
ডান্ডিবার্তা রিপোর্ট:
মঙ্গলবার, সকাল ১১.০০টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মাননীয় প্রশাসকের পক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সচিব (উপ-সচিব) মোঃ নূর কুতুবুল আলম স্মারকলিপি গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটির আহ্বায়ক হাজী নুরুল হক জমাদ্দার, সদস্য সচিব বাসদ নেতা এস এম কাদির, প্রগতি ছাত্র ও যুব সংসদের সদস্য সচিব মনির হোসেন প্রমুখ। স্মারকলিপি প্রদানের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নে জনসংখ্যা প্রায় ৫ লক্ষ এবং ভোটার সংখ্যা ১ লক্ষ ৯০ হাজার। এখানে সড়ক পথ রেলপথ ও নৌপথ চালু রয়েছে। এই এলাকায় চাষাবাদের জন্য পাকিস্তান সরকার এক সময় ইরিগেশন প্রজেক্ট চালু করে, যা ডিএনডি প্রকল্প নামে পরিচিত। ঢাকার পাশর্^বর্তী এলাকা হওয়ায় কালের আবর্তে এখানে লক্ষ লক্ষ মানুষের বসতি গড়ে ওঠে। এখানে বহুতল ভবন, স্কুল, কলেজ, মাদ্রাাসা, বিশ^বিদ্যালয়, সরকারী আধা সরকারী অফিস আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দেশের শীর্ষ গার্মেন্টস সেক্টর ও বিভিন্ন ভারি শিল্প কলকারখানা রয়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এখানে যাতায়াত করে। সুপেয় খাবার পানি ও ময়লা আবর্জনা অব্যবস্থাপনার কারনে পরিবেশ দুষন ও মশাবাহিত রোগ বালাই বৃদ্ধি পাচ্ছে যা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মান ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারনে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরী হয় এবং বৃষ্টি বন্ধ হওয়ার পরও জমে থাকা পানি সরার কোন রাস্তা নেই। বর্তমানে এখানে ১% চাষাবাদের কোন জমি নেই। পৌরসভা আইন ও বিধিমালা অনুযায়ী কুতুবপুর ইউনিয়ন পরিষদ বহু আগেই অন্তর্ভুক্ত হওয়ার কথা। সদস্য সচিব বাসদ নেতা এস এম কাদির বলেন এতদিন আমরা একটি দানবীর শক্তির কাছে জিম্মি ছিলাম। গত ৫ আগস্ট ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে আমরা একটি নতুন অন্তবর্তীকালীন সরকার ব্যবস্থা পেয়েছি। আমরা আশা করি জনগনের কাঙ্খিত আশা আকাঙ্খা ধারন করে রাষ্ট্র পরিচালনা করবেন। কুতুবপুরবাসীর প্রাণের দাবি কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অর্ন্তভুক্ত করা। কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী তিনি উদ্যোগ গ্রহন করলেও নারায়ণগঞ্জের একটি অপশক্তি গডফাদার শামীম ওসমানের বাঁধার কারনে আমরা সেটা থেকে বঞ্চিত হয়েছি। এখন সময় হয়েছে রুখে দাড়ানো অপশক্তির বিরুদ্ধে। দলমত নির্বিশেষ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার আন্দোলনকে জোরদার করতে হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯