
ডান্ডিবার্তা রিপোর্ট:
বন্দরের লক্ষণখোলায় চায়না ব্যাটারী কারখানার বিষাক্ত বর্জ্য থেকে রক্ষ পেতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। মঙ্গলবার দুপুরে নাসিক ২৫নং ওয়র্ডে কারখানার সামনের রাস্তায় এলাকাবাসী মানববন্ধন করেন। এলাকাবাসীর দাবি চায়না মালিকাধীন ডংজি লংজিভিটি নামক ব্যাটারী তৈরীর কারখানার দুষিত ধুঁয়া ও তরল বর্জ্যে এলাকার পানি ও বায়ূ দুষনের ফলে এলাকায় বিভিন্ন রোগের পাদুভাব দেখা দিয়েছে। কয়েক দফা পরিবেশ অধিদপ্তর এ কারখানায় অভিযান চালিয়ে জরিমানাসহ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেও কোম্পানী কর্তৃপক্ষ অদৃশ্য ইশারায় বারবার কারখানা চালু করেছে। সম্প্রতি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা আন্দোলন করে কারখানার কার্যক্রম বন্ধ করায়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ পুনরায় কারখানা চালু করার পায়তারা করছে। মাহতাব উদ্দিন মাস্টারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তরা বলেন, আমরা কারখানা উচ্ছেদ বা বন্ধের পক্ষে নই। তবে পরিবেশ দুষণ করে জনবসতী এলাকার মানুষের দুভোগে রেখে কারখানা চলাতে পারেনা। কারখানা চালাতে হলে অবশ্যই পরিবেশ দুষণ বন্ধের ব্যবস্থা করেই কারখানা চালু করতে হবে। এ সময় বক্তব্য রাখেন মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন, কামরুল হাসান সাউদ চুন্নু, ফারুক হোসেন, আনিসুর রহমান টুলু, ফজলুল হক, ফুয়াদ সাউদ, কাশেম আলী, সাবেক ইউপি মেম্বার জাহাঙ্গীর, বর্তমান মেম্বার মোতালেব, আক্তার হোসেন, আ: রহমান, মাসুম, নাজমুল, রুমান, সজিব, রাহিম, গোলাম রাব্বানী, আমির হোসেন, জুবায়ের, সৌরভ ও হৃদয় প্রমুখ। এলাকাবাসী দীর্ঘ ২ ঘন্টা অবস্থান করে মানববন্ধন করে। এদিকে শিক্ষার্থী ও এলাকাবাসীর আন্দোলনের মুখে গত ৩ অক্টোবর ব্যাটারী কারখানাটি বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। ঐদিন রাতেই পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এএইচএম রাসেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কারখানায় এসে পরিবেশ দূষণের প্রমাণ পেয়ে কর্তৃপক্ষের কাছে কারখানা বন্ধের নোটিশ প্রদান করেন। পরে কারখানার গেইটের সামনে বন্ধের নোটিশ সাটিয়ে দেয় পরিবেশ অধিদপ্তর। এ ব্যাপারে ডংজিলংজিভিটি ব্যাটারি কারখানা কর্তৃপক্ষ জানান, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে অচিরেই কারখানাটি অন্যত্র সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা চলছে। তবে কারখানার পশ্চিম দিকের ইউনিটটি শুধু প্যাকেজিংয়ের কাজে ব্যবহার করা হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯