আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | দুপুর ১২:৫৪
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

জলাবদ্ধতায় দুর্ভোগে ডিএনডির কয়েক লাখ অধিবাসী

ডান্ডিবার্তা | ০৬ অক্টোবর, ২০২৪ | ৯:৫৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

কয়েক দিনের টাকা বৃষ্টিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ ডিএনডির বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ বাসীন্দা। গত কয়েকদিন ধরে টানা বর্ষণের কারণে প্লাবিত ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা বাঁধ) অভ্যন্তরের ফতুল্লার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল। কয়েকদিনের বৃষ্টিতে ডিএনডির অনেক নিম্নাঞ্চল হাঁটু পানিতে তলিয়ে রয়েছে। অপরদিকে শহরের বিবি রোডের একাংশ, কলেজরোড, গলাচিপা ও মাসদাইর এলাকাতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। জানা গেছে, বৃষ্টি আসলেই দুর্ভোগ বাড়ে ডিএনডিবাসীর। প্রবল বৃষ্টিতে ডিএনডির বাঁধের অভ্যন্তরে ফতুুল্লার লালপুর, ইসদাইর, গাবতলী, তাগারপাড়, কোতালেরবাগ, লালখা, কুতুবপুর, আদর্শনগর, মুন্সিবাগ, পিলকুনি, ভূঁইগড়, রঘুনাথপুর, এনায়েতনগরসহ বিভিন্ন এলাকাতে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করে। অনেক এলাকাতে হাঁটু থেকে শুরু করে কোমর পানি পর্যন্ত। শিল্প-কারখানা, ডাইং, পয়ঃনিষ্কাশনের পানি জলাবদ্ধতার সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। নিরুপায় হয়ে ছোট বড় সকল বয়সের মানুষ এই দূষিত ও দুর্গন্ধযুক্ত পানির মধ্যে দিয়ে যাতায়াত করছে। অনেকের বসতবাড়িতেও পানি উঠে গেছে। এছাড়াও লালপুর পৌষাপুকুরপাড়সহ বিভিন্ন এলাকায় চলাচলের জন্য নৌকা ব্যবহার করা হচ্ছে। এদিকে ফতুল্লার পাশাপাশি নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড, গলাচিপা, নন্দীপাড়া ও মাসদাইর এলাকাতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। শহরের প্রধান বিবি রোডেও বিরাজ করছে জলাবদ্ধতা।  জানা গেছে, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০১৬ বছরের ৯ আগস্ট একনেকের সভায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) সেচ প্রকল্প এলাকায় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে এবং জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৫৫৮ কোটি টাকা ব্যয়ে ‘ডিএনডি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (ফ্রেজ-২)’ শীর্ষক প্রকল্প অনুমোদিত হয়। ২০১৭ সালের ৮ ডিসেম্বর প্রকল্প কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর প্রকল্পটির বাস্তবায়নে কাজ শুরু করে সেনাবাহিনীর ২০ ইসিবি, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। ২০২০ সালের ৯ আগস্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিএনডি এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সচিব ও সদস্য মো. জাকির হোসেন আকন্দ বলেছেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের ৭৫ ভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমান প্রজেক্টটি হলো ৫০০ কোটি টাকার। এ প্রজেক্টটি যখন ২০১৬তে নেয়া হয়, তখন স্টাডি পরিচালনা করা হয়। এ স্ট্যাডির মাধ্যমে খালের লেন্থ, অনুসাঙ্গিক খরচসহ সকল প্রয়োজনীয় খরচ যোগ করে দেখা গেছে যে, এ প্রজেক্টটা ৫০০ কোটি টাকায় হবে না। এটাকে ওনারা আরও ৮০০ কোটি টাকা বৃদ্ধি করে ১৩০০ কোটি টাকার পরিকল্পনা করে আমাদের পাঠিয়েছেন। আমরা এর যৌক্তিকতা খতিয়ে দেখছি। এছাড়াও প্রজেক্টের মেয়াদ যেটা ছিল ২০১৬ থেকে ২০২০, সেটাকে করা হয়েছে ২০১৬ থেকে জুন ২০২৩ পর্যন্ত। ২০২৩ সালের ২ জুলাই সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ ডিএনডি এলাকার পানি নিষ্কাশনের প্রধান পাম্প হাউস পরিদর্শন শেষে তৎকালীন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান জানান, ডিএনডি প্রজেক্টের জন্য ১২’শ ৯৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দ্রুতই ডিএনডি’র জলাবদ্ধতা নিরসন না হলে পানিতে নেমে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দেন শামীম ওসমান। এদিকে ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে প্রকল্পের বরাদ্দ ও মেয়াদ কয়েক দফা বাড়ানো হলেও দুর্ভোগ কমেনি ডিএনডিবাসীর। ফতুল্লার বিভিন্ন এলাকার বেশিভাগ রাস্তাঘাট তলিয়ে গেছে। প্রতিটি পাড়া মহল্লার রাস্তাগুলো হাঁটু পানিতে তলিয়ে আছে। ফতুল্লার লালপুর এলাকার বাসিন্দা নিয়াজ মোহাম্মদ মাসুম জানান, বৃষ্টি এলেই ফতুল্লায় জলাবদ্ধতার প্রকোপ বাড়ে। ফতুল্লার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করেছে। আমরা দ্রুত এই অবস্থা থেকে মুক্তি চাই। শহরের মাসদাইর এলাকার বাসিন্দা মেহেদী হাসান জানান, প্রবল বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকাতেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। তার মধ্যে মাসদাইর ও গলাচিপা এলাকায় হাঁটু পানি বিরাজ করছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা