পড়ে উল্টে যাওয়ারও ঘটনা ঘটছে। এ কারণে প্রায়ই মহাসড়কের এই পয়েন্টে যানজটেরও সুষ্টি হচ্ছে। মহাসড়কে চলাচলরত বাস, ট্রাক, লরীসহ বিভিন্ন যানবাহনের একাধিক চালকের সাথে আলাপকালে তারা নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, বৃষ্টির আগে গত মাসে বেশ খরা ছিল কিন্তু তখন তারা মহাসড়কের গুরুত্বপূর্ণ এই শিমরাইলমোড়ে খানাখন্দগুলো পরিকল্পিতভাবে পাথর বিটুমিন দিয়ে ঢালাই কাজ না করে এখন বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে সাদা বালু ছড়িয়ে আস্ত ইট বিছিয়ে দিয়ে টাকার অপচয় ছাড়া আর কিছুই না । ইট দিয়ে গর্ত ভরাট করা অর্থের অপচয় ছাড়া আর কিছুই না বলে মনে করেন স্থানীয়রা। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আহসান উল্ল্যাহ মজুমদার বলেন, আমরা কোন টেন্ডার আহবান না করে অমরা জররুরী মুহুর্তে নিজেরা এই ইট দিয়ে গর্ত ভরাট কাজ করছি এবং খুব দ্রুত টেন্ডার করে পাথর দিয়ে ঢালাই কাজ করা হবে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ ( টিআই) মোঃ আবু নাঈম সিদ্দিকী বলেন, মহাসড়কে গর্তের কারণে যানবাহন আটকে গিয়ে প্রায়ই দুর্ঘটনা সংঘটিত হচ্ছে সেই সাথে যানজটের কথা স্বীকার করেন ওই পুলিশ কর্মকর্তা। এ কারণে আমদের হাইওয়ে পুলিশকে অনেক বেগ পেতে হচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা