আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ৪:৩৯

সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ সন্ত্রাসী সেলিম মজুমদার কারাগারে 

ডান্ডিবার্তা | ০৩ অক্টোবর, ২০২৪ | ৯:২৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

সিদ্ধিরগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সেলিম মজুমদার কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। বুধবার (২ অক্টোবর)  সন্ধ্যায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি দল গ্রেফতার করে তাঁকে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ অধিনায়ক লে.কর্ণেল তানভীর মাহমুদ পাশা। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত আসামি সেলিম মজুমদারের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন। বর্তমানে আসামি সেলিম মজুমদারকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসী সেলিম মজুমদারের  বিরুদ্ধে বৈষম্য বিরোধী  আন্দোলনে গুলি চালিয়ে ছাত্র হত্যায় ৬টি সহ প্রায় ৩১টি  মামলা রয়েছে। ইতোমধ্যে চেক জালিয়াতির একটি মামলায় তার বিরুদ্ধে কারাদন্ড এবং গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা যায় সেলিম মজুমদারের বিরুদ্ধে হত্যা, সিদ্ধিরগঞ্জ থানা লুটপাট, ভাঙচুর, চাঁদাবাজি, জমি দখল, ছিনতাই, মাদক ব্যবসাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। গত ০৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর রূপ পরিবর্তন করে বিএনপি নেতা বনে যায় সেলিম মজুমদার। বিএনপি নেতা পরিচয়দানকারী আকরামের শেল্টার নিয়ে আদমজী ইপিজেডে প্রায়ই মহড়া দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি আদমজী ইপিজেডে মারুশিয়া নামক গার্মেন্টসে ভেতরে প্রবেশ করতে বাঁধা দেয়ায় সিকিউরিটি গার্ডের ওপর হামলা করে আহত করে সেলিম মজুমদার। তাঁর ভয়ে ইপিজেড  ব্যবসায়ীরা থাকে আতঙ্কগ্রস্ত। অনেক ব্যবসায়ীকে ব্যবসা কেড়ে নেয়ার জন্য হুমকি ধমকি দেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ছাত্র আন্দোলনে  হাসিনা সরকারের পতনের পর ভোল পাল্টে আওয়ামী লীগ থেকে এখন সিদ্ধিরগঞ্জে নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে এসব অপকর্ম করে  বেড়ায় সেলিম মজুমদার। কিন্তু বিএনপি নেতা পরিচয় দিয়েও মামলা থেকে রেহাই পাননি সাজাপ্রাপ্ত ফেরারি আসামি দুর্ধর্ষ সেলিম মজুমদার।রোকেয়া রহমান নামে এক নারীর অভিযোগের পর যৌথবাহিনী তাকে গ্রেপ্তারে সিদ্ধিরগঞ্জে বেশ কয়েকবার অভিযান চালালেও এতদিন বিভিন্ন স্থানে গা-ঢাকা দিয়েছিল সেলিম মজুমদার। এর আগে, আদমজী ইপিজেডে ঠিকাদারি নিয়ন্ত্রণের লক্ষ্যে ১০ লাখ টাকা চাঁদাবাজি দাবিতে ব্যবসায়ী মাসুদুর রহমানের ওপর হামলার ঘটনায় ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর রোববার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। জেল থেকে বের হয়ে আবারো বেপরোয়া হয় সে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা