
ডান্ডিবার্তা রিপোর্ট:
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মো. সম্রাট নামে এক যুবককে গুলি করে আহতের ঘটনায় ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় জেলা যুবলীগ নেতা জানে আলম বিপ্লবসহ ২১ জনকে আসামি করা হয়েছে। সেই সাথে আরও ১৫-২০জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) এতথ্যের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, রবিবার রাতে মো. সম্রাটের দায়ের করা মামলা রজু হয়েছে। মামলায় জানে আলম বিপ্লব ছাড়া অন্যান্য আসামিরা হলেন, ফিরোজ মাহমুদ শ্যামা (৪২), পিতা-মৃত আমীর আলী, সাং-ইসদাইর বাজার, থানা-ফতুল্লা; শাহাদাত (৫০), পিতা-ফকির চান, সাং-কায়েমপুর, থানা-ফতুল্লা; মোঃ জুয়েল (৪৫), পিতা-বাদল, সাং-খানপুর মেইন রোড, থানা-নারায়ণগঞ্জ সদর; আরিফ হোসেন কনক (৩৩), পিতা-আলী হোসেন, সাং-সালেহ নগর, থানা-বন্দর; হান্নান সরকার (৫২), পিতা-আশরাফ আলী সরকার, সাং-বন্দর রেল লাইন, থানা-বন্দর; ষ্টান রাজু (৩৪), পিতা-নুরুল ইসলাম পাতলা, সাং-নূরবাগ, থানা-বন্দর; মুক্তার হাজী (৫৩), পিতা-মনসুর, সাং-কায়েমপুর, থানা-ফতুল্লা; মোঃ মুসলিম (৫৫), পিতা-মনসুর, সাং-কায়েমপুর, থানা-ফতুল্লা; আরাফাত (২২), পিতা-ইউসুফ, সাং-কায়েমপুর, থানা-ফতুল্লা; আলামিন (৩৫), পিতা-গফুর মেম্বার, সাং-পশ্চিম তল্লা, থানা-ফতুল্লা; শেখ কামাল (৪২), পিতা-নাজিমুদ্দীন মাষ্টার, সাং-শাহী মসজিদ, থানা-বন্দর; সম্রাট (২২), পিতা-আজহারুল ইসলাম এজা, সাং-সালেহ নগর, থানা- বন্দর; পিয়েল (৩৪), পিতা-অজ্ঞাত, মাতা-নিগার, সাং-সোনাকান্দা, থানা-বন্দর; কসাই মনির (৪৮), পিতা-বাসনা, সাং-পানির ট্যাংকি সোনাকান্দা, থানা-বন্দর; আলামিন (২৮), পিতা-জাবেদ শেখ, সাং- রূপালী বন্দর, থানা-বন্দর; মোঃ সুমন (৪৬), পিতা-মৃত আতাহার আলী, সাং-তল্লা সুপারীবাগ, থানা-ফতুল্লা; খান মাসুদ (৪০), পিতা- সামসুদ্দিন খান, সাং-খান বাড়ি, থানা-বন্দর; জাহিদুল ইসলাম (৩৪), পিতা-জয়নাল আবেদিন, সাং- চিটাগাং রোড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, (স্থায়ী ঠিকানা- ররুড়া, কুমিল্লা); রবিউল (২৪), পিতা-মোঃ অহিদ, সাং-সম্মানদী, থানা- সোনারগাও; তাফসির (২২), পিতা-সানাউল্লাহ সানু, সাং-সোনাকান্দা, থানা-বন্দর। মামলার এজহারে মো. সম্রাট অভিযোগ করেন, জুলাই মাসের ১৯ তারিখে ফতুল্লার হাজী কমর আলী স্কুলের পূর্ব পাশে ছাত্র জনতার আন্দোলনরত অবস্থায় মামলার আসামিরা সম্রাটের উপর গুলি বর্ষণ করে। এতে করে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯