আজ মঙ্গলবার | ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ৮ আশ্বিন ১৪৩২ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ৯:৪৯

সিদ্ধিরগঞ্জে মসজিদে রাজনৈতিক আলোচনাকে কেন্দ্র করে ভাঙচুর

ডান্ডিবার্তা | ০৫ অক্টোবর, ২০২৪ | ৯:১৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ফয়েজ মার্কেট সংলগ্ন বাইতুল আতিক জামে মসজিদে রাজনৈতিক আলাপ-আলোচনাকে কেন্দ্র করে মসজিদ কমিটি বাধা প্রদান করলে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকার হাসান নামে এক দোকানদার বাংলাদেশ সেনাবাহিনীর সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র সেনা ক্যাম্প ও ফরিদা বেগম সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলো- পরশ আলীর ছেলে রোকশেদ, শাহ আলমের ছেলে রাকিব, আইয়ুব আলীর ছেলে হাতেম, বাবুলের ছেলে হৃদয়, আনছার আলীর ছেলে আঃ রহমান, আইয়ুব আলীর ছেলে পলাশ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলামের ছেলে আরিফ সহ অজ্ঞাত আরো ৫/৬ জন। অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, গত শুক্রবার জুম্মার নামাযের পর রাজনৈতিক আলোচনা কেন্দ্রীক বৈঠক করা হয়। এসময় মসজিদ কমিটি বাধা দিলে বিবাদীরা অকথ্য ভাষায় গালমন্দ করে। পরে মসজিদ কমিটির সকলে উপস্থিত হলে বিবাদীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তারা মসজিদ কমিটির সকল সদস্যদের বাসায় ও দোকানে ভাঙচুর চালায় ও লুট করে। এসময় হাতেম ও রিফাত ভুক্তভোগী হাসানের মায়ের উপর গরম চায়ের কেটলি ছুড়ে মারে। এঘটনায় হাসানের মা ফরিদা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা