আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | দুপুর ১:১৫
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ দূর্গা মন্দির দখল মুক্ত করতে ডিসি-এসপিকে স্মারকলিপি

ডান্ডিবার্তা | ০৭ অক্টোবর, ২০২৪ | ৮:৪২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

ঐতিহাসিক লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ দূর্গা মন্দিরের জায়গা দখলমুক্ত করতে এবং মন্দিরের নিরাপত্তা নিয়ে জেলা প্রশাসক মাহমুদুল হক ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের কাছে স্মারক লিপি দিয়েছে নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ দূর্গা মন্দির পরিচালনা কমিটি। সোমবার (০৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসককে এ স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ দূর্গা মন্দির পরিচালনা কমিটি সভাপতি বকুল বিশ^াস ও সাধারণ সম্পাদক তরুণ ব্যাগীর স্বাক্ষর রয়েছে। স্মারকলিপিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডে ৪ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত শর্তবর্ষী পুরাতন নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ দূর্গা মন্দির। মন্দিরের পুকুর ও মাঠ ২০১২ সাল থেকে শিল্প প্রতিষ্ঠান নীট কনর্সান গ্রুপ জোর-জবরদস্তি দখলের পায়তারা করে আসছে। ঐতিহাসিক এই মন্দিরে ৮২ বছরের বেশি সময় ধরে ভক্তবৃন্দ ও শেয়ারহোল্ডারগণ নির্বিঘ্নে নিয়মিত পূজা-অর্চনা করলেও সাবেক সংসদ সদস্য নাসিম ওসমান, শামীম ওসমান এবং শামসুদ্দিন প্রধান নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের যোগসাজসে অবৈধভাবে মিলটি দখলে নেওয়ার পর থেকে মন্দির প্রাঙ্গনে সনাতনী ভক্তবৃন্দের প্রবেশ নিষিদ্ধ করে পূজা-অর্চনাসহ সকল ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ করে রেখেছে। তারই ধারাবাহিকতায় বিগত ১৭ জুন ২০২৩ইং তারিখে প্রার্থনার স্থানটির স্মৃতি চিহ্ন  গুরিয়ে দেওয়ার উদ্দেশ্যে অবৈধ্যভাবে বোল্ডজার দিয়ে ভাঙচুর করে স্থাপনা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। পরে সনাতনী ভক্তবৃন্দ প্রায় ৫ লক্ষাধিক টাকা ব্যয়ে মন্দির সংস্কার করে ও এসময় তৎকালীন পুলিশ সুপার উভয় পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের উপস্থিতিতে মন্দিরের জমি ৪ বিঘার পরিবর্তে ১ বিঘা বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়  এবং ‌জেলা প্রশাস‌নের হস্তক্ষেপে দূর্গাপূজার আয়োজন করতে সক্ষম হয় ভক্তবৃন্দ। তবে দশমী অন্তে  মন্দিরের ১ বিঘা জায়গা দখলমুক্ত করে লক্ষ্মীনারায়ন কটন মিলস্ দূর্গা মন্দির কমিটির কাছে বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিলেও নীট কনসার্ন গ্রুপের অদৃশ্য প্রভাবে সকল প্রক্রিয়া আটকে যায়। পরবর্তীদের সমাধান চেয়ে ‌জেলা প্রশাসক কার্যাল‌য়ে ও সা‌বেক পু‌লিশ সুপা‌রের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও এ ব্যাপারে কোনো সমাধান পাওয়া যায়নি। স্মারকলিপিতে আরও বলা হয়, অত‌্যন্ত দু:খজনক হ‌লেও স‌ত্যি এবারও পূজার ঠিক আগমূহুর্তে আবারও দুষ্কৃ‌তিকারীরা মন্দিরের স্মৃতি চিহ্ন গুড়িয়ে দিতে মন্দির ভাঙচুর করে। পাশাপাশি নীট কনসার্ন গ্রুপ মন্দিরে ভক্তবৃন্দের প্রবেশাধিকার বন্ধ করে মন্দির প্রাঙ্গনে বহিরাগতদের নিয়ে খেলাধুলা নাম দিয়ে মন্দিরের জায়গা দখলের ষড়যন্ত্র করছে। যা ইতিপূর্বেই সংশ্লিষ্ট থানাকে বহুবার অবগত করা হয়েছে। যেহেতু দুষ্কৃতিকারীরা মন্দিরের স্মৃতি চিহ্ন নষ্ট করতে বারবার মন্দির হামলা-ভাঙচুর করছে। এতে মন্দিরের চরম নিরাপত্তা ঝুঁকির তৈরি হয়েছে। এবার যে‌হেতু গত বছ‌রের সিদ্ধান্ত মোতা‌বেক প্রতিমা বিসর্জন হ‌বে না, বিগ্রহ ম‌ন্দি‌রেই থাক‌বে এ অবস্থায় দুষ্কৃ‌তিকারীরা ম‌ন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের হুম‌কি র‌য়ে‌ছে। এছাড়া দূর্গাপূজা অন্তে আবারও নীট কনসার্ন গ্রুপ তার সন্ত্রাসীদের দ্বারা মন্দিরে ভক্তবৃন্দের প্রবেশাধীকার বন্ধ করে মন্দির ভাঙচুর, পূজা-অর্চনা বন্ধ রাখা এবং মন্দির দখলের আশঙ্কা রয়েছে। তাই দুষ্কৃতিকারীদের হাত থেকে মন্দির রক্ষা এবং নির্বিঘ্নে মন্দিরে পূজা-অর্চনার প্রয়োজনে আসন্ন দূর্গা পূজার আগেই লক্ষ্মীনারায়ণ কটন মিলর্স দূর্গা মন্দিরের জমি সংক্রান্ত সমস্যার সুষ্ঠু সমাধান একান্ত আবশ্যক।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা