
ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ ও একাধিক হত্যা মামলার আসামী রশিদ মেম্বারকে চেনেন না এমন মানুষ নেই। এতোদিন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানের ছত্রছায়ায় অপরাধ জগতের নিয়ন্ত্রণ ছিল তার হাতে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা চালানোর ঘটনায় হত্যা মামলায় আসামীও করা হয় তাকে। তবে, ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ভোল পাল্টে সেই রশিদ বিএনপি নেতা বনে গেছেন রাতারাতি। অভিযোগ রয়েছে, গত ৫৫ দিনে মানুষের বাড়ি ঘরে লুটপাট, চাঁদাবাজি, দখলবাজিসহ এমন কোনো অপকর্ম নেই যা সে করেনি। এমনিক বক্তাবলী ফেরীঘাট দখল, ঘাটের দুই পাড় সংলগ্ন এলাকাসহ পুরো বক্তাবলী এলাকায় অন্যের ব্যবসা-বাণিজ্য, ঘরবাড়ি-জমি দখলে মরিয়া হয়ে উঠেছে রশিদ। এসব অপকর্মের সহযোগী হিসেবে রয়েছে তার ভাই খুরসিদসহ অন্তত ৪০ জন সন্ত্রাসী ও ডাকাত। তাদের সবার কাছে অবৈধ আধুনিক আগ্নেয়াস্ত্র রয়েছে বলে জানায় স্থানীয়রা। বর্তমানে রশিদের ভয়ে তটস্থ পুরো বক্তাবলীবাসী। জোরপূর্বকভাবে দখল করে অবৈধ পন্থায় বক্তাবলী ফেরীঘাটের টোল আদায় করে গত দুই মাসে ২০ লাখ টাকা তার পকেটে ঢুকায় সে। এ ঘটনায় টোল আদায়ের কার্যক্রম ফিরে পেতে ইতিমধ্যেই সড়ক ও জনপথ বিভাগের কাছে লিখিত আবেদন করেছেন ইজারা প্রাপ্ত বাধন এন্টারপ্রাইজের মালিক আনোয়ার আলী। এছাড়া, বক্তাবলী ফেরীঘাট সংলগ্ন ১২ শতাংশ জমিতে নির্মিত নাজমুল হাসান নামে এক ব্যক্তির মালিকানাধীন মার্কেট ও খামার বাড়ি খ্যাত প্রায় ৩২ শতাংশ জমি নিজ দখলে নেয় পূর্ব গোপালনগরের আজগর আলীর দুই ছেলে রশিদ ও খুরসিদ। সরেজমিনে গিয়ে দেখা যায়, মার্কেট ও খামারের সামনে মালিকের নাম ছিলো যা মুছে ফেলা হয়েছে। মার্কেটের ভাড়াটিয়া একজন দোকানদার জানায়, এই মার্কেট নাজমুল হাসান সাজনের। তার কাছ থেকেই আমরা ভাড়া নিয়েছি। এখন রশিদ মেম্বার জোর করে ০৩জন ভাড়াটিয়াকে তুলে দিয়ে তার দখলে নিয়েছে। আমাকেও দোকান ছেড়ে চলে যেতে বলেছে, নইলে আমার কপালে খারাপি আছে বলে হুমকি দিয়েছে সে। খামারের সামনে গেলে স্থানীয়রা জানায়, এই খামার নাজমুল হাসান সাজনের বলেই আমরা জানি। তবে, আওয়ামীলীগের পতনের পর বিএনপি বনে যাওয়া রশিদ মেম্বার ও তার গুন্ডাবাহিনী এই খামার দখলে নিয়েছে। খামার থেকে মাছও খায় প্রতিদিন। কিছুদিন আগে পূর্বের মালিকের নাম মুছে দিয়ে অন্য আরেকজনের নাম দিয়েছিলো। সেনাবাহিনী নামার খবরে সেই নামও মুছে ফেলে রশিদ বাহিনী। এসময় স্থানীয়রা জানান, সাবেক এমপি শামীম ওসমানের রাজনীতি করার সুবাদে তার আস্থা ভাজন ও আশির্বাদপুষ্ট ক্যাডার হয়ে উঠেন রশিদ আহম্মেদ। বিগত সময়ে জাল-জালিয়াতির মাধ্যমে বক্তাবলীর অসহায় ও নিরিহ মানুষের জমি দখল করে, সাইনবোর্ড টানিয়ে দখল বাণিজ্য করতো ১নং ওয়ার্ড মেম্বার মো. রশিদ আহম্মেদ। রশিদের নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকায় জমি দখল, চাঁদাবজিসহ বিভিন্ন অপকর্ম করতো। রশিদ বাহিনীর সন্ত্রাসীদের জুলুম আত্যাচারে সব সময় আতংকিত হয়ে থাকতো ঐ এলাকার মানুষ। সরকারের পালা বদলের পর এখন সে বিএনপি বড় নেতা পরিচয়ে দিয়ে বক্তাবলীতে অসহায় মানুষের জমি দখল, চাঁদাবাজি সহ সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। রশিদ কখনোই বিএনপির রাজনীতি করেনি। দলীয় কোনো পদ-পদবীও নেই তার। নাম প্রকাশ না করা শর্তে এক ব্যক্তি জানান, পুরো বক্তাবলীতে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে আজগর আলীর দুই ছেলে রশিদ ও খুরসিদ। বক্তাবলী এলাকার এক ইউপি সদস্য জানান, ৫ আগস্ট সরকার পতনের পর রশিদ বাহিনীর লোকজন ওই সব এলাকার দোকানপাট, বসতবাড়ি ও জমি দখল করে অন্তত দুই কোটি টাকা হাতিয়ে নেয়। বিভিন্ন দোকান ও ঘরবাড়ি থেকে লুট করা হয়েছে অন্তত দেড় কোটি টাকার মালামাল। দখল করেছে বক্তাবলী ফেরী ঘাট ও নিরীহ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ও জমি। রশিদ, খুরসিদ ও তাদের বাহিনীর ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে পরিত্রান পেতে বাংলাদেশ সেনা বাহিনী, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছে বক্তাবলী এলাকাবাসী। অভিযুক্ত রশিদ আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে, এ বিষয়ে কোনো কথা বলতে রাজী হননি তিনি।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯