
ডান্ডিবার্তা রিপোর্ট:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলমোড়ে (খানাখন্দ)গর্ত ভরাট করা হচ্ছে পাথর ঢালাই না করে নিম্মাননের ইট দিয়ে। গত বৃহস্পতিবার থেকে শুরু হয় এই কর্মকান্ড। ব্যস্ততম মহাসড়কের শিমরাইলমোড়ে গিয়ে এই চিত্র দেখা গেছে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের একটি ট্রাক বোঝাই করে ইট এনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে খানাখন্দ ভরাট করা হচ্ছে সাদা বালু ও আস্ত ইট দিয়ে। গর্তর মধ্যে বিটিবালু দেওয়ার সাথে সাথে বৃষ্টিতে বালুগুলো ধুয়ে চলে যেতে দেখাগেছে। নিম্নমানের ইট দিয়ে গর্ত ভরাট করার কারণে উঁচু নিচু রয়ে গেছে মহাসড়ক। যার কারণে দূরপাল্লাগামী যানবাহনসহ স্থানীয় লোকাল যানবাহনও চলছে হেলেদুলে। জাতীয় মহাসড়ক এভাবে পাথর ও বিটুমিনবিহীন ইট দিয়ে সড়কের গর্ত ভরাট করার কারণে কত সময় টিকবে এটাই হল সকলের প্রশ্ন । মহাসড়কে বড় বড় ও ভারী কনটেনার কার্গো ও লোডবাহী ট্রাক চলাচলের কারণে গর্তে দেওয়া ইট বেশীদিন টিকবে না বলে জানান মোঃ রফিকুল ইসলাম, ও মোঃ গিয়াস উদ্দিন নামে দুই কার্গো চালক। লোডবাহী একটি ট্রাকের চালক আব্দুল হক বলেন, গর্তে ইট দিয়ে কর্তৃপক্ষ দায়সাড়াভাব কাজ করে নিজেদের আখের গোচাচ্ছেন বলে তিনি মনে করেন। কারণ ভারী যানবাহন চলাচলের কারণে ওই ইটের অস্তিত্ব আর কয়েকদিন পর খুঁজে পাওয়া যায়না বলে মনে করেন ট্রাক চালক মোঃ হাবিবুল্লাহ ।বড় বড় অসংখ্য গর্ত রয়েছে মহাসড়কের এই স্পটে। গর্তের মধ্যে বিশেষ করে ছোট ছোট যানবাহন আটক যেতে দেখা গেছে। এমনকি ছোট যানাবাহন গর্তে পড়ে উল্টে যাওয়ারও ঘটনা ঘটছে। এ কারণে প্রায়ই মহাসড়কের এই পয়েন্টে যানজটেরও সুষ্টি হচ্ছে। মহাসড়কে চলাচলরত বাস, ট্রাক, লরীসহ বিভিন্ন যানবাহনের একাধিক চালকের সাথে আলাপকালে তারা নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, বৃষ্টির আগে গত মাসে বেশ খরা ছিল কিন্তু তখন তারা মহাসড়কের গুরুত্বপূর্ণ এই শিমরাইলমোড়ে খানাখন্দগুলো পরিকল্পিতভাবে পাথর বিটুমিন দিয়ে ঢালাই কাজ না করে এখন বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে সাদা বালু ছড়িয়ে আস্ত ইট বিছিয়ে দিয়ে টাকার অপচয় ছাড়া আর কিছুই না । ইট দিয়ে গর্ত ভরাট করা অর্থের অপচয় ছাড়া আর কিছুই না বলে মনে করেন স্থানীয়রা। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আহসান উল্ল্যাহ মজুমদার বলেন, আমরা কোন টেন্ডার আহবান না করে অমরা জররুরী মুহুর্তে নিজেরা এই ইট দিয়ে গর্ত ভরাট কাজ করছি এবং খুব দ্রুত টেন্ডার করে পাথর দিয়ে ঢালাই কাজ করা হবে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ ( টিআই) মোঃ আবু নাঈম সিদ্দিকী বলেন, মহাসড়কে গর্তের কারণে যানবাহন আটকে গিয়ে প্রায়ই দুর্ঘটনা সংঘটিত হচ্ছে সেই সাথে যানজটের কথা স্বীকার করেন ওই পুলিশ কর্মকর্তা। এ কারণে আমদের হাইওয়ে পুলিশকে অনেক বেগ পেতে হচ্ছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯