আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | দুপুর ১:১৫
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওসুধ পাচ্ছে না রোগীরা

ডান্ডিবার্তা | ০৬ অক্টোবর, ২০২৪ | ৯:৫৩ অপরাহ্ণ

নাসির উদ্দিন:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা এসে সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে একাধিক রোগী অভিযোগ করেন। রোগীদের অভিযোগ হাসপাতালে এসে ডাক্তার দেখালেও ওষুধ পাওয়া যায় না। ডাক্তারা বলে দেন বাইরে থেকে ওষুধ কিনে নিতে। এভাবেই চলছে মাসের পর মাস। বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গড়ে প্রতিদিন বর্হিবিভাগে ৫শতাধিক ও জরুরী বিভাগে শতাধিক রোগী আসে। বন্দর উপজেলায় সব চেয়ে বেশী শ্বাসকষ্ট জনিত রোগীর সংখ্যা বেশী হয় বলে ডাক্তাররা জানান। জানা গেছে, বন্দর উপজেলার উত্তরাঞ্চলে অনেকগুলি তুলা তৈরীর কারখানা রয়েছে। এছাড়াও বন্দর উপজেলায় রয়েছে অনেক গুলি ইটভাটা, সিমেন্ট ও ব্যটারী তৈরীর কারখানা। যারা ধুঁয়া ও ধুলায় বাতাসের পরিবেশ মারাত্বকভাবে ক্ষতিকারক। এসকল অঞ্চলের মানুষ সব চেয়ে বেশী শ্বাসকষ্ট ও চর্ম রোগে আক্রান্ত হচ্ছে। আর এজন্য বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সংক্রান্ত রোগীর সংখ্যা বেশী হচ্ছে। লক্ষণখোলা থেকে আসা রোগী আলী আহাম্মদ জানান, তিনি শ্বাসকষ্ট রোগে ভুগছেন। তিনি ডাক্তারের কাছে এলে তাকে শুধু মাত্র ৫টি প্যরাসিটামল দিয়ে বিদায় করেন। বাকি ওষুধ বাইরে থেকে কিনে খেতে বলেন। আমি গরীব মানুষ বাইরে থেকে ওধুষ কিনে খাওয়ার মত সামর্থ নেই। তাই বার বার হাসতাপালে আসতে হয়। মদনগঞ্জ থেকে রোগী তাসলিমা জানান, আমি কয়েক মাস ধরে ঘুরছি ডায়াবেটিকের ওষুধের জন্য। ডাক্তারা বলেন ডায়াবেটিকের ওষুধ নেই। ডায়রিয়া রোগী সুলতান মিয়া জানান, খাওয়ার স্যালাই ২টি দিলেও বাকিগুলি বাইরে থেকে আনতে হয়েছে। আর শরীরে পুশ করার স্যরাইন হাসপাতাল থেকে ১টি দিলেও বাকি সবকটি বাইরে থেকে কিনে আনতে হয়েছে। এ বিষয়ে জানতে হাসপাতালের ফার্মেসীতে যোগাযোগ করলে ফার্মাসিষ্ট বলেন আমাদের এখানে ওধুষ অনেক কম আবার অনেক ওষুধ নেই। যা আরএমও বলতে পারবেন। এ ব্যপারে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাঈনুল ইসলাম বলেন, আমাদের ওষুধ সংকট রয়েছে। যা আছে তা দিয়েই রোগীদের সামাল দিতে হচ্ছে। আমরা রোগীদের পর্যপ্ত ওষুধ দিতে পারছিনা। আমরা চাহিদা পাঠিয়েছি কিন্তু এখনো ওষুধ আসেনি। আমাদের হাসপাতালে রোগীদের চাহিদা অনুযায়ী যে সকল ওষুধ প্রয়োজন তার মধ্যে ফেক্সফেনাডিন, রসুভা, লোসার্ট, মেটফরমিন, গিলিক্সালিড, ইউনিগাল ক্রিম, পেরোজা াক্রম, ডমপিরিডন, কিটোরিলাক, এমবক্স সিরাপ, এনটাসিড সিরাপ, বি প্লেক্স, সিপ্রো আই, অ্যালবেন, বেকলু নামক ওষুধ স্টকে নেই। এসকল ওসুধ থেকে রোগীরা বঞ্চিত। যা আছে তা আবার অনেক কম। আমরা রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেও প্রয়োজনী ওষুধ দিতে পারছিনা স্টকে ওষুধ না থাকার কারনে। আমাদের ২০টি আইটেমের ওষুধ থাকলেও তা অনেক কম থাকায় তা দিয়ে রোগী সামাল দিতে হচ্ছে। ওষুধ যা আসে তা দিয়ে আমাদের বছর পার করতে হয়। তবে রোগীর সংখ্যা অনুযায়ী আমাদের হাসপাতালে যে সকল ওসুধ নেই তা পূরনসহ যে সকল ওধুধের সংকট রয়েচে তা পূরনসহ ওধুষ আরো বৃদ্ধি করা হলে রোগীদের চাহিদা মিটানো সম্ভব হবে। নয়তো রোগীদের এ অভিযোগ থেকেই যাবে। আমাদের ডাক্তারা চিকিৎসা সেবা দিলেও ওষুধ দিতে পারছিনা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা