
ডান্ডিবার্তা রিপোর্ট:
ঐতিহাসিক লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ দূর্গা মন্দিরের জায়গা দখলমুক্ত করতে এবং মন্দিরের নিরাপত্তা নিয়ে জেলা প্রশাসক মাহমুদুল হক ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের কাছে স্মারক লিপি দিয়েছে নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ দূর্গা মন্দির পরিচালনা কমিটি। সোমবার (০৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসককে এ স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ দূর্গা মন্দির পরিচালনা কমিটি সভাপতি বকুল বিশ^াস ও সাধারণ সম্পাদক তরুণ ব্যাগীর স্বাক্ষর রয়েছে। স্মারকলিপিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডে ৪ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত শর্তবর্ষী পুরাতন নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ দূর্গা মন্দির। মন্দিরের পুকুর ও মাঠ ২০১২ সাল থেকে শিল্প প্রতিষ্ঠান নীট কনর্সান গ্রুপ জোর-জবরদস্তি দখলের পায়তারা করে আসছে। ঐতিহাসিক এই মন্দিরে ৮২ বছরের বেশি সময় ধরে ভক্তবৃন্দ ও শেয়ারহোল্ডারগণ নির্বিঘ্নে নিয়মিত পূজা-অর্চনা করলেও সাবেক সংসদ সদস্য নাসিম ওসমান, শামীম ওসমান এবং শামসুদ্দিন প্রধান নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের যোগসাজসে অবৈধভাবে মিলটি দখলে নেওয়ার পর থেকে মন্দির প্রাঙ্গনে সনাতনী ভক্তবৃন্দের প্রবেশ নিষিদ্ধ করে পূজা-অর্চনাসহ সকল ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ করে রেখেছে। তারই ধারাবাহিকতায় বিগত ১৭ জুন ২০২৩ইং তারিখে প্রার্থনার স্থানটির স্মৃতি চিহ্ন গুরিয়ে দেওয়ার উদ্দেশ্যে অবৈধ্যভাবে বোল্ডজার দিয়ে ভাঙচুর করে স্থাপনা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। পরে সনাতনী ভক্তবৃন্দ প্রায় ৫ লক্ষাধিক টাকা ব্যয়ে মন্দির সংস্কার করে ও এসময় তৎকালীন পুলিশ সুপার উভয় পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের উপস্থিতিতে মন্দিরের জমি ৪ বিঘার পরিবর্তে ১ বিঘা বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং জেলা প্রশাসনের হস্তক্ষেপে দূর্গাপূজার আয়োজন করতে সক্ষম হয় ভক্তবৃন্দ। তবে দশমী অন্তে মন্দিরের ১ বিঘা জায়গা দখলমুক্ত করে লক্ষ্মীনারায়ন কটন মিলস্ দূর্গা মন্দির কমিটির কাছে বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিলেও নীট কনসার্ন গ্রুপের অদৃশ্য প্রভাবে সকল প্রক্রিয়া আটকে যায়। পরবর্তীদের সমাধান চেয়ে জেলা প্রশাসক কার্যালয়ে ও সাবেক পুলিশ সুপারের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও এ ব্যাপারে কোনো সমাধান পাওয়া যায়নি। স্মারকলিপিতে আরও বলা হয়, অত্যন্ত দু:খজনক হলেও সত্যি এবারও পূজার ঠিক আগমূহুর্তে আবারও দুষ্কৃতিকারীরা মন্দিরের স্মৃতি চিহ্ন গুড়িয়ে দিতে মন্দির ভাঙচুর করে। পাশাপাশি নীট কনসার্ন গ্রুপ মন্দিরে ভক্তবৃন্দের প্রবেশাধিকার বন্ধ করে মন্দির প্রাঙ্গনে বহিরাগতদের নিয়ে খেলাধুলা নাম দিয়ে মন্দিরের জায়গা দখলের ষড়যন্ত্র করছে। যা ইতিপূর্বেই সংশ্লিষ্ট থানাকে বহুবার অবগত করা হয়েছে। যেহেতু দুষ্কৃতিকারীরা মন্দিরের স্মৃতি চিহ্ন নষ্ট করতে বারবার মন্দির হামলা-ভাঙচুর করছে। এতে মন্দিরের চরম নিরাপত্তা ঝুঁকির তৈরি হয়েছে। এবার যেহেতু গত বছরের সিদ্ধান্ত মোতাবেক প্রতিমা বিসর্জন হবে না, বিগ্রহ মন্দিরেই থাকবে এ অবস্থায় দুষ্কৃতিকারীরা মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের হুমকি রয়েছে। এছাড়া দূর্গাপূজা অন্তে আবারও নীট কনসার্ন গ্রুপ তার সন্ত্রাসীদের দ্বারা মন্দিরে ভক্তবৃন্দের প্রবেশাধীকার বন্ধ করে মন্দির ভাঙচুর, পূজা-অর্চনা বন্ধ রাখা এবং মন্দির দখলের আশঙ্কা রয়েছে। তাই দুষ্কৃতিকারীদের হাত থেকে মন্দির রক্ষা এবং নির্বিঘ্নে মন্দিরে পূজা-অর্চনার প্রয়োজনে আসন্ন দূর্গা পূজার আগেই লক্ষ্মীনারায়ণ কটন মিলর্স দূর্গা মন্দিরের জমি সংক্রান্ত সমস্যার সুষ্ঠু সমাধান একান্ত আবশ্যক।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯